User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By sadmaan nabil

      24 Oct 2024 02:03 PM

      Was this review helpful to you?

      or

      The most beautiful story,Coelho's best book,without a doubt a work of art. "When you wish for something, the entire universe conspires to make your wish come true." It is a book that makes you believe in the power and beauty of your dreams and faith. It is a very nice book and a great read too.

      By mda****com

      06 Oct 2024 11:35 PM

      Was this review helpful to you?

      or

      first of all thanks rokomari . original product er Jonno.product delivery ektu late hoisilo but it's okay.karon ektu long distance silo. but packaging ta ektu better haoa uchit silo uchit silo.

      By Ꮇαhír Fαíѕαl

      27 Aug 2024 03:01 PM

      Was this review helpful to you?

      or

      বইটির মূল বার্তা হলো, "যদি তুমি কোনো কিছু সত্যিকারের মন থেকে চাও, তবে পুরো পৃথিবী তোমার সেই ইচ্ছা পূরণের জন্য কাজ করতে শুরু করবে।" এটি পাঠকদের নিজেদের স্বপ্নকে অনুসরণ করতে, প্রতিটি বাধাকে সুযোগ হিসেবে দেখতে, এবং নিজেদের অভ্যন্তরীণ শক্তিকে আবিষ্কার করতে উৎসাহিত করে।

      By Shahriar Kabir

      29 May 2024 01:32 PM

      Was this review helpful to you?

      or

      প্রথমদিকে যথার্থই ম্যাজিকাল মনে হচ্ছিলো। কিন্তু মাঝের দিকে বেশ বিরক্তি কাজ করছিলো। কি সব উদ্ভট কথাবার্তা দিয়ে ভর্তি! কিন্তু চমক হল শেষ পাতায়। চরম শিক্ষাটি দেয়া হয়েছে বইয়ের একদম শেষে। যারা বুঝবেন জীবনে তারা আগাবেন, যারা বুঝবেন না, বইটিকে তারা হয়তো সর্বকালের অন্যতম ফালতু বই হিসেবে বিবেচনা করবেন।

      By 01882088534

      20 May 2024 11:17 PM

      Was this review helpful to you?

      or

      helpful

      By Habib Ullah

      04 Mar 2024 12:23 PM

      Was this review helpful to you?

      or

      One of the best book i ever read. One story covers Mystery, Business, Romance, Traveling almost everything. Thanks Paulo Coelho

      By 880****902

      17 Feb 2024 05:54 PM

      Was this review helpful to you?

      or

      এত সুন্দর আর ভালো একটা বই যা বলে শেষ করা যাবে না-)

      By ali adham

      15 Feb 2024 10:13 PM

      Was this review helpful to you?

      or

      quick read ,easy read

      By Ahasan Riaz

      23 Sep 2023 08:48 PM

      Was this review helpful to you?

      or

      The alchemist ,,, Sera ekti boi

      By Md Rakib Hassan

      27 Aug 2023 12:49 PM

      Was this review helpful to you?

      or

      Wonderful book to read.

      By Tausif

      03 May 2023 04:37 PM

      Was this review helpful to you?

      or

      The product was much higher considering the quality.i'm not sure if it was real or fake.I will suggest buying the cheaper one

      By Shadman Zaman

      25 Apr 2023 04:14 PM

      Was this review helpful to you?

      or

      An inspiring book which will improve your mentality

      By Shahriar Hossen Hriday

      13 Oct 2022 08:36 AM

      Was this review helpful to you?

      or

      Ami ja book ta receive korci aita original copy na.. Amaka jata deya hoica sata pdf print book baja akta book deaya hoica.Rokomarir kasa aita kokhonoi asa kori nai.!

      By Sonjoy Samadder

      19 Aug 2022 04:57 PM

      Was this review helpful to you?

      or

      Inspiring

      By Sayak Sinha

      18 Aug 2022 02:24 PM

      Was this review helpful to you?

      or

      Good book

      By Tasvir Mahmood

      13 May 2022 07:27 PM

      Was this review helpful to you?

      or

      Good

      By Md Mahabub Hasan

      19 Mar 2022 12:58 PM

      Was this review helpful to you?

      or

      valo chilo,,,tobe the alchemist boita rokomary theke na niye color photocopy nile dam onk kom petam.

      By Sabiha Bushra

      11 Mar 2022 06:29 PM

      Was this review helpful to you?

      or

      This book is just amazing, it's a life changing book. I'll recommended everyone to read this book.

      By Mashroor Adeeb Siddiqui

      03 Mar 2022 01:38 AM

      Was this review helpful to you?

      or

      It's a great book. Definitely recommend it ?

      By Abu Sazid chowdhury

      16 Jan 2022 07:34 PM

      Was this review helpful to you?

      or

      Personally I don't like any magic related books. But this book is awesome.

      By Prothomaa Minhaz

      28 Dec 2021 07:59 PM

      Was this review helpful to you?

      or

      wow

      By Angkur Chakrabartty

      24 Oct 2021 12:32 AM

      Was this review helpful to you?

      or

      Once you start reading it, you won't stop until finishing it..

      By Istiaque Ahmed

      13 Oct 2021 12:15 AM

      Was this review helpful to you?

      or

      Good..

      By Asraful Islam

      14 Sep 2021 10:02 PM

      Was this review helpful to you?

      or

      Delivered in good condition. Thanks

      By Jeba Maimuna

      15 Aug 2021 11:42 AM

      Was this review helpful to you?

      or

      such a nice book❤️

      By Dr. Md. Uzzal Hossain

      26 Jul 2021 12:57 PM

      Was this review helpful to you?

      or

      One of the best books I have ever read. This book reveals new philosophy of life,

      By Foysal Furkan Rafi

      18 Jul 2021 09:06 PM

      Was this review helpful to you?

      or

      Did not get the main point. But ineterstingg to read..

      By Axef Hasan

      14 Jul 2021 07:14 PM

      Was this review helpful to you?

      or

      It's a wonderful book; may be the best book written by Paolo Coelho!!!

      By KOUSHIK AHMED

      02 Aug 2021 10:54 PM

      Was this review helpful to you?

      or

      It feels good to start reading once again. This book just amazing.

      By Hridoy Bishwas Akash

      17 Jun 2021 01:18 AM

      Was this review helpful to you?

