User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মুঘল সালতানাতের গৌরবময় ইতিহাসে স্বমহিমায় দীপ্তিমান সম্রাট আওরঙ্গজেব। মুঘল বংশের শেষ সফল সম্রাটও তিনি। সম্রাট শাহজাহানের চার পুত্রের মধ্যে আওরঙ্গজেব ছিলেন সবচেয়ে চতুর, সমরকুশল ও কূটনৈতিক জ্ঞানসম্পন্ন
Was this review helpful to you?
or
The way the author told us the history was quite good
Was this review helpful to you?
or
মুঘল সালতানাতের গৌরবময় ইতিহাসে স্বমহিমায় দীপ্তিমান সম্রাট আওরঙ্গজেব। মুঘল বংশের শেষ সফল সম্রাটও তিনি। সম্রাট শাহজাহানের চার পুত্রের মধ্যে আওরঙ্গজেব ছিলেন সবচেয়ে চতুর, সমরকুশল ও কূটনৈতিক জ্ঞানসম্পন্ন। তাই পিতার জীবনের সায়াহ্নকালে অমোঘ নিয়তিস্বরুপ উদ্ভূত উত্তরাধিকার যুদ্ধে একে একে সব ভাইকে পথ থেকে সরিয়ে সিংহাসনের চূড়ান্ত উত্তরাধিকার হন আওরঙ্গজেব। কিন্তু এই বইয়ে সব লোভ লালসার ঊর্ধ্বে বসবাসকারী এক মহান হৃদয়সম্পন্ন মানুষকে উপস্থাপন করা হয়েছে।
Was this review helpful to you?
or
লেখক নিরপেক্ষ ভাবে ইতিহাস তুলে ধরতে চান নি, সেটা স্পষ্ট ছিল। বেশ কিছু গল্প এমন ছিল যে গুলো ইতিহাস না, লোককথা হতে পারে খুব বেশি হলে। কিছু ক্ষেত্রে আওরঙ্গজেবের অপরাধ ঢাকতে লেখককে বেশ বেগ পেতে হয়েছে। কিন্তু বেশ কিছু ঐতিহাসিক সত্য অ কম জানা কাহিনীও স্থান পেয়েছে বইটিতে। লেখকের বিষয় গুলোকে প্রাঞ্জল ভাবে উপস্থাপনার চেষ্টা অবশ্যই প্রশংসার দাবিদার। সকল ক্ষেত্রে আওরঙ্গজেবকে মহাপুরুষ প্রমাণ এর চেষ্টা না করে তাক্র আর ১০ জন শাসকের মত দোষে গুনে গড়া মানুষ হিসেবে তুলে ধরলে বই টি আরও ভাল এবং ঐতিহাসিক ভাবে সঠিক হত।
Was this review helpful to you?
or
বইটি ছোট। সত্য ও বস্তুনিষ্ঠ ইতিহাস ছোট হলেও যথেষ্ট। আর পাঠকেরা এখন সহজেই সত্য বা মিথ্যেকে যাচাই করে নিতে পারেন ইন্টারনেট সুপ্রাপ্য হবার সুবাদে। সুতরাং, সকল ইতিহাস রচয়িতারই উচিত ইতিহাসের সাথে যথার্থ সুবিচার করা। সম্রাট জাহাঙ্গিরের ন্যায়পরায়নতা ও দূরদর্শিতার অনেক রেফারেন্স নিরপেক্ষ দলিলে সংরক্ষিত হয়েছে বহু আগেই। যারাই তাঁকে ইসলামি শাসনতন্ত্রের ভাবধারার কারনে কলঙ্কিত করার চেষ্টা করেছেন তারা বোধহয় নিজেদের কাছেই হেরেছেন। আর ইতিহাসের সকল চরিত্রকে সেই সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক মানদণ্ডেই বিচার করতে হয়। লেখককে ধন্যবাদ।
Was this review helpful to you?
or
No questions on the integrity of Mr Aurongzeb. But for such a small book such price is unacceptable. And in many pages of the book, I saw information is being repeated. It is frustrating and I felt cheated that they increased the content of the book by duplicating information.
