User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
শী সিরিজের এই বইটি শুধু পড়া হয়নি এবং রকমারি তেও নেই, যদি কোনভাবে পাওয়া যায় কেউ জানালে কৃতজ্ঞ থাকবো ?
Was this review helpful to you?
or
দারুণ একটা বই।
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
Best
Was this review helpful to you?
or
Please make it available. I am eagerly waiting for this book, for a long time.
Was this review helpful to you?
or
আয়েশা বরাবরই ছলনাময়ী। বিভিন্ন সময় সে মানুষকে বশ করেছে, তার অনিন্দ্য রুপ ব্যবহার করে। সে অমর নয় ঠিক, তবে বাচবে সে অনেক অনেক দিন, সে যে পান করেছে জীবনের পেয়ালা থেকে এক চুমুক স্বর্গীয় সুধা। যতদিন বেচে থাকবে, ঠিক অপার্থিব সুন্দর হয়েই বেচে থাকতে হবে তাকে। অভিশাপ আছে আয়েশার উপরে। দেবী আইসিস এবং দেবী আফ্রোডাইতি দুজনের মিলিত অভিশাপে সে জর্জরিত। তার অপেক্ষা, তার মৃত প্রেমিক ক্যলিক্রেটিস এর জন্য তাই শেষ হবার নয়। হাজার হাজার বছর ধরে আয়েশা বেচে আছে, এই আশায়, একদিন তার মৃত প্রেমিক ক্যলিক্রেটিস আবারও জন্ম নেবে এই পৃথিবীতে, আবারও এসে হাজির হবে তার সামনে। সত্যিই হাজির হয় ক্যলিক্রেটিস, তবে সেটা ভিন্ন কাহিনী। প্রথম বইটিতে (শী) বর্নিত ঘটনারও আগে, আয়েশার সাথে দেখা হয়েছিল আফ্রিকার কিংবদন্তীতুল্য শিকারী অ্যালান কোয়াটারমেইন এর সাথে। অ্যালান কোয়াটারমেইন, যার উপাধি রাতের অতন্দ্র প্রহরী, যার শকুনি চোখ এড়িয়ে কোরনদিন কোন শিকার পালাতে পারেনি, যার বিচারবুদ্ধি এবং দক্ষতায় বার বার প্রান বেচেছে অনেক অনেক মানুষের, থেমেছে না জানি কতগুলো গৃহযুদ্ধ, সেই রাতের অতন্দ্র প্রহরী মাকুমাযান অ্যালান কোয়াটারমেইন এবারে এক যাদুকরের চক্রান্তে গিয়ে হাজির হয় আয়েশার দেশে। সেই কোর নগরী, যেখানে আয়েশা রাজত্ব করছে দুই হাজার বছরের বেশি সময় নিয়ে। অ্যালান কোয়াটারমেইন আয়েশা তথা সাদা ডাইনীর সাথে তার এই সাক্ষাত এর কথা হয়ত সারাজীবনই গোপন রাখতেন, কিন্তু যখন বৃদ্ধ বয়সে তিনি জানতে পারলেন কি ঘটেছিল লিও ভিনসি এবং হলির ভাগ্যে, পড়তে পারলেন তাদের অভিযান, তিনি এই ঘটনা প্রকাশ করার সিদ্ধান্ত নেন। আয়েশা ছলনাময়ী, সে জাদুর দিক থেকে অনেক ক্ষমতাবান, কিন্তু কিভাবে তিনগুন বেশি সৈন্যবাহিনীর বিরুদ্ধে জিততে হবে নেতৃত্ব দিয়ে, এই বিষয়টা যেন তার কাছেও কঠিন। আর তাই অ্যালান কোয়াটারমেইন যখন হাজির হলেন মৃত নগরী কোর এর দ্বারপ্রান্তে, আয়েশা সেই সুযোগকে কাজে লাগাতে চেষ্টা করে। পারে কি? আয়েশা মন ভোলাতে পারে মানুষের, দেখাতে পারে যা খুশি তাই, রুপের ছটায় যে কোন পুরুষকে মুগ্ধ করতে পারে সে। কিন্তু আজীবন যুক্তির পথে চলে আসা অ্যালান কোয়াটারমেইনকে সে কি পারবে নিজের মোহে জড়াতে? এই কাহিনী আসলে সেনাবাহিনী নিয়ে যুদ্ধের নয়, এই কাহিনী হেনরী রাইডার হ্যগার্ডের দুই কিংবদন্তী, দুই মহা সৃষ্টির মুখোমুখি এবং তাদের সংঘাতের কাহিনী। কিনে পড়ুন, সংগ্রহে রাখুন। ভাল লাগবে অবশ্যই।