      or

      The Alchemist "And,when you want something from heart and soul,all the universe conspires in helping you to achieve it" -The Alchemist স্বপ্নকে বাস্তবে রূপদানের পথে বরাবরই কিছু বাধা আসে, আর সেগুলোকে অতিক্রম করতে পারলেই স্বপ্নকে ছোঁয়া যায়। কেউ তাতে দমে যায় আবার কেউ সেই বাধাগুলি থেকেই শক্তি সঞ্চয় করে যাত্রাপথে এগিয়ে চলে। আমাদের সবার উচিত অন্তরাত্মার কথা অনুসরণ করা। যা স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ। যখন কোনো কাজ আমাদের ভীষণ আনন্দ দেয়,বুঝতে হবে সেটিই অন্তরাত্মার দেখানো পথ। যে পথটি চিনতে পারে তার চেয়ে সৌভাগ্যবান আর কেউ নেই। আন্দালুসিয়ার রাখালবালক সান্তিয়াগোর যাত্রাও শুরু হয় স্বপ্নে দেখা গুপ্তধনের খুজে। পাড়ি জমায় অচেনা-অজানা এক সম্ভাবনাময় পথে।সেই পথে তার দেখা মেলে জিপসি বুড়ি আর সালেমের রাজার সাথে,যারা তাকে সঠিক পথ খুঁজতে সাহায্য করে। সেই জানে না, এই যাত্রায় তার জন্য অপেক্ষমাণ ওর জীবনের লক্ষ্য। কিন্তু জীবনের মানেই যে কুহেলিকা । খুব সহজেই কি সেই রহস্যের সমাধান মেলে? সেই জীবনরহস্য উন্মোচনে তাকে তিলে তিলে তৈরী করতে পথে আসে নানান বাধা।যেনো সৃষ্টিকর্তার নির্দেশেই হচ্ছে সব। জীবনের রহস্যটা হলো, "সপ্তমবার ভূপাতিত হওয়ার পরও অষ্টমবারের মতো উঠে দাঁড়ানোর ক্ষমতা"। সে দৃঢ়তার সাথে এগিয়ে চলে। কিন্ত শেষপর্যন্ত সান্তিয়াগো কি পারবে সে রহস্য উন্মোচন করতে, পাবে কি সেই গুপ্তধন? নাকি ভালোবাসা বাধা হয়ে দাঁড়াবে তার লক্ষ্যের পথে? লেখক বইয়ের শুরুতেই সুস্পষ্ট ধারণা দিয়েছেন স্বপ্ন কি। স্বপ্নের পথে কেন সবাই এগুতে পারে না,সেই বাধা-বিপত্তির কথাও তুলে ধরেছেন। চিনিয়ে দিয়েছেন সেগুলো থেকে পরিত্রাণের উপায়। কারণ বইটিও যে লেখকের তেমনি এক সফলতার প্রমাণ। বইটির প্রারম্ভে আলকেমিস্টের পড়া ছোটগল্পটি যেন সুক্ষ্ম জীবনদর্শনের প্রমাণ। গল্পটি যেন বই পড়ার ইচ্ছেটাকে দ্বিগুণ,তিনগুণ… শতগুণ বাড়িয়ে দেয়। তারপর শুরু হয় গল্পের নায়ক সান্তিয়াগোর ভ্রমণ,আর সেই পথে যেন সান্তিয়াগোর নিঃশব্দে চলা সঙ্গী হই আমি। প্রতিটি পদক্ষেপে সান্তিয়াগোর সাথে অন্তরাত্মার কথা আমিও শুনতে পাই। সান্তিয়াগোর অতিক্রম করা প্রতিটি বাধা যেন আমিও অতিক্রম করি। আমিও যেনো সান্তিয়াগোর সাথে অনুভব করি দূর থেকে আসা বাতাসকে। কাফেলার চলার পথে মরুভূমির উত্তাপ যেন আমাকেও ছুঁয়ে যায়। এককথায়, সান্তিয়াগোর সঙ্গে মিশে যাই আমি। গল্পটি এমনি ছিল। একে গল্প না ভ্রমণকাহিনী বলা যায়, যে ভ্রমণে পাঠকও সঙ্গী হয়।সমগ্র যাত্রাপথে নিজের প্রতিটি কোষে অনুভব করে রোমাঞ্চ। সুক্ষ্মজীবনবোধ,জীবনকে উপভোগের আনন্দ আর লক্ষ্য অর্জনে অর্জুনের মতো একনিষ্ঠতা মিশ্রিত হয়েছে এই গল্পে। গুপ্তধনের রহস্যের মতোই আরেকটি রহস্য হলো 'আলকেমিস্ট' শব্দটি। বইটি থেকে অনেক শিক্ষা অর্জন করা সম্ভব,যা হয়ত পুরো ছাত্রজীবন চষে বেড়ালেও পাওয়া যায় না।তার মধ্যে কিছু হলোঃ ১. লক্ষ অর্জনে একনিষ্ঠতা। ২. বাধা অতিক্রমের ক্ষমতা। ৩. দৃষ্টিভঙ্গির পরিবর্তন। ৪. ভালোবাসার আসল মানে। ৫. সবশেষে কোনো অবস্থাতেই হারা না মানা। এরকম আরো অনেক। এই দু-একটি কথায় হয়ত বুঝা সম্ভব নয় কিন্তু গল্পের মাধ্যমে প্রতিটি পদক্ষেপ যেন সেগুলি শিখিয়ে দেয় পাঠককে।লেখক যেনো নিজের জীবনেরই অর্জিত দর্শন মিশিয়েছেন তার লেখায়। বলা বাহুল্য, বইটি যখন পড়েছিলাম,তখন মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম। তাই হয়ত বইটির প্রতিটি কথা আমার মানসপটে গেঁথে রয়েছে এবং সারাটিজীবন থাকবে।সেই থেকেই বইটি আমি সবাইকে পড়তে পরামর্শ দিই। একটি মাত্র কারণে হলেও বইটি পড়া উচিত আর সেটি হলো জীবনে সঠিক মানেটা জানা। পরিশেষে, বইটি পড়ে দুশ্চিন্তা,হতাশা সব যেনো ধুলোয় মিশে গিয়ে স্বাদ দেয় এক অপূর্ব জীবনের। লেখকঃ পাওলো কোয়েলহো ব্যক্তিগত রেটিংঃ ৯/১০

      By OestaYusuF

      30 May 2021 04:48 PM

      Was this review helpful to you?

      or

      One of the best magical and mysterious book in my life...From this book, you will learn what is called "Faith" and "Luck".

      By Jayed Al Afroz Jim

      26 May 2021 10:58 PM

      Was this review helpful to you?

      or

      Valoi

      By Nahian Ahmed

      26 Apr 2021 05:25 PM

      Was this review helpful to you?

      or

      A great book about chasing dream.It is one of the best fictions I've ever read.

      By shaharukh Ahmed

      23 Apr 2021 10:23 PM

      Was this review helpful to you?

      or

      Nice

      By Md Hasan al mamun

      20 Apr 2021 02:37 PM

      Was this review helpful to you?

      or

      This is such a book that every time you read it, you discover something that you didn't notice the last time.

      By Moshiur Rahman

      05 May 2021 02:34 PM

      Was this review helpful to you?