Was this review helpful to you?
or
Excellent book. I read various books on Emperor Aurangzeb Biography before. But in this book I found lot of new information of the emperor. A True Emperor like Aurangzeb taught us what qualities a great ruler should have. I'd suggest all to read it.
Was this review helpful to you?
or
মনের মাধুরী মিশিয়ে একদল ইতিহাসবিদ ইতিহাস রচনা করেছেন মুসলিম শাসকদের নিয়ে যাতে তারা মুসলিম শাসককে পরিচয় করিয়েছে বর্বর শাসক রুপে। মুসলিম জাতি আজ তাই তার রাজ্য পরিচালনায় কোন আইকন চোখে দেখত পায়না । মানুষ ইতিহাস পাঠ করে তার পুর্ব পুরুষের চরিত্র দেখতে পায় । আজ সে যখন মুসলিম ইতিহাস পাঠ করে তখন সে দেখতে পায় এক হতাশার চিত্র। সে আর মুসলিম হিসাবে তখন গর্ব করে না। তার কাজে গতি আসেনা। অপর দিকে একদল ইতিহাসবিদ আছেন যারা মুসলিমদেরকে তদের মূল ইতিহাস জানতে সাহায্য করছেন। যাতে তারা গৌরবময় কাজ-কর্ম জানতে পারে , ফিরে পায় তাদের জীবনী শক্তি। এমনি এক অসাধারন ইতিহাস তুলেধরেছেন " উইলে চার টাকা দুই আনা সম্রাট আওরংগজেবের ভিতর-বাহির' বইটিতে। সকলের উচিৎ সে নিজে এ জাতীয় বই পড়বে এবং তার সন্তানদেরকে মুসলিম জাতির গৌরবময় ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দিবে যাতে তারা তাদের কর্মময় জীবনে উন্নত সমাজ-সভ্যতা গঠনে অবদান রাখতে পারে।
Was this review helpful to you?
or
everyboy should read it and write some comments about it. i found it informative and all thanks goes to mr. joinal hossain.
Was this review helpful to you?
or
ফালতু বই। পড়ার সময় মনে হচ্ছিল যেন সম্রাট আওরঙ্গজেবের জীবনী পড়ছি, নাকি পীরে কামেল হযরত বাবা আওরঙ্গজেবের (রহঃ) এর জীবনী পড়ছি! বইটাতে লেখক সম্রাট আওরঙ্গজেবের কে এমনভাবে উপস্থাপন করতে চেয়েছেন, যেন তিনি এই জীবনের সমস্ত লোভ -লালসার ঊর্ধে! যদি তাই হতো, তাহলে তাঁর বড় ভাই দারাশুকাহ যখন সম্রাট শাহজাহানের অসুস্থতার সুযোগ নিয়ে সিংহাসন দখল করলেন, তখন আওরঙ্গজেব তা পূনরূদ্ধার করেও বাবাকে তা ফেরৎ দিলেন না কেন? কারণ হিসাবে তিনি হাস্যকর কিছু যুক্তি উপস্থাপন করেছেন। শাহজাহান তাঁর আমলে ছিলেন কার্যত বন্দী। লেখক এই ঘটনাটাকে দেখাতে চেয়েছেন শাহজাহানের 'শাহী বিশ্রাম' হিসাবে! এ ছাড়াও বইয়ের শুরুতেই লেখক লিখেছেন, অনেকে আওরঙ্গজীব বলে থাকেন। জীব মানে প্রাণি বা জন্তু। সুতরাং আওরঙ্গজীব বলার মানে তাঁকে অপমান করা! জীবন যার আছে, সে নিজেই জীব।উনি নিজেও তো একজন জীব। এখন জীব বললে কি তাঁকে অপমান করা হল! বায়াসড কোনো কিছুই ভাল না। তার সবচে নোংরা প্রতিফলন ঘটে যখন বইয়ে কাউকে বায়াসড করা হয়। ভুল-ভ্রান্তি মিলিয়েই মানুষ। একতরফা ভাবে কারো গুণগান গেয়ে যাওয়া আদৌ কোনো সুফল বয়ে আনে কিনা আমার জানা নেই।