User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
শিশুর অমলিন হাসি এক স্বর্গীয় অনুভূতি জাগায় । কিন্তু তাদের সামান্য অসুখে বেদনায় নীল হয়ে যায় আমরা । উদ্বেগে এক ডাক্তার থেকে আরেক ডাক্তারের কাছে ছুটাছুটি করতে থাকি । এই সময়টুকুতে আশেপাশের মানুষ গুলোও পরামর্শ দিতে কার্পণ্য করেন না । কিন্তু এই এসব পরামর্শ আমাদের উদ্দেগ আর অস্থিরতা আরও বাড়িয়ে দেয় । মা-বাবাদের এসব উদ্দেগ আর অস্থিরতা থেকে মুক্তি দিতে এই বই যথেষ্ট সহায়ক । শিশুর জন্ম থেকে বেড়ে ওঠা পর্যন্ত প্রতিটি সময়ের টিপস রয়েছে এতে ।বাচ্চা খেতে না চাইলে কি করবেন, ওজন-উচ্চতা ঠিক আছে কিনা তা কিভাবে বুঝবেন, জন্মের পর শিশুকে কিভাবে গোসল করাবেন, কখন চুল কাটতে হবে, বুকের দুধ না পেলে কি করবেন , কর্মজীবী মায়েরা কিভাবে বুকের দুধ নিশ্চিত করবেন, বাচ্চার বুদ্ধির বিকাশ হচ্ছে কিনা তা কিভাবে বুঝবেন , অটিজম কিংবা বুদ্ধি প্রতিবন্ধিতার লক্ষণ গুলো আগে থেকে কিভাবে বুঝবেন ইত্যাদি প্রশ্ন গুলোর উত্তর পাওয়া যাবে এই বই থেকে । এছাড়া শিশুর জ্বর, কাশি , ডায়রিয়া ইত্যাদি সাধারণ সমস্যাগুলোর চিকিৎসা সম্পর্কে জানা যাবে এই বই থেকে । শিশুর অনেক রোগেই ওষুধের প্রয়োজন হয় না, শুধু সঠিক পরামর্শ দরকার । কিন্তু মায়েরা দুশ্চিন্তা থেকে বিভিন্ন ডাক্তারের কাছে ছুটে যান । এতে সময় ও অর্থ দুটোরই অপচয় হয় । এ বই থেকে মায়েরা এধরণের অনেক পরামর্শ পাবেন যা তাদের সময় ও অর্থ বাঁচাবে । মোটকথা সন্তানের পরিচর্যায় এক চলমান গাইডলাইন হতে পারে এই বই । শিশুর স্বাস্থ্য নিয়ে প্রচলিত অনেক ধারনাকে পালটে দেবে এই বই । চিকিৎসা শাস্ত্রের কঠিন ভাষা পরিহার করে সহজ প্রাঞ্জল ভাষায় লেখা বইটি সকলের কাছে হৃদয়গ্রাহী হবে আশা রাখি । প্রকাশক - ঐতিহ্য প্রকাশনী, পৃষ্ঠা -১৩৬ , প্রচ্ছদ- ধ্রুব এষ, মূল্য ১৩০ টাকা