User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ। খুব সুন্দর বই।প্রত্যেক মুসলিমের পড়া উচিত বইটি।
Was this review helpful to you?
or
এক কথায় অসাধারণ একটি বই। এইটা দিয়ে শুরু করলাম। ইনশাআল্লাহ সামনে শায়েখের আরো বই পড়বো।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
অনেক ভালো প্রোডাক্ট
Was this review helpful to you?
or
Sir ar protiti boi e oshasharun. যাজাকাল্লাহ খাইরন।
Was this review helpful to you?
or
উনি আল্লাহর ভয় দেখায়। আবার আল্লাহর জন্য উনাকে ভালোবাসি। উনার লেখা স্পষ্ট আর কোন রসকস নাই কিন্তু সঠিক ও বাস্তব লিখে যেটা আরো বেশি ভালো লেখেছে।
Was this review helpful to you?
or
Fine
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
Alhamdulillah
Was this review helpful to you?
or
অসাধারন লেখনী
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই। সবার পড়া উচিত
Was this review helpful to you?
or
Good Book for everyone
Was this review helpful to you?
or
Awesome ?
Was this review helpful to you?
or
উপকারী
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ
Was this review helpful to you?
or
অনেক ভালো একটা বই
Was this review helpful to you?
or
Excellent Book
Was this review helpful to you?
or
Alhamdulillah
Was this review helpful to you?
or
Excellent Book
Was this review helpful to you?
or
one of the best book
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
ভালো বই
Was this review helpful to you?
or
kom takay beshi pristhar onek valo ekti boi...
Was this review helpful to you?
or
Just awesome.
Was this review helpful to you?
or
সকলেরই পড়া দরকার।
Was this review helpful to you?
or
masallah book gulo khub valo
Was this review helpful to you?
or
ফালতু বই
Was this review helpful to you?
or
হাদিসের বই বলা যায়।
Was this review helpful to you?
or
.
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
মাশাল্লাহ
Was this review helpful to you?
or
Masha Allah
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
This book delivery in west bengol???
Was this review helpful to you?
or
Amazing book.
Was this review helpful to you?
or
best
Was this review helpful to you?
or
good :)
Was this review helpful to you?
or
খুবই উপকারি গ্রন্থ। যা অনেক কিছু আহরণের আছে। একটা কথা কি যত পড়া যায় তত জানা যায়। যত জানা যায় তত বুঝা যায়। যত বুঝা যায় তত পালন করা যায়। পুস্তক কিনে কেউ দেউলিয়া হয় নাই। আমার অভিমত আপনিও বইটি সংগ্রহ করেন ভাইজান। পড় তুমার প্রভুর নামে যিনি তুমাকে সৃষ্টি করেছেন।
Was this review helpful to you?
or
আমি অনেক ইচ্ছা ছিলো বইটা পড়ার। রকমারী থেকে কিনলাম পড়ে অনেক কিছু জানতে পারলাম। আমি অনার্স 2nd Year এ পড়ি। প্রিয় হুজুর কে অনেক ভালোবাসি। ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি।
Was this review helpful to you?
or
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, সকলের পড়া দরকার।
Was this review helpful to you?
or
চমৎকার বই, মাশাল্লাহ ❤️❤️
Was this review helpful to you?
or
জাজাকুমুল্লাহ ।আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আমিন
Was this review helpful to you?
or
কোরআান ও সহিহ হাদিস ভিত্তিক তথ্যবহুল আলোচনা, সকলকে বইটি পড়ার অনুরোধ রইলো।
Was this review helpful to you?
or
মাশাল্লাহ অনেক সুন্দর বই। জীবনের ভুল ত্রুটিগুলো সংশোধন করার জন্য বইটি পড়লে অনেক কাজে দেবে।
Was this review helpful to you?
or
দুনিয়ায় আমরা বেহিসেবী চলাফেরার কারনে আমাদের ক্ষতি গুলো অনুধাবন করাতে পারি না। এই বাইটি আপনাকে স্মরণ করিয়ে দওবে কি সব কারনে আপনি দুনিয়ায় এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
Was this review helpful to you?
or
অনেক ভাল বই, সকল বিষয়ের সুধু মাত্র হাদিসের রেফারেঞ্চ দেওয়া
Was this review helpful to you?
or
এত সুন্দর সুন্দর বই লেখার জন্য আপনাকে ধন্যবাদ
Was this review helpful to you?
