User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Beautiful writing.
Was this review helpful to you?
or
সাম্প্রতিক সময়ে বাংলা সাহিত্যে যে সকল কথাসাহিত্যিক অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন তাদের মধ্যে মোশতাক আহমেদ অন্যতম। ১৯৭৫ সালের ৩০ শে ডিসেম্বর পৃথিবীতে এসেছিলেন সাহিত্যাকাশের এ উজ্জ্বল নক্ষত্র মোশতাক আহমেদ। ফরিদপুর জেলার ভাঙ্গা থানার তুজারপুর ইউনিয়নের সড়ইবাড়ী গ্রামে জন্মগ্রহন করেন। মোশতাক আহমেদের লেখালেখির শুরু হয় ছাত্র জীবন হতে। তার প্রকম বই ‘জকি’ প্রকাশিত হয় ২০০৫ সালে। জীবনধর্মী এই বইটি প্রকাশের পর তিনি ঝুকে পড়েন সায়েন্স ফিকশনের দিকে। রোরটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালবাসা, লাল শৈবাল, ক্রিকি, পাইথিনের মত দুর্দান্ত সায়েন্স ফিকশনগুলো তাকে সায়েন্স ফিকশন জগতে শক্ত ভিত তৈরী করে দেয়। এরই মধ্যে ভৌতিক এবং গোয়েন্দাক্ষেত্রেও তিনি পাঠকের কাছে জনপ্রিয়তা অর্জন করতে থাকেন। তার ক্লাসিক সায়েন্স ফিকশন ‘রিবিট’ কিশোর কিশোরীদের মাঝে দারুন জনপ্রিয় হয়ে উঠে। প্রকাশ হতে থাকে একটির পর একটি সংখ্যা। তার জনপ্রিয়তায় বাড়তি মাত্রা যোগ করে ‘ববির ভ্রমণ’ আর কিশোর গোয়েন্দা ‘শিশিলিন’ সিরিজ। প্যারাসাইকোলজি ‘মায়াবী জোছনার বসন্তে’ মোশতাক আহমেদের বহুমাত্রিক সাহিত্য বিচরণে যোগ করে নতুন মাত্রা। তার গবেষণাধর্মী মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘নক্ষত্রের রাজারবাগ’ লেখালেখির জগতে এক অসাধারন উপস্থাপনা হিসাবে স্বীকৃত। কত বই-ই তো পড়ি ... পাতার পর পাতা উল্টে যাই দ্রুত, বই শেষ হলে রেখে দেই শেলফে । তারপর একসময় ভুলেও যাই । কিন্তু কিছু বই পড়ার সময় বারবার থামতে হয়, খোলা জানলা দিয়ে বাইরের আকাশের দিকে চোখ চলে যায় একটু পরপর । বইয়ের পাতায় শব্দেরা যে গল্প শোনাচ্ছে তা অবিশ্বাস্য ঠেকে । মনে হয়- এমন অদ্ভুত সময়ও পার করেছে আমার দেশ! দ্রুত পড়তে মন সাড়া দেয় না, ইচ্ছে হয় বইটা শেষ না করি । শেষ করলে তো শেষই হয়ে গেলো । কিছু বই আসলে সমাপ্তি ডিজার্ভ করে না, ডিজার্ভ করে আত্নীকরণ, নিজের মধ্যে ধারণ করা ।
Was this review helpful to you?
