User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
কৌতুকের ছলেই কথাটা বলা যায়, ‘পুরো পৃথিবী এখন দুই ভাগে বিভক্ত- এক পক্ষ লিটলম্যাগ করে, অন্যপক্ষ করে না!’ শুধু লিটলম্যাগ নয়, সব ক্ষেত্রেরই বিভক্তির যুক্তিটি প্রযোজ্য। তবে লিটলম্যাগের বেলায় এ-পক্ষ এবং ও-পক্ষের মধ্যে যোজন যোজন ব্যবধান! খুব সাহিত্যানুরাগী না হলে, অধিকাংশ মানুষ লিটলম্যাগ কী, কেন- জানেই না। এই না জানায় সাধারণ মানুষের দিকে অভিযোগের তীর ছোড়াও বিবেচনাপ্রসূত কাজ হবে না। লিটল ম্যাগাজিনকে সর্বসাধারণে পরিচিত করার দায়িত্ব সরকার, মিডিয়া এবং সংশ্লিষ্ট কর্মীদের। দুঃখজনকভাবে তিন পই সমানভাবে পিছিয়ে! অনেকটা আড়ালে, অনেকটা আলো-আঁধারিতে, আবছায়ায় এগিয়ে চলেছে লিটলম্যাগের যাত্রা। হাজারো প্রতিবন্ধকতায়ও স্বল্প পরিসরের এ যাত্রা থেমে থাকে না। থেমে থাকেনি কখনো। সারা বছর ধরেই লিটলম্যাগ প্রকাশিত হয়। বইমেলা উপলে প্রকাশনার মাত্রাটা কয়েকগুণ বেড়ে যায়। প্রতি বছরই বইমেলা উপলে প্রকাশিত হয় উল্লেখযোগ্য সংখ্যক লিটলম্যাগ। বেশ কয়েকটি লিটলম্যাগ প্রকাশিত হয় বিষয়ভিত্তিক, বর্ধিত আয়োজনে। যে সব লিটলম্যাগের ‘শেকড়’ দেশের বাইরে, সেগুলো বেশ মোটা-তাজা হয়েই বের হয়। নানান রকম সমস্যা মোকাবেলা করেই টিকে থাকে একেকটি লিটলম্যাগ। বছর কয়েক আগে লিটলম্যাগ ‘লোক’ আয়োজিত লিটলম্যাগ মেলার স্লোগান ছিলো ‘ছোট্ট ডানায় ধরি অপার আকাশ’। স্লোগানটি আরিক অর্থেই সত্য এবং তাৎপর্যবাহী। লিটলম্যাগ তার সীমিত শক্তি আর ুদ্র সামর্থ্যে অপার আকাশ ধরার স্পর্ধা দেখায়। নামে ছোট হতে পারে, কাজে মোটেও ছোট নয়। লিটলম্যাগ সবসময়ই এগিয়ে থাকে, দাঁড়িয়ে থাকে একলা পথের পথিক হয়ে! লিটলম্যাগের সংকট কখনো কাটে না। অতীত এবং বর্তমান চিত্রে তেমন কোনো হেরফের বলতে গেলে নেই-ই!