or
বিসমিল্লাহির রাহামানির রাহীম , সকল প্রশংসা আল্লাহর জন্য । আব্দুর রাজ্জক সাহহেব অনকে ভালো লেখক। তিনি অনেক জ্ঞানী ব্যাক্তি। তিনি কে বড় ক্ষতিগ্রস্থ বই কে কত ক্ষতির মধ্যের রয়েছে তা বুঝা যায় । তিনি অযাথা কোন বথা বলেন না । তিনি বইয়ের সকল কথা ক্বোরাআন মাজীদ, হাদীসের রেফারেন্স দিয়ে কথা বলেন । প্রত্যেক মুসলিম ব্যাক্তি উচিত এ বই টি পড়া উচিত ।
Was this review helpful to you?
or
খুবই সুন্দর একটি বই। বইটি যে কেউ পড়লে উপকৃত হবে।বইটি পরলে নতুন করে নিজের সম্পর্কে ভাবতে শিখাবে।এছাড়াও এত সুলভ মুল্যে এতো সুন্দর বই সত্যিই অসাধারণ। নিজেকে কিভাবে সত্যিকার অর্থে সময়ের উপযোগী করা যেতে পারে সে সম্পর্কে সহজেই জানা সম্ভব এই বইয়ের মাধ্যমে। তাই লেখক ও প্রকাশনীকে অসংখ্য ধন্যবাদ সেই সংগে রকমারি ডট কম কেও অসংখ্য ধন্যবাদ এধরনের বইকে তাদের সাইটে স্থান দেওয়ার জন্য।
Was this review helpful to you?
or
আপনি আমি জীবনে কী পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছি ইহকাল পরকালের জীবনে তা জানার জন্য বইটি পড়া দরকার।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ অসাধারণ একটি বই। আমি মনে করি প্রত্যেক মুসলিমের ঘরে এই বইটি অবশ্য থাকা দরকা। যেখান থেকে মানুষ নিজের ক্ষতি কর বিষয় জানতে পারবে ও শিরক বিদআত মুক্ত হবে ইনশাল্লাহ।
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ খুব সুন্দর একটি বই। এই বইয়ে খুব সুন্দরভাবে এই বইয়ে মানব জীবনে যে কাজগুলো করলে মানুষ ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্থ হয় তার বিস্তারিত আলোচনা করা হয়েছে। কুরআন ও হাদীসের দলীলের আলোকে আলোচনা কারা হয়েছে । এই বইটি পাঠের মাধ্যমে একজন মানুষ তার ব্যক্তিজীবন থেকে তার ত্রুটি বিচ্চুতি দুর করতে পারবে এবং একজন আদর্শ মুমিন হতে পারবে। এই বইটি সকলের পড়া উচিত।
Was this review helpful to you?
or
কে বড় ক্ষতিগ্রস্ত -আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উক্ত বইটি আপনারা পড়বেন। বইটিতে কতিপয় বড় গুনাহ নিয়ে বিস্তারিত দলিল সহ আলোচনা করা হয়েছে । অনেক শিরক সহ বড় গুনাহ গুলো হাদিসের দলিল সহ কারে আলোচনা করা হয়েছে । বইটি ভালো , বইটি পড়ুন। কে বড় ক্ষতিগ্রস্ত বইটি তে কোরআন হাদিসের দলিল সহ পড়তে পারবেন। কোরআন হাদিসের দলিলসহ কতিপয় অনেক বড় পাপ সম্পর্কে বলা হয়েছে।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটি বই। অনেক কিছু জানার আছে। সব ছহীহ হাদিছ অনুযায়ী আছে । শাইখ আব্দুর রাযযাক বিন ইউসুফকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা উত্তম প্রতিদান দিক। আমীন।
Was this review helpful to you?
or
আমার মনে হচ্ছে বইটিপড়ে আমি উপকৃত হব ইনশাআল্লা।
Was this review helpful to you?
or
this is my fabourite library
Was this review helpful to you?
