User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
MashaAllah
Was this review helpful to you?
or
darun
Was this review helpful to you?
or
ভাল লেগেছে
Was this review helpful to you?
or
সে প্রায় অনেক বছর আগের কথা। বাংলাদেশের মাটিতে তখন সবে যাত্রা শুরু করেছে পবিত্র কোরআন ও ছহীহ হাদীছের প্রচার। গড়ে উঠতে শুরু করেছিল অসখ্য ইসলামী দল। সব দলেরই বিশ্বাস তারাই সঠিক পথে আছে। আর বাকি সব দল মিথ্যা। সম্ভবত সে কারনে নতুন দলগুলোর আমির চাইতেন না অন্য দলের প্রধানরা ভুল কাজ করে জাহান্নামে যাক। সেকারনেই তারা চিঠি লেখে। তাদের দলে আমন্ত্রণ জানায় বইয়ের লেখককে। লেখক তো আর সাধারণ কেউ নয়। বাংলার মাটিতে তিনিই প্রথম ছহীহ হাদীসের দাওয়াত শুরু করেন। চোখে আঙ্গুল দেখিয়ে শিরিক বিদআত আলাদা করতে শুরু করলেন। এমন একজন লোককে দলে পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু সবার ভাগ্য কি ভালো হয়? বিশেষ করে যারা মরিচিকার পেছনে ছোটে? হয়না। লেখক চিঠি পেয়ে যে উত্তর তাদের দিয়েছিলেন তারই আরেক রুপ এই বই। যে দলটি চিঠি পাঠিয়েছিলেন সেটা হল ‘জামায়াতে ইসলামী’।সবাই আমরা এই দলটাকে চিনি। কিন্তু ইসলামী দল হলেও আদৌ কি এই দল শিরিক বিদআত মুক্ত? কিংবা তাদের বইয়ের পাতায় পাতায় যা লেখা তা কি সত্যি কার অর্থেই সত্যি নাকি নিজেদের সমাজের বুকে স্থান করে নিতে মিথ্যের আশ্রয়? বইটাতে এসব বিষয়ে প্রাথমিক ধরানা দেয়া আছে। তাছাড়া বইটা পড়ে আমার খুবই ভালো লেগেছে। অন্তত আমি এটা বুঝতে পেরেছি দল শুধু করলেই হয়না বরং যে দল আপনি সমর্থন করছেন তার বিষয়ে সম্মক জ্ঞান থাকা আবশ্যক। ইসলাম নাম নিলেই যে সে দল ভালো হয়ে যাবে তার কিন্তু কোন মানে নেই। বরং ইসলামের নাম ভেঙে খাওয়া লোকের অভাব নেই সমাজে। অনেক জ্ঞানগর্ভ বই। ইসলামিক বিষয়ে আগ্রহ থাকলে বই টা আপনার পড়া উচিত। বিশেষ করে বাংলাদেশে যেখানে অসখ্য দল তখন সঠিক দল বিচার করার মানদন্ড জানা সকলের একান্ত প্রয়োজন।