User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Harry Potter, A famous novel. Who doesn't love to read Harry Potter. If you are the one then you have come from another planet. Obviously it's awesome to read. But don't believe in real life.
Was this review helpful to you?
or
the book is very excellent.it is very well for all kinds of people.
Was this review helpful to you?
or
হ্যারি পটার বইটি খুব ভালো । তবে অনুবাদ অত ভালো না । অনেক বানান ভুল । আমার কাছে বইটি ভালোই লেগেছে ।
Was this review helpful to you?
or
হ্যরিপটার সিরিজির সবগুলো গল্পের কাহিনীই অসাধারণ এবং মজার ।এই বইটিও তার ব্যতিক্রম নয় ।বইটি ৩৭ টি অধ্যায়ে বিভক্ত ।এই বইটির শুরু হয় যখন হ্যারি পটার গ্রীষ্মকালীন ছুটিতে রিডল পরিবারের বাড়ির কেয়ারটেকার (নাম ব্রাইস), লর্ড ভলডেমর্ট ও তার ডেথ ইটার পিটার পেট্টিগ্রু, এই তিনজনকে নিয়ে একটি স্বপ্নে রাজ্যে ঘুরে বেড়ায় ।হ্যারিপটার দেখে এক অদ্ভুত স্বপ্ন ।দেখে যে, ভলডেমর্ট হত্যা করছে ব্রাইসকে ।এরপর একদিন হ্যারি, হারমায়োনি গ্রেঞ্জার ও রন উইজলি অন্যান্য উইজলিদের সাথে কুইডিচ বিশ্বকাপের খেলা দেখতে যায় ।ভলডেমর্টের কিছু অনুসারী সেখানে হামলা চালালেও আকাশে ডার্ক মার্ক দেখার বদৌলতে তারা পালিয়ে যায়। অ্যালবাস ডাম্বলডোর স্কুলের সূচনালগ্নে ঘোষণা করা হল যে, 'দ্য ট্রাইউইজার্ড টুর্নামেন্ট' এর সবগুলো ইভেন্টই সে বছর হগওয়ার্টসেই অনুষ্ঠিত হবে । ট্রাইউইজার্ড টুর্নামেন্ট হল হগওয়ার্টস ও অন্য দুইটি স্কুলের মধ্যে অনুষ্ঠিত একটি জাদুর প্রতিযোগিতা ।অন্য স্কুল দুইটি হল - বক্সবেটন অ্যাকাডেমি ও ডার্মস্ট্র্যাংগ ইনস্টিটিউট । প্রত্যেকটি স্কুল থেকে মাত্র একজন শিক্ষার্থী টুর্নামেন্টে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়ে থাকে । তাদেরকে বলা হয় চ্যাম্পিয়ন ।রহস্যময় কারণে গবলেট হ্যারিকেও একজন চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত করে ।'ট্রাইউইজার্ড টুর্নামেন্ট'-এর চ্যাম্পিয়নদের মোট ৩ টি টাস্কে অংশগ্রহণ করতে হয় ।সেগুলো হল- ১. ড্রাগনের কাছ থেকে ড্রাগনের ডিম উদ্ধার, ২. হ্রদের তলদেশে মারপিপলদের কাছ থেকে হোস্টজ উদ্ধার ও ৩. শ্বাপদসংকুল গোলকধাঁধা সমাধান করা । তৃতীয় টাস্কে হ্যারি ও সেড্রিক সফলভাবেই গোলকধাঁধার সমাধান করতে সক্ষম হয় এবং তারা একইসাথে ট্রাইউইজার্ড কাপটির নিকট পৌঁছায় ।কাপটি স্পর্শ করার সাথে সাথে এটি পরিণত হয় একটি পোর্টকিতে এবং তা হ্যারি ও সেড্রিককে নিয়ে যায় লিটল হ্যাঙ্গলটনের সেই কবরস্থানে ।সেখানে দেহহীন ভল্ডেমর্ট ও তার চাকর পেট্টিগ্রু অপেক্ষা করছিলো ।পেট্টিগ্রু হ্যারি সঙ্গী সেড্রিককে হত্যা করে ফেলে । ভল্ডেমর্ট তার বাবার শরীরের হাড়, পেট্টিগ্রুর উৎসর্গকৃত মাংস ও হ্যারির শরীরের রক্ত ব্যবহার করে তৈরি করে একটি পোশন ও একটি নতুন দেহ ।আর সে লাভ করে পূর্ণ ক্ষমতা । তারপর ভল্ডেমর্ট তার চাকর ডেথ ইটারদের সামনে প্রচার করে যে, হগওয়ার্টসে অবস্থান করা তার এক বিশ্বস্ত ভৃত্যের সহায়তায় সেই ষড়যন্ত্রের মাধ্যমে হ্যারিকে 'ট্রাইউইজার্ড টুর্নামেন্ট'-এ নিয়ম বহির্ভূতভাবে নির্বাচিত করার ছক কষে হ্যারিকে এখানে নিয়ে আসে । তারপর সে হ্যারিপটারের সাথে দ্বন্দ্ব যুদ্ধে লিপ্ত হয় ।হ্যারি এক্সপেলিয়ার্মাস ও ভল্ডেমর্ট আভাদা কেদাভ্রা কার্স প্রয়োগ করে। কিন্তু এ সময় ব্যাখ্যাতীতভাবে হ্যারি ও ভল্ডেমর্টের জাদুদন্ড দুটি পরস্পরের সাথে সংযুক্ত হয়ে যায় এবং ভল্ডেমর্ট এযাবত্কালে যাদেরকে হত্যা করেছে, তাদের সবার আত্মার একটি করে ছায়া তার দন্ড থেকে বের হয় ।একপর্যায়ে হ্যারির মা ও বাবা লিলি ও জেমস পটারেরও আবির্ভাব ঘটে সেখানে ।তারা সকলে হ্যারিকে সাহায্য করে সেড্রিকের মৃতদেহ নিয়ে কবরস্থান থেকে পালাতে ।এরপর হ্যারি অনেক কষ্টে সেড্রিকের মৃতদেহ নিয়ে হগওয়ার্টসে পৌঁছে যায় ।এ সময় হ্যারি অবগত হয় যে, এতদিন সে চিনত যে মুডিকে, সে প্রকৃততক্ষে কোন মুডিই ছিল না ।বরং সে ছিল মুডির রূপ ধরে থাকা ডেথ ইটার বার্টি ক্রাউচ জুনিয়র । ক্রাউচ জুনিয়র প্রকৃত মুডিকে বন্দী করে রাখে এবং পলিজুস পোশনের মাধ্যমে মুডির রূপ ধরে হগওয়ার্টসে এসে ভল্ডেমর্টের ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়নের প্রচেষ্টা গ্রহণ করে । হ্যারি ট্রাইউইজার্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে অর্থ পুরস্কার লাভ করে তা সে নিজে গ্রহণ না করে, ফ্রেড ও জর্জ উইজলিকে দিয়ে দেয় । হ্যারিপটার সিরিজের গল্পগুলো যারা পড়েছেন কেবল তারাই বুঝতে পারবে এর সৌন্দর্যগুণ ।তাই বলছি ভুল করেও এই বইটি পড়া থেকে বিরত থাকবেন না যেন...কেন বলছি এ কথা ?বইটি পড়লেই আশা করি আপনার হৃদয়পটে উম্মোচিত হবে এর উত্তর ।তাই বলে আপনারা