or
রকমারি_রিভিউ_প্রতিযোগ_ডিসেম্বর বইঃ দ্বিতীয় পৃথিবী লেখকঃমোশতাক আহমেদ ধরনঃ সায়েন্স ফিকশন প্রকাশনীঃ অনিন্দ্য মুল্যঃ২০০ টাকা কাহিনী সংক্ষেপঃ সালটা ৩১১৭। মহাশুণ্যে ছুটে চলছে স্কাউটশিপ ওমেগা। তাদের লক্ষ্য স্পেসশিপ প্রিটিনিন। প্রিনিন বিশাল আকৃতির অনুসন্ধানি স্পেসশিপ যার মুল কাজ নতুন নতুন গ্রহে অভিযান পরিচালনা করা। এটি রওনা দিয়েছে পৃথিবী থেকে মাত্র তিন মাস হলো আর এখন এরা অবস্থান করছে একটা গ্রহপুন্ঞ্জের মাঝামাঝি। এই অভিযানে রয়েছে চব্বিশ বছর বয়সী নারী অভিযাত্রী জীব বিজ্ঞানী নিয়ানা এবং বত্রিশ বছর বয়সী নভোচারী সিভিন। এই কাজটিতে তথ্য সংগ্রহের দ্বায়িত্ব ছিলো নিয়ানার উপর এবং সিভিনের দ্বায়িত্ব ছিলো স্কাউটশিপ পরিচালনা। তাদের অপর সঙ্গীর নাম আইটু। আইটু হলো রোবট। এই গ্রহ অভিযানের মাধ্যমে তারা ব্রিটি নামক এক গ্রহে এসে দেখে সেখানে পাথর ছাড়া আর কিছু নেই। তাই তারা বুঝতে পারে যে যেহেতু পানি ছাড়া আর কোন কিছু অবশিষ্ট নেই তাই মানুষ এখানে বসবাস করতে পারবেনা। তাইতো তারা ছুটছে বসবাস যোগ্য নতুন গ্রহের সন্ধানে। পৃথিবীতে মানুষের মধ্যে রেশারেশি আর দ্বন্দ্বের কারনে আজ বসবাসের অযোগ্য তাই তারা নেমেছে নতুন গ্রহের খোজে। যদি কখনো পায় এরকম গ্রহ তাহলে তার নাম হবে দ্বিতীয় পৃথিবী। এরম গ্রহ থেকে গ্রহে ছুটতে ছিটতে একসময় মারাত্মক একটি দুর্ঘটনার শিকার হয় সেই স্পেসশিপ টা। এতোটাই মারাত্মক যেখানে সবার মৃত্যু নিশ্চিত ছিলো তারপরও কিভাবে যেন নিয়ানা এবং আইটু বেচে থাকে কিন্তু মারা যায় নভোচারী সিভিন। নতুন গ্রহে অবতারন করে নিয়ানা। নতুন গ্রহের নাম হলো লিলিলি। কিন্তু সেখানে অবতরন করা মাত্র ঘিরে ফেলে লিলিলি গ্রহের অতি বুদ্ধিমান প্রানী। এবং সেখানে ঘটে আরেক আশ্চর্য ঘটনা। হিরি নামে একজন নিয়ানার শরীরের মধ্যে প্রবেশ করে তার সকল স্মৃতি পড়তে থাকে। এভাবে যখন আরো একজন প্রবেশ করে তখন যন্ত্রণায় কুকিয়ে ওঠে নিয়ানা। বাঁচার জন্য চিৎকার করে।। কে সাহায্য করবে তাহলে নিয়ানা কে?? আর কি ঘটে শেষ অব্দি?? সত্যি ই কি কোন মানুষ বসতি স্থাপন করতে পারে?? নাকি মহাকাশের অন্ধকারে সব কিছু ধুলিসাৎ হয়ে যায়?? জানতে হলে পড়ুন বইটি। পাঠ্য প্রতিক্রিয়াঃ জাফর ইকবাল স্যারের পরে এই প্রথম অন্য কোন লেখক এর সাইন্স ফিকশন হাতে নিয়েছি। এতো বেশী ভালো লাগছে যে শেষ করার পরও আক্ষেপ ছিলো কেন শেষ হয়ে গেলো। কিছু বই থাকে যে গুলোর প্রশংসা করলেও অনেক কম হয়ে যায় এটা ওরকম ই একটা বই। যারা সাইন্স ফিকশন লাভার আছে তাদের জন্য পারফেক্ট একটা বই। আশা করি সবার ভালো লাগবে। আর কারো যদি এই ধরনের বই পড়তে ভালো না লাগে তাহলে বলবো এটা দিয়ে শুরু করতে।।