      or

      #Rokomari_Book_Club_Review_Competition #The_Alchemist Author:Paulo Coelho Goodread's rating:3.9/5 Personal rating: ∞/10(seriously) Type:Self Help Fiction Review by:https://www.facebook.com/profile.php?id=100027725017299 Rokomari Link:https://www.rokomari.com/book/52704 বাংলা অনুবাদঃhttps://www.rokomari.com/book/207177 #Best_quote:When you want something,all universe conspires in helping you to achive it❤❤(যখন তুমি মন থেকে কিছু চাও তখন পুরো বিশ্ব- সেটা তোমাকে পাইয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে পড়ে) #Theme: গল্পটা স্বপ্নের পিছনে মরিয়া হয়ে ছুটতে থাকা এক যুবক সান্তিয়াগোকে নিয়ে।কোনো বাধাই যাকে দমাতে পারে না এবং যে নিজের স্বপ্ন কে অনুসরন করতে করতে সূদুর মিশরের পিরামিড পর্যন্ত নিরদ্বিধায় চলে যেতে পারে। #Lesson:আমরা যে বয়সেই যে পরিস্থিতিতেই থাকি না কেন অামাদের সকলের অামাদের স্বপ্নকে অনুসরন করা উচিত।কারন একমাত্র স্বপ্ন সত্যি হবার সম্ভবনাই অামাদের জীবনকে অাকর্ষনীয় করে তোলে। #Story:সান্তিয়াগোর স্বপ্ন ছিলো সে পৃথিবী ঘুরে দেখবে,প্রকৃতিকে বুঝবে।একদিন সে তার বাবাকে তার ইচ্ছার কথা জানালে তিনি বলেন অামাদের মতো পরিবারে কেবল মেষপালকরাই প্রকৃতি ঘুরে দেখতে পারে।সান্তিয়াগোর উত্তর ছিলো তাহলে অামি মেষপালকই হবো।সেখানে থেকে শুরু হলো সান্তিয়াগোর ভেড়াদের সঙ্গে যাত্রা অার সঙ্গী হিসেবে ছিলো বই যেটা তার বালিশের কাজ করতো। হঠাৎ তার স্বপ্নে একই স্বপ্ন ২বার অাসলে সে স্বীদ্ধান্ত নেয় যে সে তার স্বপ্নকে অনুসরন করবে।পথিমধ্যে তার দেখা হয় জিপসি বুড়ি,বৃদ্ধ রাজা,ইংলিশম্যান,অালকেমিস্ট দের সাথে যারা সবাই তার জন্য শিক্ষকের ভূমিকা পালন করে এবং তাকে তার স্বপ্নকে বুঝতে সাহায্য করে।একসময় সে ফাতিমার প্রেমে পড়ে কিন্তু সে তার স্বপ্নকে অনুসরন করতে যেয়ে একসময় তাকে ছেড়ে অাসতে বাধ্য হয় এবং যাত্রাপথের হাজারো বিপদের সম্ভাবনা জয় করে অবশেষে সে তার লক্ষে পৌছায়। #গল্পের_মনোমুগ্ধকর সমাপ্তি অাপনাকে মুগ্ধ হতে বাধ্য করবে। ধন্যবাদ।❤❤

      By Anando Siddique

      13 Mar 2021 09:35 PM

      Was this review helpful to you?

      or

      ami asole ekjono student. amar onek issca silo ei boita kenar. kintu rokomari.com e boitar price ektu high howar karon ami rokomari.com theke ei boita kinte pari nai. daraz theke duplicate kinesilam. asole ei boita ekta fiction boi holeo etake selfhelp boi bolleo vul hobe na. asole sobarei ekta na ekta dream thake. ar dream niyei ei boita lekha. apnara boitake na pore thakle ekhonoi pore felun.

      By Nazmul Ahsan

      08 Mar 2021 09:57 PM

      Was this review helpful to you?

      or

      A great book

      By mustafizur rahman

      03 Mar 2021 05:41 PM

      Was this review helpful to you?

      or

      বেশ ভালো বই। কিশোরদের জন্য মানানসই। বাকিরাও পড়তে পারেন। হতাশ হবেন না।

      By Mohammed Nurul Absar Khan

      05 Feb 2021 03:37 PM

      Was this review helpful to you?

      or

      A marvelous example of novel and philosophy.This book worths reading.

      By Hussain Saddam

      18 Jan 2021 08:52 AM

      Was this review helpful to you?

      or

      l have read this book ?

      By Farhan Sadik

      09 Jan 2021 11:40 PM

      Was this review helpful to you?

      or

      interesting

      By MD. AL ZABIN ASIF

      30 Dec 2020 10:31 AM

      Was this review helpful to you?

      or

      THIS IS MY FAVORITE BOOK.

      By Amrita Shabnam

      29 Dec 2020 10:17 AM

      Was this review helpful to you?

      or

      Best book I've ever read

      By Rashedul Islam

      03 Dec 2020 01:31 PM

      Was this review helpful to you?

      or

      Good

      By M.D SADAT

      09 Nov 2020 06:34 AM

      Was this review helpful to you?

      or

      great book

      By Tahmid hasan mahin

      21 Jan 2020 04:02 PM

      Was this review helpful to you?

      or

      best novel

      By Rizal Fathoni Kabir

      07 Jan 2020 10:14 PM

      Was this review helpful to you?

      or

      Most of the lines from The Alchemist are wonderful, deep. They carry beautiful meanings, from the deepest philosophy of the universe. But the story seemed quite ordinary to me... the story went along very smoothly, but other than the motivational philosophies, the story is a very brief one. I really didn't feel like the best book of the planet while reading The Alchemist. Probably I'll have to read this again to find it out.

      By Tasnim Ara Mim

      07 Jan 2020 07:13 PM

      Was this review helpful to you?

      or

      ভালো ছিলো

      By Maisha Samiha

      25 Dec 2019 09:46 PM

      Was this review helpful to you?

      or

      Story of a Spanish shepherd who follows his destiny in search of treasure hidden by the Egyptian pyramids. He sells his sheep for having enough money to get to the pyramids but gets robbed midway. Years after years he goes through occurrences and learns the language of the world. He meets with a king, an Englishman, an alchemist and above all his love Fatima on the desert of Arab. You can never guess the finishing :v The book contains a quote of the writer Paulo Coelho which I previously thought an original of Sharukh Khan :p ---“And, when you want something, all the universe conspires in helping you to achieve it." However, a different read for me since long!

      By shawon

      13 Dec 2019 12:42 AM

      Was this review helpful to you?

      or

      It’s a great book.when some one read this book he will be learn outstanding knowledge.

      By Nayeem Islam

      03 Nov 2019 08:20 PM

      Was this review helpful to you?

      or

      This book left a big impression on me. While reading through the book you can tell that the author is wise, that he has lived a long time, because of the messages he shares through the characters in his story. It’s almost as if, while you’re reading it, you can imagine your grandfather telling it to you as if it’s a tale from his childhood. I always thought that novels were a waste of time because you never learn any “real life” lessons from them, but this book finally proved me wrong. The story itself is special. Even when I was 8 I never had an imagination quite like the author’s. There were a few times where I seriously couldn’t sleep, reading impatiently in the middle of the night to find out what happened next.

      By Sayeed Mohammad

      21 Oct 2019 10:30 PM

      Was this review helpful to you?

      or

      The alchemist is one of the most beautiful books I've read. There are some books that puts a long lasting impact on you, the alchemist can surely be put on that class. After reading this book it's a lot easier to believe in fate, which really is a strange thing. Love this book.

      By Tasnimul Islam

      19 Oct 2019 12:22 PM

      Was this review helpful to you?

      or

      বইটির পাতায়ে পাতায়ে আছে জীবনের চলার উপদেশ। যা আপনাকে আওনার জিবনকে অন্নভাবে দেখতে শিখাবে।

      By Arafat Jaman Adib

      15 Oct 2019 07:23 PM

      Was this review helpful to you?

      or

      This is one of the best book that I have read in my life.This book can change the readers mind and give e new aim in life.No word can describe that how impressive the book is!Everyone should read it minimum once....

      By Rayed Al Shad

      08 Oct 2019 10:19 AM

      Was this review helpful to you?

      or

      good

      By Fauzia Siddique

      01 Oct 2019 09:28 PM

      Was this review helpful to you?

      or

      Excellent book, everyone should read atleast once in a lifetime.

      By Mamun mia

      19 Sep 2019 07:06 PM

      Was this review helpful to you?

      or

      I have read this book. This book is something beyond imagination. One who have started this book can not stop unless finishing it. It creates an enormous possibility of enlarging your mind to a greater path. Please have a glance on this lovely book. Thank you.

