User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Great
Was this review helpful to you?
or
একমাত্র ভারতিয় যিনি গর্বের সাথে স্বীকার করেন মুক্তিযুদ্ধের ইঞ্জিন ছিল গেরিলা এবং রেগুলার বাংলাদেশী ট্রুপ্সরা। ভারতিয়রা তাদের সহযোগিতা করেছে শুধু। সবাইকে পড়তে সাজেস্ট করব।
Was this review helpful to you?
or
ইতিহাসের নিরপেক্ষ মুল্যায়নের জন্য সবার পড়া উচিৎ। বইগুলোকে সহজলভ্য করার জন্য রকমারীকে ধন্যবাদ
Was this review helpful to you?
or
ঝকঝকে প্রোডাকশন! দারুন একটা বই!
Was this review helpful to you?
or
Very much of realistic scenario of 1971 war at The then East Pakistan, nowadays Bangladesh, but the writer undermine the Bangols popular resistance by the from of Multi Bahini, The ground work done by Bangali Freedom Fighters for eight long month, was significantly weakened the Pakistani Army in Strength, Moral and the logistics support. It should be mentioned that the war didn't start by the fourth of December and Sixteen of December, but it was start from The very beginning of 25th of March, The Pakistani Army, Navy and Air force was surprised to seen the resistance of East Bangle Regiment, EPR, Banglali Police and all the armed Person the Student and young people all over the country.
Was this review helpful to you?
or
Good ?
Was this review helpful to you?
or
Great
Was this review helpful to you?
or
ভালো বই
Was this review helpful to you?
or
সমরনীতি, আর্ট অফ ওয়্যার, কৌশলের খেলারা সাথে লে জেনারেল জে এফ আর জেকব বাঙ্গালির তীব্র সংগ্রাম, স্বাধীনতার প্রতি আকাঙ্ক্ষার বিষয়গুলো তুলে ধরেছেন। মুক্তিযুদ্ধের রাজনীতি, সংগ্রাম, ফ্রন্টলাইন ইত্যাদি নিয়ে জানার জন্য চমৎকার এক বই।
Was this review helpful to you?
or
Excellent Set of Colection! Excellent Purchase Experience as well, thank you Rokomari.
Was this review helpful to you?
or
বইটির নাম আংশিক বদল করা উচিত হয়নি। 'সারেন্ডার অ্যাট ঢাকা'-এর নিচে 'একটি জাতির জন্ম' লেখা হয়েছে। যা মূল বইয়ের সঙ্গে সঙ্গতি রেখে হওয়া উচিত ছিল 'বার্থ অব এ নেশান'। অথবা পুরোটাই হতে পারতো 'ঢাকায় আত্মসমর্পন' 'একটি জাতির জন্ম'।
Was this review helpful to you?
or
Nice book
Was this review helpful to you?
or
Oaw...its awesome..but late delivery!! After all not bad
Was this review helpful to you?
or
A great book about the war of independence. Great for collection.
Was this review helpful to you?
or
জেনারেল জ্যাকবের লেখার মাধ্যমে মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের বিষয়ে কিছু কনফিউশান দূর হলো। সবার জন্য দরকারি একটি বই।
Was this review helpful to you?
or
জ্যাকবের দৃষ্টিতে বাংলাদেশের মুক্তির যুদ্ধে ভারতীয় নিয়মিত বাহিনীর অনস্বীকার্যতা এবং তাদের কর্মপন্থার পাশাপাশি কর্মকান্ডের বর্ণনা গোছানোভাবে দেয়া আছে বইটিতে।
Was this review helpful to you?
