User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের কান্ডারি সম্পর্কে আমাদের অবশ্যই জানা উচিত , কিন্তু আমরা কি জানি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর রাজনৈতিক জীবনে কতোবার এবং কতো বছর জেলে থেকেছেন? কত বড় ত্যাগী নেতা ছিলেন তার জীবনের বা যৌবনের ৪,৬৮২ দিন জেলেই কাটিয়েছেন- যা একাত্তরে বন্দী মুজিব : পাকিস্তানের মৃত্যুযন্ত্রণা এই বইটিপড়ে জানা যায়, বইটি আমার কাছে খুব ভাল লেগেছে কারন লেখক ইতিহাস পর্যালোচনা করে সুনিপুণভাবেই বঙ্গবন্ধুর জেল জীবন বইটি লিখেছেন, পাঠক অবশ্যই বইটি পড়ে তৃপ্ত হবে।
Was this review helpful to you?
or
১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবকে তাঁর ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি থেকে বন্দি করে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে । এদিকে বাংলাদেশের মানুষ পাকিস্তানি দখলদারদের বিরুদ্ধে লড়ে যেতে থাকে দেশমাতৃকাকে মুক্ত করার প্রত্যয়ে, কিন্তু পূর্ব পাকিস্তানে তাঁর বিরুদ্ধে চলতে থাকে প্রহসনের বিচার । ইয়াহইয়া খান ঘোষনা করেন , মুজিবকে শাস্তি পেতেই হবে। জেলখানার সামনে কবর খোঁড়া হয় । কিন্তু বহির্বিশ্বের চাপও বাড়তে থাকে মুজিবকে নুঃশর্ত মুক্তি দানের জন্য । ওদিকে ইয়াহইয়া খানকে বন্দি করে ক্ষমতায় আসেন জেনারেল ভুট্টো । জেলার হবিব শেখ মুজিবকে জেল থেকে নিয়ে এসে একটা বাড়িতে রাখেন । সব কিছু চলতে থাকে নাটকিয়তার মধ্য দিয়ে। ভুট্টো যখন বুঝতে পারেন মুজিবকে অাটকে রাখা সম্ভব নয় আর পূর্ব পাকিস্তান স্বাধীনতার দ্বারপ্রান্তে তখন তিনি একটি চুক্তির মাধ্যমে একটি ফেডারেশন করার চেষ্টা করেন কিন্তু মুজিব তাতে সই করা থেকে বিরত থাকে । সব মিলিয়ে বইটি অসাধারন । অনেক অজানা তথ্যে সমৃদ্ধ।
Was this review helpful to you?
or
এই বইটি পড়ার ইচ্ছে রইলো? লেখক মুক্তিযুদ্ধের সময়কালীন মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রীর সাথে নিভীরভাবে কাজ করেছেন। রাজনীতি, যুদ্ধ ও সরকার পরিচালনার সাথে রয়েছে তাঁর সম্পর্ক। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবুর রহমানকে নিয়ে এই লেখা বাংলাদেশের রাজনীতি ও ইতিহাস সচেতন মানুষদের জন্য সত্যি এটি একটি অসাধারণ পাঠ হবে এই প্রত্যাশা এই বইটির উপর থাকতে পারে। পড়ে দেখি।
Was this review helpful to you?
or
নির্জন। নিঃসঙ্গ। বিভীষিকা। মৃত্যুকূপ যেন। বাঙালি জাতিরাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন্দী। বাংলাদেশের পক্ষে যুদ্ধ ঘোষণা, পরিচালনা, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত। সামরিক ট্রাইবুনালে বিচারের সময় ইয়াহিয়া খানের ২৬শে মার্চের ভাষণ শোনানো হলো। তিনি বললেন- এই যদি নঅএভিযোগ, তাহলে আমার কোনো আইনজীবীর প্রয়োজন নেই। তবুও রাষ্ট্রপক্ষ এ কে ব্রোহীকে নিয়োগ দিলো। বঙ্গবন্ধু বললেন, এসবের প্রয়োজন নেই। ইয়াহিয়া খান ঘোষণা করেছেন, ‘মুজিবকে শাস্তি পেতেই হবে’। প্রধান সামরিক আইন প্রশাসক তার নিয়োজিত মিলিটারি কোর্ট। ক্যামেরা ট্রায়াল। প্রিজাজ্ড রায় লিখিত। এ ক্ষেত্রে বিচার হবে প্রহসন। সেলের সামনে কবর খোঁড়া শেষ। অন্যদিকে বিশ্বজনমতের চতুর্ভুজ চাপ: ‘মুজিবকে মুক্তি দিতে হবে।‘ বাংলাদেশকে ঘিরে ভারত-পাকিস্তান যুদ্ধ্ব। পাকিস্তান পরাজিত। লণ্ডভণ্ড। ইয়াহিয়া খান বন্দী। ভুট্টো ক্ষমতা দখল করলেন। বঙ্গবন্ধুকে বললেন, ‘লেস দ্যান লুজ্ কনফেডারেশন’, যৌথ বিবৃতি, টাইপ করা কাগজ তার হাতে। চারপাশে উদ্যত সঙ্গীন। বঙ্গবন্ধু বলেন, ‘আমাকে গুলি করতে পারো, মেরে ফেলতে পারো, কিন্তু আমার কোনো সম্মতি এতে পাবে না! আগে দেশে যাবো । জনগণের কাছে শুনবো!” অনমনীয়। গ্রেফতারের পূরবেই যিনি বলেছিলেন, ‘ যে মানুষ মৃত্যুর জন্য প্রস্তত, কেউ তাকে মারতে পারে না।‘ বইটিতে মৃত্যু-সেল থেকে জেলার হাবিব কী করে গোপনে তার বাড়িতে বঙ্গবন্ধুকে নিয়ে এলেন, ভুট্টোর সঙ্গে সংলাপের গোপন টেপ, খসড়া জবানবন্দীর ছিন্নপত্র ও জাতিক-আন্তর্জাতিক চতুর্ভুজ ষড়যন্ত্র ও প্রভাব সবই ইতিহাসের রহস্য-ঘেরা চমকপ্রদ ঘটনাবলি আলোচিত।