      By Ahnaf Shakil

      17 Sep 2019 10:55 PM

      Was this review helpful to you?

      or

      বইটির প্রথম দিকের কিছু পাতা পড়েছি।অসাধারন শব্দশৈলী বইটিকে আলাদা পর্যায়ে নিয়ে গেছে। ইতিহাসে সর্বাধিক বিক্রিত বইগুলোর মধ্যে এটি অন্যতম। কিছু বই থাকে যা পাঠকের দৃষ্টিকোণের অনন্য পরিবর্তন ঘটায়, অপরূপ মুগ্ধতা ছড়ায় তার অসাধারন প্রতিভা দ্বারা।জ্ঞানের খোজে পথিক হওয়া একতরুণ রাখাল আর এক জ্ঞানী আলকেমিস্টকে নিয়ে এই বইটি লেখা।

      By Didarul Islam Riad

      16 Sep 2019 01:12 PM

      Was this review helpful to you?

      or

      The Alchemist is one of those books which deserves a space in everyone's bookshelf.

      By Azad

      14 Sep 2019 10:00 PM

      Was this review helpful to you?

      or

      সম্ভবত এই বইটির কথা আপনি কোথাও না কোথাও শুনেছেন। বইটি এতই চমৎকার যে বিশ্বব্যাপী জনপ্রিয় হতে দেরি হয় নি। খুবই ছোট একটি বই, পড়তে বেশি সময় লাগবে না। কথায় বলে না, ছোট মরিচে ঝাল বেশি! ছোট এই বইয়ের মেসেজটাই অন্তরের ভেতরে নাড়া দিয়ে বিশ্বাসের শক্তিকে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট।

      By BookHunter

      10 Jun 2021 03:48 PM

      Was this review helpful to you?

      or

      ☆☆☆☆☆

      By Dola saha

      04 Aug 2019 10:42 PM

      Was this review helpful to you?

      or

      one of the best book I have ever read in my entire life. the ending just blew my mind away. most unexpected ending ever.

      By Abdullah Miraz

      01 May 2019 01:15 PM

      Was this review helpful to you?

      or

      ভালো লেগেছে, নিজের স্বপ্নকে বাস্তবরূপ দান করতে একটি মেষপালক কিভাবে অনেক বাধাবিপত্তি পেরিয়ে মিশরে যায় এবং তার বাবার একটা কথা মিলে যায় শেষ এর দিকে, তবে একটা হাইপ তৈরি হওয়ার কিছু মনে হলো না

      By Md. Azmain Yousuf

      24 Feb 2019 05:33 PM

      Was this review helpful to you?

      or

      one of the best books that I ever read

      By tanzila

      11 Aug 2018 11:38 AM

      Was this review helpful to you?

      or

      the surprises the book gave me was beyond my expectation. I loved each of the bit. now I am dreaming of Pyramids at night the old broken church at Andalusia the desert the caravan, tea in crystal glass at top of the mountain aaaaah so amaziiing so beautiful and the insights! so thoughtful ♥

      By Fahim Arnob

      30 Mar 2018 09:16 PM

      Was this review helpful to you?

      or

      Had to give 5 *

      By Wazedur Rahman Wazed

      19 Dec 2017 09:59 PM

      Was this review helpful to you?

