User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
খুবই সুন্দর বই, সবগুলো ভ্রমণ কাহিনী একসাথে। একাধিকবার পড়েছি
Was this review helpful to you?
or
Excellent
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই
Was this review helpful to you?
or
ভালো
Was this review helpful to you?
or
Best book
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
MY FAVOURITE BOOK
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
ভ্রমণ আমার সবচেয়ে পছন্দের বিষয়, হুমায়ুন আহমেদ তো ভালোবাসার আরেক নাম। এই দুয়ে মিলেমিশে যে বইটি "ভ্রমণ সমগ্র" তা আমার প্রিয় বই এর তালিকাতে থাকবে এটাই তো স্বাভাবিক। আমেরিকার জীবন যাপন সম্পর্কে ব্যাপক ধারনা লাভ করেছি। চীন ভ্রমনের ইচ্ছা তীব্র হয়েছে বইটি পড়ে। ভ্রমণের ধরণায় চেঞ্জ হয়ে গেছে বইটি পড়ে। হুমায়ূন আহমেদ এর বৈচিত্র্যময় জীবন আমাকে খুবই আকৃষ্ট করে। স্যারের বৈচিত্র্যময় জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি বইটা পড়ে। সত্যিই এত মুগ্ধ আমি কোন বই পড়ে হইনি যতটা হয়েছি "ভ্রমণ সমগ্র" পড়ে।
Was this review helpful to you?
or
হুমায়ূন আহমেদ বেড়াতে ভালোবাসতেন। বেড়ানোর জন্য সঙ্গী হিসেবে চাইতেন পরিবার কিংবা ঘনিষ্ঠ বন্ধুদের।তিনি মনে করতেন বেড়ানোর আনন্দ এককভাবে উপভোগের নয়।দেশ-বিদেশের বহু জায়গায় তিনি ঘুরে বেড়িয়েছেন।এইসব ভ্রমণের কিছু কিছু গল্প তিনি লিখেছেন তাঁর ছয়টি ভ্রমণ-বিষয়ক গ্রন্থে।গ্রন্থগুলো হলো ‘পালের তলায় খড়ম,’ ‘রাবণের দেশে আমি এবং আমরা,’ ‘দেখা না-দেখা,’ ‘হোটেল গ্রেভার ইন,’ ‘মে ফ্লাওয়ার’ ও ‘যশোহা বৃক্ষের দেশে।’ হুমায়ূন আহমেদের গল্প-উপন্যাসের মতো তাঁর ভ্রমণোপাখ্যানগুলোও পাঠকপ্রিয়তায় ধন্য। তাই আশা করা যাচ্ছে, তাঁর ভ্রমণবিষয়ক সমস্ত রচনার সংকলন এই ভ্রমণসমগ্র পাঠকদের ভালো লাগবে। ভূমিকা প্রিয়জনের নিয়ে বেড়াতে পছন্দ করতে হুমায়ূন আহমেদ। বেড়ানোর সময়কার খুব সাধারণ গল্পকেও অসাধারণভাবে বর্ণনা করতেন তিনি।আর উদ্ভট কিছু ঘটনাও যেন অপেক্ষা করত হুমায়ূন আহমেদের জন্যে।তাঁর অনেকগুলি ভ্রমণেরে সঙ্গী আমি।পরে যুক্ত হয়েছে একে একে নিষাদ ও নিনিত। ভ্রমণ থেকে ফিরে হুমায়ূন আহমেদ তাঁর বিচিত্র অভিজ্ঞতার কথা বলছেন, আর তাঁর বন্ধুশ্রোতারা কখনো হেসে গড়িয়ে পড়ছে আবার কখনো দেখা যাচ্ছে তাদের চোখের কোনায় পানি; এটি ছিল ‘দখিন হাওয়া’র অতি পরিচিত দৃশ্য।যারা কাছ থেকে তাঁর বেড়ানোর গল্প গুনেছেন শুধু তারাই জানেন কত চমৎকার করেই না সেসব গল্প বলতেন হুমায়ূন আহমেদ। তাঁর ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লেখা বইগুলি একত্রিত হচ্ছে। আর হুমায়ূন আহমেদ চলে গেছেন এক অচেনা ভ্রমণে। প্রিয়জনদের ছাড়াই, একা।তাঁর এই ভ্রমণের অভিজ্ঞতা যদি তাঁর কাছ থেকে জানতে পারতাম! মেহের আফরোজ শাওন দখিন হাওয়া ১৩.০১.২০১৩ সূচিপত্র *পায়ের তলায় খড়ম *রাবণের দেশে *আমি এবং আমরা *দেখা না-দেখা *যশোহা বৃক্ষের দেশে *মে ফ্লাওয়ার *হোটেল গ্রেভার ইন.