or
বইটি পড়ে বেশ ভাল লেগেছে। মহান মুক্তিযুদ্ধে ভারতীও সেনাবাহিনীর ভূমিকে সম্পর্কে লেখা বই। জে এফ আর জেকব ছিলেন তখন ছিলেন মেজর জেনারেল। তার এবং অন্যদের ভূমিকা কেমন ছিল, তারা যুদ্ধে কি কৌশল অবলম্বন করেছে এই সকল কিছু ছিল এই বইতে। এটা আমাদের মুক্তিযুদ্ধ্যের এক অন্যোন্য দলীল হবে। এই বই পড়ে বলাই যায় সেই সময় ভারতীও সেনাবাহিনী বাংলাদেশের স্বাধিনতার জন্য এগিয়ে না আসলে আমাদের স্বাধীনতা পাওয়া দুরহ হয়ে যেত বা দির্ঘায়িত হত। তা হয় নি। লেখক তার নিজের অবস্থান থেকে সম্পুর্ন তুলে ধরেছেন এখানে। অনুবাদের ভাষাও ছিল খুব ভাল এবং সহজে বোঝা যায় এমন। পড়তে পারেন বইটি।
Was this review helpful to you?
or
Delivery system was faulty and not acceptable.
Was this review helpful to you?
or
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের যুদ্ধ ছিল সংক্ষিপ্ত কিন্তু দ্রুত গতিসম্পন্ন। মাত্র তের দিনব্যাপী এই যুদ্ধ সংঘটিত হয়েছিল মূলত নদীবহুল অঞ্চলে, আক্রমণ প্রতিরোধের জন্য যা আদর্শ। ২৬ মার্চ ১৯৭১ পূর্ব পাকিস্তানে সেনাবাহিনীর নগ্ন হামলা থেকে শুরু করে ৩ ডিসেম্বর ১৯৭১ সন্ধ্যায় পশ্চিমাঞ্চলে ভারতীয় বিমানঘাঁটিতে পাকিস্তানি বোমাবর্ষণ থেকে সৃষ্ট সর্বাত্মক যুদ্ধ এবং তার পরবর্তী সামরিক অভিযান, শেষ পর্যন্ত পাকিস্তান ইস্টার্ন কম্যান্ডের আত্মসমর্পণের মাধ্যমে যার পরিসমাপ্তি ঘটে সবকিছুই লেখক বর্ণনা করেছেন। স্ট্র্যাটেজির রূপরেখা আঁকতে গিয়ে কীভাবে প্রধান সড়ক এড়িয়ে পার্শ্বরাস্তা ব্যবহার করে শত্রুদের প্রতিরোধের শক্ত ঘাঁটিগুলোকে পাশ কাটিয়ে আক্রমণরেখা নির্বাচন করা হয়েছে এবং পরবর্ততে মেইন্টেন্যান্সের জন্য পথ খুলে দেয়া হয়েছে, তার সমস্ত খুঁটিনাটি বর্ণনা তিতি দিয়েছেন। দেশের প্রধান ভূ-রাজনৈতিক কেন্দ্র ঢাকার সাথে যোগাযোগের প্রধান কেন্দ্রগুলো আক্রমণের লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই অভিযানের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তিনি দিয়েছেন। মুক্তিবাহিনীর ভূমিকা ও দেশের স্বাধীনতার জন্য তাদের অসীম ত্যাগের কথা তিনি তুলে ধরেছেন। নিরাপত্তা পরিষদের চাপ এবং চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পাকিস্তান-ঘেঁষা ভূমিকা ছাড়াও আত্মসমর্পণের আলোচনা ও দলিলে স্বাক্ষরের একটি প্রত্যক্ষ বর্ণনা তিনি দিয়েছেন। এই অভিযানের রাজনৈতিক ও সামরিক পটভূমি থেকে লেখক শিক্ষা গ্রহণ করেছেন এবং রাজনৈতিক ও সামরিক- উভয় ক্ষেত্রে এবং যুদ্ধের জন্য অস্থায়ী উর্ধ্বতন কম্যান্ড স্থাপনে পরিষ্কার দিক-নির্দেশনার অভাবের কথা তুলে ধরেছেন। ১৯৭১-এর যুদ্ধ থেকে এখনো অনেক কিছু শেখার আছে। সাধারণ পাঠক শুরু করে সশস্ত্র বাহিনী, স্টাফ ও ওয়ার কলেজ এবং সামরিক বিষয়ের সাথে সংশ্লিষ্ট সকলেরই এই বইটি ভাল লাগবে।