User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বাংলাদেশের সম্ভাবনাময়ী তরুণী পাইলট লরা ছিলেন সেলিনা হোসেনের মেয়ে। ১৯৯৮ সালে প্ল ক্রাশ এ মারা যান তিনি। এই উপন্যাসটি লারার জীবনী নিয়ে লেখা।
Was this review helpful to you?
or
'Lose in the sky like diamond ' common people can't even dream of it only heroes can ❤️
Was this review helpful to you?
or
বইটা যখন হাতে নিলাম প্রথম লাইন পড়েই বুঝতে পেরেছিলাম আমার ভেতর প্রচণ্ড এক আলোড়ন তৈরি করবে, আমার মনের চোখে এমন সব দৃশ্য এঁকে দিয়ে যাবে যা আমি দেখে যাবো সাধারণ কোন বিকেলের ভেতর, কোন দুপুরে খাবার টেবিলে কিংবা কোন নস্টালজিক গানের ভেতর... লারা- এ এক মা এবং তার মেয়ের গল্প, লারা- একজন চরিত্র যে চরিত্রকে জানবার পর যে কোন মেয়ের চোখের সামনে একটা আদর্শ একটা রোল মডেল তৈরি হয়ে যাবে, লারা - সাধারণ জীবন যাপনের ভেতর তীব্র এক অসামান্য চরিত্র, লারা- এক স্বপ্নময় বাস্তব, লারা -একটা সুন্দর বাংলাদেশের বীভৎস দুর্নিতির করুন পরিণতি আমার মনের ভেতর কিছু সুপার হিরো আছে, লারা পড়ে সেই তালিকায় লারার নাম যোগ হয়ে গেছে...আর এ অনুভূতি কেবল আমার একার নয়, যে লারার সাথে পরিচিত হবে আমি জানি তার ভেতর লারা বেঁচে থাকবে সুপারহিরো হয়ে।
Was this review helpful to you?
or
সবার প্রথমেই একটা জিনিস এ বলব এই বই টি নিয়ে...... একজন মায়ের তার সন্তানের প্রতি অনুভূতির কোনো রেটিং হবে না...... আসলে সম্ভব না রেটিং দেওয়া। তবু একজন পাঠক হিসেবে আমার অভিজ্ঞতা ছোট করে লিখতে চাই। প্রথমতঃ বইটি তে মা ও মেয়ের ভিন্ন perspective e এত সুন্দর করে লেখা..... একজন মেয়ে হিসেবে আমার চিন্তাধারা লারার চেয়ে ভিন্ন না......হয়তো যখন একজন মা হব তখন মায়ের দিক টা আরো বুঝবো।.......প্রতিদিন দুপুরে খাওয়ার টেবিল এ মায়ের বসে অপেক্ষা করা.....সন্তান যখন খায় তখন মায়ের চুপচাপ বসে থাকা..... মন খারাপের সময়ে মায়ের কোলে মাথা রেখে পুরোনো হাজার বার শোনা গল্প শুনে ও হেসে কুটিকুটি হওয়া....... এই মুহূর্ত গুলো মা আর মেয়ের জীবনের একান্ত নিজস্ব.... মা আর মেয়ে কে জীবনের একই জায়গায় দাঁড় করিয়ে এত সুন্দর ভাবে লেখিকা ফুটিয়ে তুলেছেন তার কোনো তুলনা নেই। পুরো গল্পটা.... গল্প না বলে সত্যি ঘটনা বলি..... আসলেই অনেক স্পর্শকাতর....... কারণ প্রতিটা মুহূর্ত প্রতিটা মেয়ে বা প্রতিটা মায়ের জীবনের মাঝেই লুকিয়ে আছে..... জীবনের রঙ.... বাস্তবতার স্পর্শ......বহমান সময়ের দাগ কেটে যাওয়া...... সবকিছু বই টা থেকে পাওয়া যায়...... Its not a book.... Its slice of life...
