User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সব সময় বড় বর উপন্যাসগুলোই যে পাঠক মনে দাগ কাটতে পারে, এই কথাটাকে আবারও ভুল প্রমাণ করলো এই বইটি। মাত্র ৯৫ পেজের একটা ছোট্ট উপন্যাস (উপন্যাসিকাও বলা যায়) তারপরেও কাহিনী শেষে আপনার বইটির প্রতি ভালোলাগার রেশটা অনেকক্ষণ রয়ে যাবে...❤
Was this review helpful to you?
or
Mishti mishti bhalobashar boi. Khali dukhkho ektai, last e Kabir kivabe cheka khelo ta jante parlam na. Noile lekhar dhoron khub e chomotkar, erokom aro lekha chai.
Was this review helpful to you?
or
রকমারি ডট কম এ একাউন্ট করতেই একটু সমস্যা হচ্ছিল। শেষ পর্যন্ত করতে পারলাম। যাই হোক। রাজিউল হাসান নাম টা একেবারেই অপরিচিত লেখক কিংবা সাহিত্য জগতে।আমি অন্তত আগে কখনো এই নামের কোনো লেখক কে চিনতাম না। কিন্তু এই 'অনুরণন' বই টা পড়ার পর মনে হল এই লেখকের লিখা পড়েই হয়তো বড় হয়েছি। আসলে লিখনিতে খুব সহজ ভাষা ব্যবহার ই হয়তো এর কারন। তাই খুব বেশি ভাল লেগেছে লেখা টা। পড়ার সময় একবারও মনে হয়নি যে এটা নিছক একটা গল্প। মনে হয়েছে আমি কোনো সত্য ঘটনা পড়ছি। আর একটা কথা না বললেই না। আর তা হল বই টার নাম আমার খুব ভাল লেগেছে। নতুন লেখক রাজিউল হাসান আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আমরা আপনার আরো অনেক লেখা পড়তে আগ্রহ নিয়ে বসে আছি।
Was this review helpful to you?
or
খুবই ভাল লেগেছে গল্পটা। আমি কি লেখকের কোন ঠিকানা বা দেখা করার কোন পথ জানতে পারি? বইটা যখন কিনেছিলাম মেলা থেকে, তখন উনি উপস্থিত ছিলেন না, একারনে অটোগ্রাফ নেয়া হয়নি। উনার একটা অটোগ্রাফ আমার চাইই চাই। দয়া করে ব্যবস্থা করে দিলে কৃতার্থ হব।
Was this review helpful to you?
or
review সবগুলাই ভুয়া মনে হয় পাতানো রেভিউ পাতানো হইছে amar pora joggono boigular modde ekta eta......kincento taka jole palaicen!!
Was this review helpful to you?
or
uponyas ta aj porlam. oshomvob valo legeche. golper ovi & chaity character er fan hoye gechi ritimoto. shei shathe lekhoker-o. ami ki lekhoker phn number ta pete pari? ami unar shathe shudhu ekbar kotha bolte chai. plz do me this favor, plz.
Was this review helpful to you?
or
অনুরণন উপন্যাসটা কাল হাতে এসেছে। পড়লাম। ভাষাশৈলী আর লেখনীতে মোটেও বোঝার উপায় নেই, এটাই লেখকের প্রথম উপন্যাস। উপন্যাসের উপসংহারটা আমার সবচেয়ে বেশি ভাল লেগেছে। সেই সাথে লেখক নগর জীবনের কিছু সমস্যা তুলে ধরার প্রয়াস নিয়েছেন, যা আমাকে মুগ্ধ করেছেন। আমি এমন উপন্যাসই পছন্দ করি, যা বিনোদনের পাশাপাশি সমাজ, সংসারকে তুলে ধরবে। লেখকের কাছে আরও অনেক অনেক লেখা কামনা করছি।
Was this review helpful to you?
or
বইটি পড়ে আসম্ভব ভালো লাগল।ধন্যবাদ রাজিউল হাসান কে এত সুন্দর একটি গল্প লিখার জন্য।নতুন লেখক হয়ে ও অতি সহজে ও সু-নিপুন ভাবে প্রতি টি চরিত্র ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন।যা আমি মনে করি রাজিউল হাসানের বিশেষ সক্ষমতা।আর এই সক্ষমতার ফলাফল গল্পের অন্যতম চরিত্র চৈতি,অভি সহ সকল চরিত্র কে সুন্দর ও সাবলিল ভাবে পাঠকের সামনে উপস্থাপন।আমি আশা করব রাজিউল হাসান পরবর্তি তে আরো সুন্দর সুন্দর লিখা আমাদের উপহার দিবেন।ততটুকু প্রত্যাশা রেখেই রাজিউল হাসানের লেখক জিবনের সাফল্য কামনা করছি।
Was this review helpful to you?
