User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Not very good
Was this review helpful to you?
or
Not so good
Was this review helpful to you?
or
এটা কি বাংলা অনুবাদ করা
Was this review helpful to you?
or
Love it
Was this review helpful to you?
or
সময়ের অন্যতম সেরা গবেষণা এখন "আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম"। বইটির অনুবাদ ত্রুটিপূর্ণ। আরো ভালো, সহজ সরল ভাষার প্রয়োগ করা হলে ভালো হতো। হিগস বোসন কণাকে নিয়ে বিতর্কটাই বেশি এসেছে আরো বিস্তারিত ব্যাখ্যা দেয়া থাকলে ভালো হতো। তবে বইটা পড়ার জন্য এবং নতুন কিছু জানার জন্য বেশ ভালো।
Was this review helpful to you?
or
What else can I say, this book is just a legendary one
Was this review helpful to you?
or
well write
Was this review helpful to you?
or
ধন্যবাদ
Was this review helpful to you?
or
The books is very educative
Was this review helpful to you?
or
বইটিতে অনেক ভুল রয়েছে।
Was this review helpful to you?
or
হকিং-এর বহুল আলোচিত ‘এ বীফ হিস্ট্রি অফ টাইম’ গ্রন্থটির বাংলা ভাষায় অনুবাদ প্রকাশিত হলেও গ্রন্থটির বিষয়ে ব্যাপক পর্যালোচনা বা আলোচনা হয়নি। প্রফেসর মতিয়ার রহমানের ‘মহাবিশ্বের স্বরূপ-শুরু ও শেষ-আলবার্ট আইনস্টাইন থেকে সিটফেন হকিং’ নামে একটি গ্রন্থ ২০০৪ সালে প্রকাশিত হয়। তবে তা সরাসরি এ বীফ হিস্ট্রি অফ টাইম বা কালের সংক্ষিপ্ত ইতিহাসের মুখ্য পর্যালোচনা ছিল না। তার লেখা এ গ্রন্থটি পাঠ করে মূল গ্রন্থটির প্রকৃত স্বাদ গ্রহণ এবং সেই সাথে বর্তমানে বহুল আলোচিত হিগস-বোসন তথা ঈশ্বর কণা বিষয়ে ধারণা আরও স্পষ্ট হবে। বিজ্ঞান ও ঐতিহ্যপ্রিয় প্রফেসর মতিয়ার রহমান-এর এই গ্রন্থটি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত।
Was this review helpful to you?
or
এই বইটা চিন্তা সহায়ক ছিলো...অনেক সুন্দর সুন্দর উদাহরন দিয়ে কিছু জটিল বিষয় বোঝানো হয়েছে সহজভাবে..তবে একটু জটিল হয়েছে.. সর্বোপরি ,বইটা ভালো ..যদিও একটু জটিল তবুও জানতে সহায়ক..
Was this review helpful to you?
or
আ ব্রিফ হিস্টরি অব টাইম আধুনিক যুগের অন্যতম সেরা জ্যোতির্বিজ্ঞানী ও বিশ্বতত্ত্ববিদস্টিফেন হকিং লিখিত একটি জনপ্রিয় ধারার বিজ্ঞান গ্রন্থ। স্টিফেন হকিং লিখিত বইয়ের মধ্যে এটি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করে। এই বইয়ের জন্যই মূলত হকিং ব্যাপক পরিচিতি লাভ করেন।বইয়ে আলোচিত বিষয়গুলো সবই আধুনিক জ্যোতির্বিজ্ঞান ও বিশ্বতত্ত্বের আঙ্গিকে রচিত হয়েছে। মূলত মহাবিশ্বের পরিসর ও এর সৃষ্টি রহস্য সাধারণের উপযোগী করে লেখা হয়েছে এতে। আলোচিত ১১ টি বিষয়ের রয়েছে। এই বিষয়গুলো ছাড়াও বইয়ের পরিশিষ্টে মহান তিনজন বিজ্ঞানীর সংক্ষিপ্ত জীবনী সংযুক্ত রয়েছে। এরা হলেন: আলবার্ট আইনস্টাইন, গ্যালিলিও গ্যালিলি এবং আইজাক নিউটন। এ গ্রন্থটির মূল বিষয় বিশ্বজগতের উৎস-সন্ধান। এ বিষয়ে নানা বিজ্ঞানীর নানা মত রয়েছে। কীভাবে সৃষ্টি হয়েছে এ বিশ্বের, কখন কীভাবে এর উৎপত্তি ও বিবর্তন ; কত এর বয়স, এ সব বিবিধ বিশ্বতত্ত্বীয় প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেছেন বিভিন্ন বিজ্ঞানী নানা দৃষ্টিভঙ্গী থেকে। এ সব প্রশ্নোত্তরের সংক্ষিপ্ত ও সাধারণবোধ্য একটি ধারাবিবরণী উপস্থাপন করেছেন স্টিফেন হকিং এই বইটিতে। বইটিতে বৈজ্ঞানিক পরিভাষা খুব সামান্যই ব্যবহার করা হয়েছে। মাধ্যাকর্ষণ, কৃষ্ণগহ্বর, বিগ ব্যাং সময় সম্পর্কিত ইত্যাকার বৈজ্ঞানিক জিজ্ঞাসা ইত্যাদি বিষয়ে বিভিন্ন মতবাদ নিয়ে আলোচনার সঙ্গে সঙ্গে একটি সমন্বিত ধারণা দেয়ার প্রয়াস পেয়েছেন লেখক।বইটিতে লেখক অনেক যুক্তি সহকারে উদাহারন দিয়ে বুঝিয়েছেন তার মূলভাব।পাঠক বইটি পড়ে অনেক কিছু জানতে পারবেন ধারনা করতে পারবেন আসলে মহাবিশ্ব গঠনের মূল কথা।আমার মত হয়তো আপনার ও মনে অনেক প্রশ্ন উঁকি দিতে পারে।তাই মিস করবেন না পড়তে।
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
এটা অবশ্যই আ ব্রিফ হিস্ট্রি অব টাইমের বাংলা অনুবাদ না। না জেনে কিনে কেউ প্রতারিত হবেন না।