      or

      Every Few Decades a Book is Published that Changes the Lives of its Reader for Ever. Paulo Coelho's 'The Alchemist' is Such a Book and it has already Achieved the Status of a Modern Classic. ভাগ্য কি..? অনেকে বলে ভাগ্য পূর্ব নির্ধারিত তথা আমাদের জন্মের সাথেই সাথেই ভাগ্য নির্ধারিত হয়ে যায়। আবার অনেকে বলে ভাগ্য পরিবর্তন করা সম্ভব কেননা তুমি যতটুক পরিশ্রম আর কষ্ট করবে জীবনের তরে জীবন তোমাকে ততটুকুই দিবে তোমার তরে। যাই হোক, আপনি কি ভাগ্যে বিশ্বাসী..? কতটুক বিশ্বাসী...? ভাগ্যের সন্ধানে সব মায়া মমতা কাটিয়ে বাধা বিপত্তি পাড়ি দেবার মতো মনোবল আছে কি আপনার...? মানুষ কল্পনাপ্রিয়। তারা কল্পলোকে বা স্বপ্নলোকে আনন্দ খুঁজে বেড়ায়। কিন্তু কল্পলোক বা স্বপ্নলোকের এই আনন্দকে বাস্তবে রুপান্তর করা মোটেই সহজ নয়। এমনই এক স্বপ্নের উপর ভিত্তি করে নিজের ভাগ্যের সন্ধানে ছুটে চলা এক মেষপালকের কাহিনী নিয়ে বর্ণিত পাওলো কোয়েলহো'র দ্যা এ্যালকেমিস্ট। It's Called the Principle of Favorability, Beginner's Luck. Because Life Wants you to Achieve your Destiny......!!! কাহিনীচিত্র : আন্দালুসিয়ানের (Andalusian) কোন এক ভাঙ্গা গীর্জায় আকাশ বেয়ে নেমে আসা অন্ধকারে নিজের ভেড়ার পাল নিয়ে রাত্রিযাপনের জন্য আসে রাখাল সান্তিয়াগো (Santiago)। নিজের গায়ের ভারী জামাটা দিয়ে মেঝেটা পরিষ্কার করে মাত্রই পড়ে শেষ করা বইটাকে বালিশ বানিয়ে ঘুমের অতলে ডুব দেয় সান্তিয়াগো। সপ্তাহখানেক আগে দেখা স্বপ্নে ঘুম ভেঙ্গে যায় ছেলেটার। অনেক চিন্তার সাথে সাথে গেল বছরে উল বিক্রি করতে যেয়ে পরিচিত হওয়া বনিকের মেয়েটার কথাও ওর মনে পড়ে। একজন রাখাল হয়ে কিভাবে পড়ালেখা জানে তাইই অবাক করেছিলো মেয়েটাকে। আর সান্তিয়াগোর ভ্রমন কাহিনী গুলোও ভয় আর বিস্ময়ের সাথে সাথে ভালো লেগেছিলো মেয়েটার। সান্তিয়াগোর সেবারই প্রথম এমন কোন অনুভূতি হয় যা আগে কখনো হয়নি এক জায়গায় সারাজীবন কাটিয়ে দেয়ার ইচ্ছা। কিন্তু সান্তিয়াগো ভাবে এবার দেখা হলে মেয়েটাকে কি করে বলবে যে সান্তিয়াগো ষোল বছর পর্যন্ত পাঠশালায় পড়ালেখা করেছে আর তার বাবা মা চেয়েছিল যেন ছেলেটা হয় যাজক আর পরিবারে আসে সম্মান। কিন্তু সান্তিয়াগোর জীবনের লক্ষ্য ছিলো পরিভ্রমণ। ইশ্বর আর পাপ সম্পর্কে জানার চাইতে পৃথিবীকে জানাটাই বেশী গুরুত্বপূর্ণ মনে হয়েছিলো সান্তিয়াগোর। তাই একদিন বুকে সাহস নিয়ে বাবাকে জানায় ব্যাপারটা। বাবা জানায় ব্যাপারটা অনর্থক। জীবন পরিবর্তনের জন্য মানুষ ভ্রমণ করে অথচ দিন শেষে সবাই একা।তারপরও বাবার আশীর্বাদ পড়ে ছেলেটার উপর। ঘুম থেকে উঠে এসব ভাবনার সাথে সাথে স্বপ্নটার কথাও মনে পড়ে ছেলেটার। সাথে সাথে এও মনে পড়ে তারিফায় (Tarifa) এক বয়েসি মহিলা আছে যে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে থাকে। তারিফার (Tarifa) সে স্বপ্নদ্রষ্টা বয়েসি মহিলা সান্তিয়াগোকে জানায় মিশরের পিরামিডের পাদদেশে আছে যা গুপ্তধন যা শুধুমাত্রই সান্তিয়াগোর অপেক্ষায়। সান্তিয়াগো বিশ্বাস করে না কিন্তু সেই বয়েসি মহিলা আরো জানায় স্বপ্ন ব্যাখ্যার পারিশ্রমিক হিসাবে গুপ্তধনের দশ ভাগের এক ভাগ দিতে হবে মহিলাকে। সান্তিয়াগো তার বাসা থেকে বের হয়ে শহরের মূল চত্বরে এসে বসে একা। সান্তিয়াগো যখন হাতে থাকা বইটায় মনোযোগ দিয়েছে ঠিক তখনই এক অদ্ভুত মধ্য বয়েসি লোক এসে বসে ওর পাশে। কথা বলতে বলতে মধ্য বয়েসী লোকটা জানায় সে সালেম দেশের রাজা আর সে জানে কোথায় আছে সান্তিয়াগোর গুপ্তধন কিন্তু বিনিময়ে তাকে দশটা ভেড়া দিতে হবে। বেমালুল ভুলে যাওয়া ব্যাপারটা আবার মাথাচাড়া দেয় সান্তিয়াগোর মনে। সান্তিয়াগো সিদ্ধান্ত নেয় গুপ্তধনের উদ্দেশ্যে চুটে চলার। আফ্রিকার তাঞ্জিয়ার (Tangier) এক মদের দোকান থেকেই শুরু হয় সান্তিয়াগোর গুপ্তধনের উদ্দেশ্যে যাত্রা। চোরের কবলে পড়ে এক স্ফটিক ব্যবসায়ীর সাথে পরিচয় হয় ছেলেটার। এখানেই জানতে পারে মাকতুব এর কথা, ভাগ্যের কথা, ভাগ্যের অন্বেষণ এর কথা আর জীবন সম্পর্কে। বেশ মোটা টাকা জমিয়ে স্ফটিক ব্যবসায়ীর থেকে বিদায় নিয়ে পিরামিডের উদ্দেশ্যে পা বাড়ায় সান্তিয়াগো। পথিমধ্যে পরিচয় হয় এক ইংরেজের সাথে যে কিনা এ্যালকেমিস্টের সন্ধানে বেড়িয়েছে। যাত্রা পথে সে একজন এ্যালকেমিস্টকে পায় যে কিনা বিশ্বের না বলা ভাষা সম্পর্কে বলে, যে বিশ্ব আত্মার কথা বলে, যে পরমাত্মার কথা বলে, যে ভালোবাসার কথা বলে। সান্তিয়াগো ভালোবাসা পায় ফাতিমাকে পায়। এদিকে মরুভূমিতে যুদ্ধ বেধেছে। সামনে প্রতিকূল অবস্থা। সামনে এগিয়ে যাওয়া মানেই নির্ঘাত মৃত্যু আর পেছনে ফাতিমার কোমল চেহারাটা। সামনে গুপ্তধনের আশা বিশ্বজয়ের আশা বিশ্বের ভাষা বুঝার জানার প্রেরণা কিন্তু পেছনে ফাতিমার ভালোবাসা। সামনে ফিলোসফার'স স্টোনের দেখা পাওয়া আর এ্যালকেমিস্টের তত্ত্ব জানা আর পেছনে ফাতিমার সাথে মরুভুমিতে সুখের সংসার। সান্তিয়াগো কি করবে এখন....? ফাতিমাকে ছেড়ে অজানা গুপ্তধনের উদ্দেশ্যে পা বাড়াবে বিপদসংকুল মরুভূমির পথে নাকি ফাতিমার কাছে থেকে যাবে...? কি করবে সান্তিয়াগো এখন...? সত্যিকার অর্থেই কি সান্তিয়াগো সেই গুপ্তধনের সন্ধান পায়...? সান্তিয়াগো কি গুপ্তধনের জন্য যুদ্ধবিগ্রহ মরুভূমি পাড়ি দিতে পারে...? সান্তিয়াগো কি ফেলে যাওয়া মরুভূমির মেয়ে ফাতিমাকে নিজের করে পায়...? শেষ অবধি কি হয় সান্তিয়াগোর আর এই উপন্যাসের তা জানতে হলে আপনাকে অবশ্যই হারিয়ে যেতে হবে পাওলো কোয়েলহো'র জাদুবাস্তবতা আর তার প্রভাবে। 'দ্যা এ্যালকেমিস্ট' সত্যিকার অর্থেই একটি মডার্ণ ক্লাসিক। লেখক প্রসঙ্গ : পাওলো কোয়েলহো'র জীবনটা এতটাও সহজ ছিলো না। লেখালেখির ভুত মাথায় চাপাতে তাকে পরিবার থেকে দু দুবার মানসিক হাসপাতালে পাঠানো হয়। এরপরের জীবনগুলোও ছিলো কষ্টের আর সেই ভাগ্য যা কোয়েলহোকে কখনোই সাপোর্ট করে নি। কিন্তু তাই বলে থেমে থাকেনি কোহেলহো সান্তিয়াগোর মতো ছুটে গিয়েছিলো নিজের গুপ্তধনের সন্ধানে। আজ সে ব্রাজিলিয়ান অন্যতম সাহিত্যিক যার বই বিশ্ব বেস্ট সেলারের মর্যাদা পেয়েছে। আধ্যাত্মিকতা বাস্তবতা আর জীবনচর্চা তার লেখার মূল প্রতিপাদ্য বিষয়। অনুবাদ প্রসঙ্গ : যদিও আমি ইংরেজী পেপারব্যাকই পড়েছি তাও বাংলা অনুবাদটা হাতে ধরেছিলাম কিন্তু দুই এক লাইন পড়ে মনে হয়েছে ইংলিশে যা বুঝেছি অনুবাদ পড়লে তাও ভুলে যাবো। অনুবাদটা ভালো হয়নি। অনুবাদকদের প্রতি যথেষ্ট সম্মান দেখেই বলছি এত ভালো একটা সাহিত্য অথচ অনুবাদটা :( কিছু ভালো লাগা কথা.....!! # When you Want Something, All the Universe Conspires to Help you Achieve it. # It's Not What Enters Men's Mouths that's Evil, It's What Comes Out of their Mouths is. # Love Never Keep a Man from Pursuing his Destiny, if he Abandones that Pursuit, it's because. it wasn't True Love. # There is Only One Thing that makes a Dream Impossible to Achieve : The Fear of Failure. # No Matter What he Does, Every Person on Earth Plays a Central Role in the History of World and Normally he doesn't know it. কিছু কিছু বই আছে যা মানুষকে নতুন করে বাচতে শেখায়, নতুন করে জীবনকে চেনায়, জীবনের কণ্টকাকীর্ণ পথগুলোতে কিভাবে নিজেকে স্থির রাখতে হয়, হতাশাগ্রস্ত জীবনটাকে কিভাবে নতুন রুপে সাজিয়ে নেয়া যায় তারই কথা বয়ান করে। 'দ্যা এ্যালকেমিস্ট' এমনই একটা অনুপ্রেরণামূলক বই। যারা এখনো পড়েননি নির্দ্বিধায় পড়তে পারেন।

      By Rima Sarmin

      01 Nov 2017 06:36 PM

      Was this review helpful to you?