or
এই বইয়ের সমাপ্তি টা দারুণ লাগল। রোমান্টিক উপন্যাসে এক নতুন সংযোজন।আরও বেশি বেশি লেখা চাই।শুভকামনা রইল।
Was this review helpful to you?
or
মুদ্রঞ্জনিত দুয়েকটা ভুল আছে যা পরবর্তী প্রকাশে ঠিক হয়ে যাবে আশা করছি। নতুন ঔপন্যাসিকরা সাধারনত লেখার সময় চরিত্রগুলোর নাম আকাশ, মেঘ, নদী, সাগর ইত্যাদি অতিরোমান্টিক নামের আশ্রয় নেন। কিন্তু এক্ষেত্রে অভি, চৈতি, কবির, নিশাত অতি সাধারন নাম। মনে হচ্ছিল, এই চরিত্রগুলো আমাদের আশেপাশেই আছে। একটু খুজলেই পাওয়া যাবে। এই চিন্তার অন্যতম কারন, লেখকের বাস্তবধর্মী বর্ণনা শৈলী। যে কেউ উপন্যাসটা পড়তে গেলে ভাবতে বাধ্য, বাস্তব কোন ঘটনা বর্ণিত হয়েছে। তবে একটা অভিযোগ, লেখক আমাদের নগরজীবনের অনেক সমস্যার কথা উল্লেখ করলেও অভি কখনও লোডেশডিং-এ পড়ল না কেন? এছাড়া আর কোন অভিযোগ করার কোন উপায় নেই গল্পটাতে। শুরু থেকে শেষ পর্যন্ত এক কথায় খুবই ভাল লেগেছে।
Was this review helpful to you?
or
গ্রন্থমেলায় অন্যান্য বই কেনার মাঝে বেশ দ্বিধাদ্বন্দ্ব নিয়েই কিনেছিলাম রাজিউল হাসানের উপন্যাসটা। বেশ অবহেলাতেই না পড়ে ফেলে রেখেছিলাম দু'তিন্ দিন। কিন্তু গতকাল কি মনে করে যেন, পড়া শুরু করলাম বইটা সময় কাটাতেই। অবাক বিস্ময়ে অনুভব করলাম, প্রথম পাতা থেকেই অমোঘ আকর্ষণের টান। বাধ্য হলাম, এক টানে বইটা পড়ে শেষ করতে। সমাপ্তিতে এসে পড়া শেষ করে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকলাম। একটা কথাই শুধু বলতে পারি, আমি অভিভূত!
Was this review helpful to you?
or
রাজিউল হাসানের উপন্যাসটা পড়লাম। সমাপ্তিটা খুবই ভাল লেগেছে। একদম ব্যতিক্রম সমাপ্তি। আমি অভিভূত। পাঠকের চিন্তা করার অবকাশ রাখা হয়েছে উপন্যাসটাতে। আর এটাই আমি মনে করি, একটা পুরনাঙ্গ সফল উপন্যাসের সাফল্য। লেখক সফল নামকরণে এবং ঘটনা বর্ণনায়। কোনরকম কোন একঘেয়ামি নেই উপন্যাসটায়। শুভকামনা জানাই লেখককে এবং আরও নতুন লেখার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।
Was this review helpful to you?
or
আজ দুপুরে অনুরণন পড়া শেষ করলাম। নতুন অন্যান্য নতুন ঔপন্যাসিকের মত রাজিউল হাসান ভাইয়ার ক্ষেত্রেও আমি ভেবেছিলাম, হয়তো গতানুগতিক হবে লেখা। কিন্তু না, আমার ধারণা ভুল। আমি মুগ্ধ। কোন একঘেয়ামি নেই বইটাতে। কিছুক্ষণ পর পর নতুন নতুন ঘটনার আবর্তে উপন্যাসটা পেয়েছে বর্ণীল এক সৌন্দর্য। সেই সাথে উপন্যাসের শেষ অংশতে এসে উপসংহারে আমি আরও অভিভুত। এমন উপসংহার সম্ভব, আমি আগে কখনও ভাবিনি কিন্তু পড়া শেষে কিছুক্ষণ স্তব্ধ হয়ে ভাবার পর মনে হল, সম্ভব। আমি মনে করি, নামকরণ সার্থক বইটার। খুব সুন্দর এবং উপযুক্ত সময়ে বইয়ের নামটা এসেছে। সবমিলিয়ে আমি সন্তুষ্ট। :)