User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
১ম বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানীর অস্থির রাজনৈতিক পরিস্থিতিই এই উপন্যাসের পটভূমি। এই অস্থির পরিস্থিতি ফুটিয়ে তোলা হয়েছে ,তিন যুদ্ধফেরত সৈনিকদের জীবন নিয়ে , রবার্ট লোক্যাম্প , কস্টার এবং অটো লেঞ্জ । একটা সময় ছিলো(এখনো আছে) যখন তিন বন্ধু একসাথে হলে বলতো আমাদের বন্ধুত্ব যেন আমিরের খানের “দিল চাতা হাই” সিনেমার মত হয়। কিন্তু আমি বলবো যারা এই বইটি পড়বে তারা বলবে আমাদের বন্ধুত্ব যেন লোক্যাম্প , কস্টার আর লেঞ্জের মত হয়। সত্যি কথা বলতে বন্ধুত্ব এমনই হওয়া উচিত। সালটা ১৯২৮, বৃহৎ জার্মান শহরের সীমান্ত অঞ্চলে তিন যুবক সামান্য আয় দিয়ে অনিশ্চিত জীবনের দিকে এগিয়ে যাচ্ছে। একদিকে অস্ত্রসহ অশ্বারোহী সৈনিক রাস্তায় উচ্চকন্ঠে ধাবমান। অস্থিরতা, দারিদ্রতা, এবং উৎপীড়ন পুরো দেশজুড়ে। শুধু বন্ধুত্ব, এই তিন যুবককে সবকিছু থেকে দূরে সরিয়ে রেখেছে। তিনজনের মাঝে সবচেয়ে ছোটজন ভালোবাসলো এক মহিলাকে। মহিলাটি ছিল ঐ যুবকের চেয়ে বয়সে বড়। কঠিন এই জীবনের মাঝে আধ্ম্যাতিক ত্যাগ এই তিন বন্ধু ও মহিলাকে এক সুতোয় বেঁধেছে। সবকিছু পেয়েছে তারা, যা তারা স্বপ্নেও ভাবেনি... উল্লেখ্য যে স্বপ্ন মৃত্যু ভালোবাসা এবং থ্রী কমরেডস বই দুটি জার্মানিতে নিষিদ্ধ করা হয় , এবং সাথে লেখককেও । পরবর্তীতে নাৎসি সরকারের তোপের মুখে তিনি দেশ ছাড়তে বাধ্য হন । দেশ ছেড়ে প্রথমে সুইজারল্যান্ড এবং পরবর্তীতে আমেরিকায় বসবাস করেন । তবে তিনি মূলত অল কোয়ায়েট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট বইটির মাধ্যমে পাঠক সমাজে পরিচিতি পান। এর বাইরেও তিনি আরো অসংখ্য উপন্যাস রচনা করেন।