      or

      ভাগ্য কি? আপনি কি ভাগ্যে বিশ্বাসী? কতটুকু বিশ্বাস করেন? এতটাই বিশ্বাস করেন কি যে এর জন্য সব ছেড়ে এবং সব বাধা বিপত্তি জয় করে লক্ষ্যে পৌছাঁনোর মতো মনোবল আছে আপনার? মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে. কল্পনার জগতে সে আনন্দ খুঁজে পায়. কিন্তু সে স্বপ্ন বা কল্পনাকে বাস্তব করার পথটি যতটা সহজ ভাবা যায় ততটা সহজ না. এমনই নিজের স্বপ্নের উপর ভিত্তি করে নিজের ভাগ্য অন্বেষনে বেড়িয়েছিলো সান্তিয়াগো. আদালুসিয়ানের (Andalusian) রাখাল বালক সান্তিয়াগো (Santiago) ভ্রমন করতে চায়. কিন্তু তার বাবা তাকে বলে এ বিষয়টি অনর্থক. অনেকেই জীবন পরিবর্তনের জন্য ভ্রমন করে কিন্তু দিন শেষে তারা সেই একই রকম থাকে. কিন্তু সান্তিয়াগো জানে সে নিজের ইচ্ছা পূরনের ব্যাপারে হাল ছাড়বে না. তারিফা (Tarifa) নামক এক স্থানে একজন নারীর কাছে যায় সান্তিয়াগো যে কিনা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে. সে সান্তিয়াগোর কথা শুনে তাকে জানায় যে, মিশরের পিরামিডে সান্তিয়াগো মূল্যবান সম্পদ খুজেঁ পাবে যা তাকে ধনী করবে. কথাটি অনেকটা হেসে উড়িয়ে দেয় সান্তিয়াগো. কিন্তু স্বপ্ন ব্যাখ্যাকারী মহিলাটি সে সম্পদের দশ ভাগের এক ভাগ চায় যা তাকে আশা দেয়. এরপরেই নিজের যাত্রার জন্য প্রস্তুত হয় সান্তিয়াগো. এরপর থেকেই বিভিন্ন বাধার মুখে পড়তে থাকে সে. দেখা হয় অনেকের সাথে. কেউ তার জন্য ছিলো মঙ্গলজনক আবার কেউ তাকে ফেলে দেয় বিপদে. শেষ পর্যন্ত কি সম্পদের দেখা পায় সে. নাকি সম্পূর্ন বিষয়টি ছিল আধ্যাত্মিক কিছু. ************** আমার মতে, অনুপ্রেরনামূলক বইগুলোর মধ্যে সেরা বই The Alchemist. বইয়ের প্রতিটি পাতায় পাতায় আছে হার না মেনে লক্ষ্যে পৌছাঁনোর বার্তা. যে কোন কিছু পেতে হলে ভীত না হয়ে সাহসিকতার সাথে এগিয়ে যাওয়ার গল্প এটি. ভয়কে জয় করার গল্প. মানব জীবন উথান পতনের মধ্য দিয়ে এগিয়ে যায়. ভালো সময় আমাদের আনন্দ দেয় এবং খারাপ সময় আমাদের শিক্ষা দেয়. সান্তিয়াগোর গল্পে আলাদীনের জাদুর কুপি ছিলো না. তার ইচ্ছা পূরনের জন্য ছিলো না কোন দৈত্য. কিন্তু তার ছিল নিজের প্রতি অগাধ বিশ্বাস এবং ইচ্ছাশক্তি যা তাকে হতাশ করেনি কখনো. তাই আর কিছু না হলেও এ বই পড়ে জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার মনোবল আরো দৃঢ় হয়ে যায়. এছাড়া পুরো বই জুড়ে রয়েছে অসাধারন সব উক্তি.

      By Md. Rafid Al Nahiyan

      02 Aug 2024 06:53 PM

      Was this review helpful to you?

      or

      বইয়ের ভিতরের কথা এখানে বলবো না। ইউটিউবে দেখে নিন, অনেক সুন্দর রিভিউ পাবেন। উল্লেখ্য যে বইটি টানা ৩০০ সপ্তাহ বিশ্বে বেস্ট সেলার বইয়ের মধ্যে এক নম্বরে ছিলো। রিভিউ শুনে আমি ৫/৫ দিবো। তবে এখানে কথা হবে বইয়ের লেখা বাদে আনুষাঙ্গিক বিষয় নিয়ে। যেহেতু বিদেশি বই, এবং অরিজিনাল তাই দামটা একটু বেশিই বলা চলে। পেপারপ্যাক কভার। পেইজ মোটামুটি ভালোই। স্মেলটা অসাধারণ। তবে যাদের অরিজিনাল বই কালেক্ট করার সখ, তারা নিঃসন্দেহে কিনতে পারেন।

      By Tanzim Ahmed Jayan

      30 Jan 2024 04:11 PM

      Was this review helpful to you?

      or

      super . if you know English and want to read some word of wisdom then this the best you’ve got .

      By Dr Md Akhtarul Islam

      14 Jul 2021 02:23 PM

      Was this review helpful to you?

      or

      No word I have to define this book!!!!Just Marvellous book of a great writer of all time,Paulo Coelho.As the world says, I also say,’ You must read The Alchemist.’

      By MD. Rashedul Islam Rashed

      28 Sep 2019 08:02 PM

      Was this review helpful to you?

      or

      This book is very inspiring and what I really need right now to motivate myself with my everyday endeavors. In the end the boy in the story who was searching for his treasure, despite the long travels and experiences, find his treasure not in the place where he suspected it to be, but in the place where he came from. It's just pretty ironic that what have you looking for is in the end is just beside you right from the beginning. It's just that what he learned and discovered from his travel is another treasure that he should realize in order to appreciate himself and the things around him. A very inspiring and positive book, it actually gives me hope that the things that I aspire for will in the end I would achieve if only I strive hard and don't lose hope until I get it. Sometimes the detours and the problems that we face now were later on in our life will make sense and when you remember that moment especially if you had overcome it you will know that you are thankful for that to happen because in the end you would learn something from it.

      By md.ali lingkon

      14 Sep 2019 10:41 PM

      Was this review helpful to you?

      or

      পাওলো কোয়েলহো এর দ্যা আলকেমিস্ট বইটি আপনাকে উৎসাহিত করবে জীবনকে নতুনভাবে দেখার, নতুন করে শুরু করবার জন্য। মানুষ কিসের পিছনে ছুটে চলে কিসের জন্য বেচে থাকে এমন অনেক প্রশ্নের উত্তর ই ছড়িয়ে আছে বইটির প্রতিটি পাতায়। বইটি মর্ডান ক্লাসিক এর এক অনন্য নিদর্শন। আশা আকাংখা অতৃপ্তি সর্বোপরি মানুষকে নিয়ন্ত্রণকারী রিপুগুলোকে লেখক অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন।

      By Wahida Akhtar Sanna

      13 Aug 2019 03:26 PM

      Was this review helpful to you?