Was this review helpful to you?
or
বই এর নামঃ লারা লেখকঃ সেলিনা হোসেন প্রকাশনাঃ মাওলা ব্রাদার্স মূল্যঃ২৫৫৳ (রকমারি, ছাড়ে) এটা কোন গল্প কিংবা উপন্যাস না। এটা এক মায়ের গল্প। এক মেয়ের গল্প। ঝড়ের বেগ এ এসে ঝড়ের মতই হারিয়ে যাওয়া মেয়ে এই লারা। ফারিয়া হোসেন লারা। বাংলাদেশ এর প্রথম নারী প্রশিক্ষক পাইলট। এক ঝড়ের মত। বড় বোন আর মা তার সবথেকে প্রিয় বন্ধু। নিজের ইচ্ছামত সে বেড়ে উঠেছ। একদম প্রজাপতির মত চঞ্চ। হঠাৎ করে বাবা মায়ের জীবনে এসে ফানুস এর মত গায়েব হয়ে গেল। পাইলট হওয়ার স্বপ্ন। পূরণ ও হয়েছিল! কিন্তু এক দমকা হাওয়া সব শেষ করে দিল। কেমন ছিল তার জীবন? কেমন ছিল তার মা-বোন-বাবা-ভাই এর সাথে তার দিনগুলো? ফুলের মত মেয়ে যাকে মা শেষ বার এর মত দেখতেও পেলেন না। শুধু দেখেছিলেন পড়া শরীরের ছবি অনেকদিন পর। কেন? কেমন ছিল মেয়েটার ভাবনা?তার জীবনের দর্শন কেমন ছিল? জানার জন্য বইটি অব্যশই পড়বেন। ব্যক্তিগত মত এই বইটির কাহিনী নিয়ে বেশি কিছু বলার নাই। একটু গুছিয়ে পাঠ প্রতিক্রিয়া লিখছি। আমার একদম ক্লিয়ার না হলেও মনে আছে, তখন আমি খুব ছোট, পেপার এ দেখেছিলাম, লারা মারা যাওয়ার কথা। আগুনে পুড়ে মারা যাবার কথা। ফারিয়া লারা! নামটাও খুব পছন্দের ছিল আমার। আম্মুর কাছে অনেক অনেকবার এই বইটার নাম শুনছি। আম্মু আর আমি এই বই অনেক খুঁজেছি বই মেলাতে, লাইব্রেরী আর নীলক্ষেতও। গত বছর রকমারি তে বইটা পেয়ে যায়। অন্য এক রিভিউ প্রতিযোগীতার পুরষ্কার হিসেবে বইটা অর্ডার করি। এরপর বেশ কিছুদিন বইটা শুরু করেই আমি ভয় এ থাকতাম, এ বই পড়তে পারব তো? অনেকবার শুরু করেও রেখে রেখে দিতাম। তো এ বছরের মার্চ এপ্রিল এর দিকে আমি অফিসে জয়েন করার পর বাস এ একটা লম্বা সময় জ্যামে থাকতাম। সেই সময়টাতে এই বইটা শেষ করি। বই এর শুরু থেকেই ভয় এ থাকতাম, তখন সেই ধাক্কা খাব, কখন আসবে সেই ভয়ঙ্কর পরিস্থিতি। কিন্তু এমন এক সময়ে সেই অংশ আসে, যার জন্য আমি আসলেই আমি প্রস্তুত ছিলাম না। এরপরে সেলিনা হোসেন এমন কিছু অদ্ভুত তথ্য শেয়ার করেছেন, যা আসলেই গায়ের লোম খাড়া করে দেবার মত ব্যাপার। এই বই কে রেটিং দেবার মত দুঃসাহস আমার নেই। এক মায়ের জন্য সমবেদনা দেবার সাহস ও নেই। যারা বইটা পড়েনি, তাদেরকে শুধু বইটা পড়তে বলতেই পারি। দেখবেন এই বই আপনার অনেক চিন্তাকে বদলে দেবে।