User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বই :নোটুর সেভেনটি ওয়ান। লেখক :দন্ত্যস রওশন। দাম :১৫০টাকা। পৃষ্টা :৬৩। প্রচ্ছদ :নিয়াজ চৌধুরী তুলি। প্রকাশনি :বিদ্যাপ্রকাশ। #লেখক_পরিচিতি প্রথম আলোর বিদ্রুপ ম্যাগাজিন আলপিনে এবং বর্তমানে রস আলো তে নিয়মিত ভাবে ছাপা হয় দন্তস্য রওশনের চার লাইেনের কবিতা । তিনি এর নাম দেন অনুকাব্য। সেই থেকে শুরু। এখন তাকে অনুকাব্যের জনক বলা হয়। তিনি পেশায় একজন সাংবাদিক। লেখকের আসল নাম সাইদুজ্জামান রওশন। সাইদুজ্জামানের স- কে বানান করলে হয় দন্তস্য। বাকিটা থেকে যায় আগের মতোই । হয়ে যায় দন্তস্য রওশন। দন্তস্য রওশনের বেশ কিছু অনুকাব্যের বই পাওয়া যায় এগুলো হলো শ্রেষ্ঠ অনুআব্য, মাইনাস সাইনাস, পরের চশমা নিজের আঁখি, কবিতার চেয়ে কলম বড়, অনুকাব্য। #কাহিনী_সংক্ষেপ সাধারণত এইদিকে লঞ্চ চলে না। কিন্তু কে একজন বলল সে দেখেছে লঞ্চ ভর্তি পাকিস্তানি আর্মি রসুলপুরের দিকে আসছে। সলিমুদ্দি বলে উঠল,এইবার বুঝবা ঠেলা। পুরা গ্রাম জ্বালায়ে দিবে, মরা মানুষ নদীতে ভাসায় দিবে। যার নাম পাক বাহিনী। ইমরুল পাশেই ছিল,তার দিকে তাকিয়ে সে বলল,তুমি আর ট্রেনিং নিতে যাইতে পারতেছো না। তার আগেই দেহ কি হয়। নোটু সেখানে দাঁড়িয়ে ছিল,সে বলে উঠে, "তার আগে কি হবে সলিম চাচা?" সলিমুদ্দি বলে, "তুই পোলাপান। পোলাপানের মত থাকি। তোর এতকিছু বুঝার দরকার নাই।" কিন্তু নোটুর ছোট মন আনচান করতে থাকে, সব বুঝার জন্য জানার জন্য। তাই সে নদীর পাড় ঘেষে গিয়ে দাঁড়ায় লঞ্চ দেখতে। গ্রামের এক বুড়ি তাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে, অনেকটা চিৎকার দিয়েই বলে, যা এইখান থোন, দ্যাখলেই গুলি করব কিন্তু। নোটুর ছোট্ট বুক কেঁপে উঠে। দেখলেই গুলি করবে কেনো? কি তার অপরাধ? সে শুধু লঞ্চ টা দেখার জন্যেই দাঁড়িয়ে, তাই না! যে করেই হউক সে লঞ্চটা আজ দেখবেই। তাই সে নদীর ধার ঘেষে কচুরিপানা মধ্যে লাফিয়ে পরে শুধু নাকটা চাগিয়ে, চোখটা ভাসিয়ে রেখে লুকিয়ে থাকে। কাউনিয়াকান্দি বাক ঘুরতেই পাক আর্মি বোঝাই লঞ্চটা দেখতে পায় সে। দেখতে থাকে, সলিমুদ্দি ও রমজান চাচা চান-তারার পতাকা হাতে নিয়ে লঞ্চে উঠে যায়। নোটু লঞ্চে উঠার জন্য মরিয়া হয়ে উঠে, পাশেই পরে থাকা একটা পাঠের দড়ি দিয়ে নিজেকে বেঁধে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। সলিমুদ্দি আমজাদ কে দিয়ে নোটুকে লঞ্চে তুলে নেয়। তারপর? তারপরে কি হয় নোটুর? পাক আর্মি কি নোটুকে লঞ্চে থাকতে দিবে নাকি বিনা অপরাধে নির্দ্বিধায় গুলি করে বসবে? নোটু লঞ্চে গিয়ে কোনো দিপদে পরে যায় না তো? আর সেভেনটি ওয়ান টাই বা কি ভাবে নোটুর হয়? সেভেনটি ওয়ান টা নোটুর কিভাবে হয় জানতে হলে, আপনাকে অবশ্যই কিশোর সাহিত্যে পুরষ্কার পাওয়া এই বইটি পড়তে হবে। #পাঠানুভূতি : মুক্তিযুদ্ধ ভিত্তিক কোনো কাহিনী বা গল্প হলেই আমি ছলছল দু'নয়নে পড়তে থাকি। দু'পাতা পর পর অশ্রুসিক্ত হয়ে পরে আমার আঁখি। মুক্তিযুদ্ধের গল্প / উপন্যাস পড়ার সময় আমার ভেতরে যে অনুভূতি কাজ করে তা আমি লিখে বা বলে প্রকাশ করতে পারবনা। কাহিনীর সাথে আমি মিশে যাই। ফিরে ১৯৭১ এর সেই ভয়াল দিনে। নোটুর মতো আমিও দাপিয়ে বেড়াই মাঠেঘাটে যুদ্ধের ময়দানে। দেশের জন্যে ছিনিয়ে আনি স্বাধীনতা! আমার কাছে মনে হয়েছে বইটা অনেক অযত্নে ছাপানো হয়েছে,কেননা কিছু প্রিন্টিং মিস্টেক রয়েছে। ব্যাপারটা আমার খারাপ লেগেছে। তবে বইটি কিশোর সাহিত্য হলেও আপনি ও পড়তে পারেন, উপহার দিতে পারেন ছোট ভাইবোন, ভাগ্নেভাগ্নি যে কাউকে। দেশপ্রেমের চেতনায় ছুঁয়ে যাবে ভালো লাগায়। প্রচ্ছদটা আমার ভীষণ পছন্দ হয়েছে। বই হোক ভালবাসার প্রতীক।