      or

      "The Alchemist" - Paulo Coelho. নাম শুনে মনে হতে পারে রসকষহীন রসায়ন সংক্রান্ত কোনো কাহিনী এর উপজীব্য! কিন্তু কাহিনী শুরু হয়েছে সান্তিয়াগো নামের এক রাখাল বালককে নিয়ে, যার একটা স্বপ্ন, একটা লক্ষ্য আছে! সে স্বপ্নের পেছনে সে ছুটবে কি ছুটবে না?নাকি আর দশটা গতানুগতিক রাখালবালকের মত নিজের জীবন নিয়েই সন্তুষ্ট থাকবে? এসব নিয়েই ঘটনা এগিয়ে গেছে। "When you want something, all the universe conspires in helping you to achieve it." - নানা চরিত্রের মাধ্যমে এমন মোটিভেশনাল উক্তি এবং সেগুলো সান্তিয়াগোর বিভিন্ন সময়ে স্মৃতিচারণ, তার স্বপ্নের পথে আগানোর পথে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। মানুষের মধ্যে যখন নিজের কাজ-জীবন নিয়ে আত্মতুষ্টি চলে আসে তখন সে নতুন কোন সংগ্রাম/স্বপ্নের পেছনে ছোটা বন্ধ করে দেয়। তখন মানুষ হয়ে ওঠে সুখী মানুষ। সুখী হতে খুব বেশি কিছু লাগে না - যেমন সত্য, স্বপ্নের পেছনে না ছুটতে জানলে সফলতার মুখ দেখা যায় না - এটাও সত্য। গল্প চলতে চলতে সান্তিয়াগোর প্রেম হয় ফাতিমার সাথে, সান্তিয়াগোর মনে হয়, "without such love, one's dreams would have no meaning." সে তার স্বপ্ন বাদ দিয়ে ফাতিমাকে নিয়ে সুখী হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু মরুভূমির মেয়ে ফাতিমা তাকে বলে, " love would never keep a man from his destiny." "If I am really a part of your dream, you'll come back one day." তাই ফাতিমাকে ফেলে সান্তিয়াগোকে আবার ছুটতে হয় তার স্বপ্নের পেছনে। ফাতিমা অপেক্ষায় থাকে তার ফেরার, আর সান্তিয়াগো ভাবে, "Men dream more about coming home than about leaving." শেষ পর্যন্ত সান্তিয়াগো সফল হয় নাকি ব্যর্থ? ফাতিমার সাথে তার প্রণয় পরিণতি পায় কি না? - জানতে হলে বইটা পড়তে হবে। তবে সব ছাপিয়ে বেশি ছুয়ে যায় পাওলো কোয়েলহোর লেখনির জাদু!?

      By Md. Hasan Al Mamun

      09 Aug 2019 12:50 PM

      Was this review helpful to you?

      or

      At first, i bought the Bengali version of this book. I read that book twice in a week just to understand what I have just read because it was hard to grasp all the things written in the book. Then I thought I should buy the English version because I was feeling there are some translation mistake. I read that english version twice as well. And now I have come to this conclusion that this book should be read after every 6 month or 1 year. And thus it will keep unraveling our layer of mind.

      By Arhan Ashab Hasan

      11 Aug 2022 09:10 PM

      Was this review helpful to you?

      or

      I’m a kind of Person who didn’t use to read books at all. I wanted to change myself and started reading books. I started with The Alchemist. A Philosophy and Fiction book which has described many important concepts of life through its amazing story. 5 out of 5 Any day Any time!! Must Recommended for those who want to change themselves and find their purpose in life.

      By Md Samiul Hasan

      26 May 2022 10:13 AM

      Was this review helpful to you?

      or

      An extraordinary story about following one's dream. Explains life from a different perspective which is not easy but appealing.

      By MD Imran

      04 Nov 2021 07:19 PM

      Was this review helpful to you?

      or

      For bargainers I would Say about one thing it was amazing experience for me to practice improve reading skills and also you will get mysterious things. By the the order delivery Taking long time, please fix that problem, when customers get any books if you have starting Gift with Books.. that will be benefit for us

      By Yousuf Azad

      17 Mar 2020 04:35 PM

      Was this review helpful to you?

      or

      be honest and say it with me: "this is not a great piece of literature" and let go of that long hold sigh. feels good doesn't it! you are not alone. Paulo is the name you hear from wannabe lit fans.

      By Sakibur Rahman

      02 Feb 2020 12:37 AM

      Was this review helpful to you?

      or

      'The Alchemist' book is my first experience to read English book. And specially in the story of shepherd boy. Because every man has a own destiny but maximum people can't go his own path. We are gone to dogs to follow by others. And fear is also responsible for this. Despite being hundreds of responsibilities, how can you focus and follow your dream 'The Alchemist' book will help you? Because this book has some important theory to achieve a man's destiny.

      By Nur Farhan Shariar Pranto

      21 Apr 2020 01:27 PM

      Was this review helpful to you?

      or

      A book which teaches to follow dreams.This book helps us to understand to understand the importance of following dreams. One can really enjoy reading it

      By Naim

      12 Nov 2019 12:05 PM

      Was this review helpful to you?

      or

      Boi porata amar shokh-er o valolagar bisoy . Sai shokh o valo laga hote amra gore tulesi amader office library . Thanks Rokomari amader sokol boi thik quality te ena dewar jonno . And aro thanks alokito bangladesh gorar proyash newar jonno . Thanks the all team member of Rokomari .

      By Saadman Shahad

      19 Apr 2019 09:03 PM

      Was this review helpful to you?

      or

      I tried to find any adjective which can describe the book but Alas! I failed. It's quite impossible for me to describe the book. Everybody should read the book, shouldn't they? I read the book and thought for a while was it really a book? How on the earth a book can be so wonderful! Thank you Coelho sir for writing a book like this. I will tell everyone to buy and read this book.

      By Turzo Zahid

      22 Jan 2018 04:43 PM

      Was this review helpful to you?

      or

      One of my friends told me, whenever you read the "The Alchemist," you should take some notes. I said to him, I always do this for every book I read. After completing half of the "The Alchemist", I realized if I take half of the book to notes, It still will not be enough. People often ask me, which book should I read, otherwise life will be in vain. I always tell them if you don't read books, never your life will be in vain. But, you have to read books to understand your life, to understand you. I found "The Alchemist" better than any books till now, which will help you to follow your dreams, to follow your destiny, to follow your omens. Even know your destiny. The best quote from The Alchemist: "When you want something, all the universe conspires in helping to achieve it."

      By Shahriar Alam Patwary

      12 Nov 2019 09:09 PM

      Was this review helpful to you?

      or

      The Alchemist is definitely one of the most impactful books I have read till now.It shows us the reality of life and our dreams in a quite well narrated adventure.Its like one of the best classic fictions out there (at least to me it is) and I would definitely recommend anyone to read this.

      By Tawfiq Ahmed

      19 Oct 2018 11:00 AM

      Was this review helpful to you?

      or

      "When you really want something, the whole universe conspires in helping you to achieve it." There are too many things one can learn from “The Alchemist”. This book is very inspiring and what I really need right now to motivate myself with my everyday endeavors.