Was this review helpful to you?
or
ভ্রমণ কাহিনী নিয়ে লেখক হুমায়ুন আহমেদ “পায়ের তলায় খড়ম” বইটিতে বলেছেন, ” ভ্রমণকাহিনির লেখকের দায়িত্ব হচ্ছে, তিনি কী দেখলেন তা পাঠককে জানানো। এই কাজটি কোনো ভ্রমণকাহিনির লেখক করতে পারেন বলে আমি মনে করি না। সৌন্দর্য কাগজে কলমে ব্যাখ্যা করা যায় না। সৌন্দর্যের মুখোমুখি দাঁড়াতে হয়। ট্রয় নগরীর হেলেনের সৌন্দর্য বর্ণনা করতে কবি হোমার অনেক পাতা খরচ করেন। কিন্তু সেই হেলেনকে পাঠক হিসেবে কি আমরা চোখের সামনে দেখতে পেয়েছি? কখনো না। যে দৃশ্য আগে কখনো দেখা হয় নি, মস্কিষ্ক সেই দৃশ্য দেখাতে পারে না। হেলেনকে আমরা কল্পনায় পরিচিত কোনো রূপবতীর আদলেই দেখব“। হুমায়ুন আহমেদের “ভ্রমণসমগ্র” তে মোট ছয়টি লেখা সংকলিত হয়েছে- পায়ের তলায় খড়ম/ রাবণের দেশে আমি এবং আমরা/ দেখা না-দেখা/ যশোহা বৃক্ষের দেশে/ মে ফ্লাওয়ার/ হোটেল গ্রেভার ইন। এর মধ্যে লেখকের ”রাবণের দেশে আমি এবং আমরা” বইটি শ্রীলংকা ভ্রমণের কাহিনী। বইটি নিয়ে লেখক বলেছেন- “মহান বৈজ্ঞানিক কল্পকাহিনীর লেখক আর্থার সি ক্লার্ক নিজ দেশ ফেলে সারা জীবন এই দেশে কাটিয়েছেন। একজন লেখকের কাছে নিজ দেশের চেয়ে অন্যদেশ কেন মনে ধরল তা জানার ইচ্ছা ছিল।” আবার “ ‘যশোহা বৃক্ষের দেশে’ হুমায়ূন আহমেদের আমেরিকা ভ্রমণ লগ। নর্থ ডাকোটাতে পিএইচডি’র ছাত্র থাকাকালের অভিজ্ঞতা নিয়ে এর আগে তিনি লিখেছেন ‘হোটেল গ্রেভার ইন’ আর ‘মে ফ্লাওয়ার’। এই বইটির রচনাকাল ১৯৯৪ সাল, যখন তিনি ‘আগুণের পরশমণি’ চলচ্চিত্রের কাজ করছেন। যখন হুমায়ূন আহমেদ ‘হুমায়ূন আহমেদ’ হয়ে উঠেছেন। আমাদের চোখে বিষম অদ্ভুত আমেরিকান জাতির বিচিত্র জীবন পদ্ধতি তাঁর অনেক লেখাতেই ঘুরে ফিরে এসেছে। এ বইটি আমেরিকা সংক্রান্ত তাঁর পূর্ব অভিজ্ঞতার একরকম বর্ধিত অংশ বলা চলে। ছোট ছোট অধ্যায়ে বর্ণনা করেছেন সপরিবারে আমেরিকা ভ্রমণের অভিজ্ঞতা, যে আমেরিকা তাঁর ছাত্রাবস্থার আমেরিকা থেকে অনেকটাই পাল্টে গেছে এক যুগের ব্যবধানে “
Was this review helpful to you?
or
awesome.
Was this review helpful to you?
or
বইটা বইমেলা থেকে কিনেছিলাম, খুবই ভাল একটি বই, অনেক কিছু জানার আছে
Was this review helpful to you?
or
overpriced
Was this review helpful to you?
or
shobgulo boi oshadharon
Was this review helpful to you?
or
হুমায়ূন আহমেদ জীবনে পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছেন। সেই ভ্রমণের উপর ভিত্তি করে এই বইটা রচিত। এই বইটা অনেকটা উঁনার ভ্রমণ সমগ্রের মতো। এই বইটাতে উঁনার চারটাতে বইকে একত্র করেছে। এখানে উনার আমেরিকাতে অবস্থান কালে বিভিন্ন জায়গার ভ্রমণের বর্ণনা দেয়া আছে। লেখকের বর্ণনার পটুতার জন্যে বইটা আমাদেরকে তখন সেই জায়গাতেই নিয়ে যাবে...সবকিছু কত বাস্তব মনে হয় এই বইটা পড়ার সময়। আর স্যারের চিরায়িত হাস্য রসাত্নক বিভিন্ন বর্ণনা তো আছেই! এই বইয়ের একটা বই 'দেখা না দেখা' বইটাতে দেখা যায় সমুদ্রসৈকতে স্যার নিজের শরীরে উল্কি আঁকান। উনি যে খুবই রসিক একজন মানুষ তা বইয়ের পরতে পরতে লক্ষ্য করা যায়...