User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
average , the story of the book is so short
Was this review helpful to you?
or
দারুণ কমিকস। অসাধারণ ছবি। মেহেদী হকের গল্প আর আরাফাত স্যারের আকা মিলেমিশে একাকার। কিন্তু পৃষ্ঠা সংখ্যা অত্যন্ত কম। আর তাছাড়া আমি রকমারিতে এই সিরিজের আর কোনো বই পাইনি। এর পূনর্মুদ্রন হয়েছে ২০১৬ সালে। এর মধ্যে কি এই সিরিজের আর কোনো কমিক ছাপানো হয়নি? না ছপানো হলে ঢাকা কমিক্সের কাছে দাবি রইল, যাতে আরো ছাপা হয়। আর ছাপা হলে রকমারির কাছে দাবি রইল, যাতে দ্রূতই সেগুলো রকমারিতে দেয়া হয।
Was this review helpful to you?
or
boita joss ?? l love comics ?
Was this review helpful to you?
or
Valo
Was this review helpful to you?
or
A very good and short graphic novel.
Was this review helpful to you?
or
Nice, But not like so good.
Was this review helpful to you?
or
It is good to read about Bangladeshi secret agent since we all probably grew up reading about FBI, CIA. It is bit short but the plot is set for carrying out the legacy. Hope to see more series coming out. Comics quality is okay could have been better. This story deserves a great quality comic. Definitely worth a read. Giving it 5 to see more from it.
Was this review helpful to you?
or
গল্পটা বেশ রোমাঞ্চকর। তবে আর্ট আরেকটু ভালো হলে ভালো হতো। তবে একেবারে যে খারাপ তাও না। প্যানেলিং ও কম্পোজিশন বেশ মজার। এমনকি একটা ডাবল পেইজ প্যানেলও আছে।????
Was this review helpful to you?
or
বাংলাদেশে কমিক্স হচ্ছে এটা দেখেই অনেক খুশি লাগলো, আর হাতে পেয়ে আরো মুগ্ধ হয়ে গেলাম, এরকম ভালো প্রডাকশন আশা করি নাই। ব্যাকবেনচার্স বেশ মজা লাগ্লো তবে সেটা কালার হলে আরো ভালো হত শিওর, আশা করি পরে আরো ভালো হবে। ডিনয়েড এর স্কেচ অনেক ভালো লাগলো গল্পও দূর্দান্ত, ২৮ পৃষ্ঠার কমিক্সটিতে গল্প বলার ঢং ভালো হলেও একটু তাড়াহুড়া লেগেছে, তাও এই ধরনে কমিক্স বাংলাদেশে আগে দেখিনি, দেখা যাক পরেরটা কেমন হয়, দাদুর গল্পটা অনেক মজার, ড্রয়িং ও দুর্দান্ত, এমন রঙ্গীন আঁকা আসলেই অদ্ভূত তবে গল্পটা আরেকটু ক্লিয়ার হলে ভাল্লাগতো। যাইহোক সব মিলে দেশী কমিক্স হিসেবে আগের যে কোনটার চেয়ে ঢাকা কমিক্স আসলেই অসাধারণ! (দামটা কমালে ভাল লাগতো)
Was this review helpful to you?
or
ডিনয়েড পরে হেভী স্যাটিস্ফাইড! সি কে জাকি ক্যারেক্টার টা খুবই জুতসই হইসে। দেখলে একটা তাগড়া জোয়ান স্মার্ট এজেন্ট মনে হয়। এরকম বাঙ্গালী ক্যরেক্টার আরো চাই! তবে কমিক্স টার কিছু কিছু জায়গায় বর্ণনা সুলভ দুই এক লাইন থাকলে মনে হয় পাঠকরা আরো কমিক্স এর গল্পে রিলেট হতে পারতেন ও পেজ জাম্পও আরেকটু কম মনে হত।
Was this review helpful to you?
or
ওয়াও! পুরো একটা বাংলাদেশী কমিকস্ বই। তাও আবার ডিটেকটিভ কাহিনী! ছোটবেলায় হয়ত কিছু কিশোর ম্যাগাজিনে হঠাৎ হঠাৎ এ ধরনের কিছু কমিকস্ পেতাম। কিন্তু পুরো বই! প্রচ্ছদ বেশ ভাল হয়েছে। সি. কে. জাকি চরিত্রটাও বেশ ভাল লেগেছে যদিও সি. কে. জাকি যে বিশেষ পুলিশ সোর্স টিমে কাজ করে সেটার নাম জানতে পরি নি ( গোপন নাকি? )। গল্পটা বেশ ইনটারেস্টিংই ছিল তবে কাহিনী বেশি দ্রুত এগিয়ে গেছে যে কারণে রহস্যের ডালপালা ঠিকমত বিস্তার করতে পারেনি। কাহিনীটা আরেকটু ধীরে এগুলে এবং বর্ণনা দিয়ে হলে রহস্য ভাল জমত। আঁকা আমার কাছে ভাল লেগেছে। টাকা পয়সার ব্যপারে: ১২ - ১৩ পৃষ্ঠার জন্য ১০০ টাকা একটু বেশি হয়ে যায়। তবে পৃষ্ঠা সংখ্যা একটু বেশি হলে এবং কাহিনী ঠিক মত ডাল পালা বিস্তার করতে পারলে এটা মেনে নেওয়া যায়। আশাকরি পরবর্তী সি. কে. জাকি সিরিজগুলো আরও ভাল হবে।