or
পাপের বিভিন্ন রকম শ্রেনীবিভাগ করা হয়েছে। কিছু ছোট পাপ কিছু বড় পাপ। কিন্তু পাপ যত ছোটই হোক না কেন তাওবা না করা পর্যন্ত পাপকারী ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত।তবে কিছু ছোট পাপ এমন আছে যেগুলোর জন্য আলাদা করে তাওবা করার প্রয়োজন হয়না। সালামের পর মোসহাফা, মুসলিমের সাক্ষাতে মুসকি হাসি দিলেই সেসব পাপ ক্ষমা হয়ে যায়। এরকম পাপকে বলা হয় ছগীরা গুনাহ। কিন্তু কবীরা গুনাও তাওবা ব্যাতীত মাফ হয়না। কেউ যদি তাওবা না করে মারা যায় তাহলে অবশ্যই তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। কিন্তু তারপরও কিছু শাস্তির পরিমাণ একটু বেশি আর কিছু কম। সুখবর হচ্ছে এটাই যে কোন পাপের কোন শাস্তি পবিত্র কোরআন এবং হাদীসে সেটা স্পষ্ট উল্লেখ আছে আর এজন্য আমরা শাস্তির ভয়াবহতা জেনে পাপ থেকে বিরত থাকতে পারি। এ বইটাতেও তেমনি সমাজে প্রচলিত পাপগুলো চিহ্নিত করে আলোচনা পূর্বক সেগুলো শাস্তি কিরকম হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। আমি উল্লেখযোগ্য কিছু পয়েন্ট এবং সেগুলোর শাস্তি বিষয়ে তুলে ধরছি। ১.ছেলেদের গিঁটের নিচে কাপড় = আল্লাহ তার দিকে তাকাবেন না ( আপনার মনে হতে পারে টাখনুর নিচে কাপড় পরার সাথে ইসলামের কি সম্পর্ক থাকতে পারে? এতে ছাওয়াব কিংবা পাপের প্রশ্ন আসে কি করে। তবে উওরে আমি বলবো সবচেয়ে ভালো হয় আপনি যদি বইটা পড়েই এর উওর পান। তবে এতটুকু বলতে পারি নামাজে দাড়ানোর সময় কিন্তু আমরা কাপড় মুড়িয়ে নেই। বলতে পারেন পাপ যদি নাই হবে তাহলে কেন নিজের অজান্তেই মুড়িয়ে নেই? ) ২.মিথ্যাশপথ = জান্নাত হারাম ৩.অত্যাচার = অন্ধকার ৪.মাপে কম = আযাবে ধ্বংস ৫.মানুষ হত্যা = পৃথিবীর সব মানুষকে হত্যার সমতুল্য এছাড়াও আরো ৮৮ টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এবং সেসব পাপের শাস্তি নিয়ে পবিত্র কোরআন ও ছহীহ হাদীছের দলিল সহ আলোচনা আছে। পাপ করতে আমাদের খুব একটা খারাপ লাগেনা কারন পাপ বিষয়ে আমাদের কোন ধারনা নেই ,কোন পাপ করলে কোন শাস্তি হবে সে বিষয়েও আমাদের খুব একটা ধারনা নেই। আর ধারনা না থাকায় আমরা খুব সহজেই পাপ করে থাকি। কিন্তু আমাদের এসব বিষয় জানতে হবে কারন জানাটা ফরজ। একজন বইপোকা হিসেবে আমরা যদি এইসব বিষয়ে না জানি তাহলে আমরা কিরকম বইপোকা? আর সবচেয়ে দুঃখজনক বিষয় এটাই যে একটা পাপের একটা শাস্তি নয় বরং একটা পাপের শাস্তি হতে পারে অনেক। আশাকরি বইটি পড়ে আপনি উপকৃত হবেন।
Was this review helpful to you?
or
আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্যের সবচেয়ে ভালো দিক হচ্ছে গল্প- কাহিনী বিহীন হাদিসের অনুবাদ।। বাঘের মত একজন আলেম যে হক কে সবচেয়ে বেশী গুরুত্ব দেন। উনার বইগুলোও একইরকম, বাহুল্যতা মুক্ত, সম্পূর্ণ সহীহ হাদিস ভিত্তিক।। বিশেষ করে তরুণদের এই বইটা অবশ্যই পড়া উচিত, বর্তমান সময়ে আমরা ক্যারিয়ার নিয়ে অনেক বেশী ভাবি, এবং আমার চিন্তার পরিধি পৃথিবীতেই সীমাবদ্ধ, মৃত্যু এবং মৃত্যুপরবর্তী জীবন সম্পর্কে আমরা একেবারেই উদাসীন। এজন্য আমাদের হিসেবে ভুল হয়, কারণ সমীকরণ মেলানোর জন্য উভয়পক্ষকেই গ্রহণ করতে হবে।। আমরা আখিরাত বাদ দিয়ে লাভ -ক্ষতির হিসেব করতে যেয়েই বিভ্রান্ত হই... মৃত্যুুই কিন্ত আমাদের একমাত্র গন্তব্য,যেটা ধ্রুবক , আর পৃথিবীর যত অর্জন সব আপেক্ষিক, তো ধ্রুবক বাদ দিয়ে যারা আপেক্ষিকের পেছনে ছুটবে তারাই তো নির্বোধ, তারাই ক্ষতিগ্রস্হ৷।।