      By Anik Kumar Chakrabortty

      08 Mar 2018 12:27 AM

      Was this review helpful to you?

      or

      জগত বিখ্যাত বই, অসাধারন। এক্সপেক্টেশনকেও ছাড়িয়ে গেছে। বইয়ের প্রিন্ট ছিলো খুবই ভালো, ঝকঝকে। রকমারিকে ধন্যবাদ দ্রুত ডেলিভারির জন্য।

      By Shafia Afrin Abritty

      17 Jan 2017 02:57 PM

      Was this review helpful to you?

      or

      #রকমারি _বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বইয়ের নামঃThe Alchemist লেখকঃPaulo Coelho আলকেমি কে বলা হয় বিশ্বের সবচে প্রাচীন জ্ঞান গুলোর একটা ।মূলত ধাতুর বিশুদ্ধিকরণ,রূপান্তর এর সাথে সম্পর্কিত জ্ঞানকে সাধারণ ভাষায় আলকেমি বলা হয়।বলা হয়ে থাকে কোনো কোনো আলকামিস্টরা নাকি যেকোনো ধাতুকে সোনায় রূপান্তরিত করতে পারতেন।বিজ্ঞানী নিউটনও নাকি আলকেমি নিয়ে খুব কৌতুহলি ছিলেন,সময়ও দিয়েছিলেন। আলকেমি নিয়ে এই কয়েকটা তথ্যই আসলে বইটার প্রতি আকর্ষিত করার জন্য যথেষ্ট।কিন্তু বইটা আসলে আলকেমি বা কোনো আলকেমিস্টকে নিয়ে না।বইটা একটা ছেলেকে নিয়ে যার নাম সান্তিয়াগো যাকে পুরো উপন্যাসেই সম্বোধন করা হয়েছে 'the boy' হিসেবে।ছেলেটি আর তার গুপ্তধন খোঁজার বিশাল যাত্রা নিয়ে উপন্যাস।কাহিনী ইউরোপের আন্দালুসিয়া থেকে,আফ্রিকার বিশাল সাহারা মরুভূমি হয়ে থামবে মিশরের পিরামিডে। আসলে পুরো বইটাই একটা রূপক।বইটা পড়ার সময় একজন তার নিজেকে ,তার স্বপ্নের জন্য চেষ্টাকে দেখতে পাবে।বইয়ের সবচেয়ে সুন্দর শব্দটা হল-'Personal legend'।গুপ্তধনের আড়ালে আসলে একজনের 'Personal Legend' কে খোঁজার গল্প এটা।পার্সোনাল লিজেন্ড হল সেই কাজ যার জন্য একজন পৃথিবীতে আসে।চেষ্টার পথে প্রথমে সবকিছু কিছুটা সহজ থাকে যাকে বলে বিগিনার্স লাক।তারপরি সবকিছু কঠিন হওয়া শুরু করে।হাজারটা পরীক্ষা নেয়ার পরই পৃথিবী কাউকে তার লক্ষ্যে পৌঁছাতে দেয়।সাফল্যের জন্য এই পথে সবসময় নিজের মনের কথা বুঝতে হবে আর হাল ছাড়া যাবে না কখনোই। 'The Alchemist' কোনো ধাতুকে পরিশুদ্ধ করে সোনা বানানোর কাহিনী না।একজন সাধারণ মানুষের মনকে বিশুদ্ধ করে ,তাকে আরো ভালো মানুষে রূপান্তর করার কাহিনী।

      By Mishu

      25 Sep 2016 11:34 AM

      Was this review helpful to you?

      or

      Paulo Coelho's enchanting novel has inspired a devoted following around the world. This story, dazzling in its powerful simplicity and inspiring wisdom, is about an Andalusian shepherd boy named Santiago who travels from his homeland in Spain to the Egyptian desert in search of a treasure buried in the Pyramids. Along the way he meets a Gypsy woman, a man who calls himself king, and an alchemist, all of whom point Santiago in the direction of his quest. No one knows what the treasure is, or if Santiago will be able to surmount the obstacles along the way. But what starts out as a journey to find worldly goods turns into a discovery of the treasure found within. Lush, evocative, and deeply humane, the story of Santiago is an eternal testament to the transforming power of our dreams and the importance of listening to our hearts.

      By mithun sarker

      29 Sep 2016 11:34 PM

      Was this review helpful to you?

      or

      The thing that makes a human being immortal is not to achieve the destination or to attain a goal. The thing that builds a man eternal is the journey through his life. The journey towards mere destination but more eternity makes a man immortal. The story is about such a boy named Santiago who found his greatest treasure of eternity through his journey in a desert. The boy was a shepherd near the pasture of Andalusia, a city of Spain. One night he came to awake having a dream of hidden treasure which was instructed beneath the land of desert near Pyramids. He consulted about the dream with a gypsy astrologer and the astrologer woman stirred him to pursue the dream over desert. When he was hesitated to follow the gypy , he met with a king named Melchizedek and came to know about the Universal Soul by that every soul of every living being is concerned. He agitated him more to pursue with his magic and spirituality. Finally the boy made up his mind to follow the omens to grasp the the Universal Soul of the world. In his long journey he met with some people such as the crystal merchant, the English man, the alchemist and of course Fatima, the love of his life discovered through the journey of pursuing his dream of hidden treasure. Each person had made apparent mark in the time of his journey and turned his every moment of journey as treasure. The lessons from them specially from the alchemist converted the boy as a master of alchemy by perceiving his connection with Universal Soul. But did there any treasure truly exist? Had the boy achieved the treasure? What is the biggest treasure of a human life? If You want to know, You must read the masterpiece of Paulo Coelho, The Alchemist. Favorite quotes: ♦ “When you want something, all the Universe conspires in helping you to achieve it.” ♦ “The secret of life, though, is to fall seven times and to get up eight.” ♦ “Remember that wherever your heart is, there you will find your treasure.”

      By Ar-Rafi

      01 Sep 2021 03:55 PM

      Was this review helpful to you?

      or

      This is a magnificent piece of writing about dreams, magic and fate. This books teaches us the importance of self-confidence, introspection, overcoming hardships, pushing yourself beyond the limits of your comfort zone and the unexplainable value in coming to realize your fullest potential. This book will cause you to reflect on your own goals and aspirations, making you ask why it is that you hold yourself in cages of comfort and familiarity when you have the potential to accomplish such great things.

      By Sharmin Hossain

      25 Sep 2016 01:10 PM

      Was this review helpful to you?

      or

      It's not everyday you find an author who's fiction has sold more than 65 million copies world wide and of course one doesn't need to review when the work speaks for itself. Getting down to the story itself - The story is about the journey of an Andalusian shepherd boy named Santiago and his escapades which will involve life's ups and downs along with the priceless rewards life offers for one who stands till the end. Santiago, believing a recurring dream to be of higher purpose, decides to travel to a nearby town to discover its meaning. A gypsy woman tells him that there is treasure in the Pyramids in Egypt. So he starts his adventure which will change his life forever. I've to be honest, it seemed a bit too religious for my liking when I started and I did find myself getting a wee bit bored in the first couple of chapters. But I don't remember at what point, I was hooked on to the book and I finished it in one sitting. Soon after I finished the book, I felt a silence and a sense of awe in me. I consider good writing to be something that offers a positive change and evokes positive emotions. This book did just that bringing back the best of positive emotions- love and hope. In a way, I could say The Alchemist re-ignited my rusty-dreams back into action. There is a lot to learn from the story and it is going to take a bit to process it. I would say you'll need to take the reading lightly - Just read it till the end with an open mind and let the story sink into your subconscious. Whether you like it or not, be assured for a positive change - it will come to you, just keep your mind open. We all take hits in life and we need those things that will trigger all the positive emotions to come back stronger and more alive. The Alchemist is one of those life-altering things.

      By Mushfiqur Rahman Sadi

      19 Oct 2019 01:12 PM

      Was this review helpful to you?

      or

      বইটি কেনার আগে যখন কয়েক পাতা পড়েছিলাম, তখনই বইটি আমায় আকৃষ্ট করেছিলো। বইটির গল্প খুবই অসাধারণ। পাঠককে রোমাঞ্চ, অন্য দেশের সংস্কৃতি সম্পর্কে ধারণা, টান টান উত্তেজনা, অনুপ্রাণিত করতে বইটির জুড়ি নেই। পৃথিবীর সর্বাধিক বিক্রিত বইগুলোর মধ্যে একটি এটি। গল্পটি এতই মনোমুগ্ধকর যে আমি দিনে প্রায় ২-৩ ঘন্টা করে কয়েকদিনের মধ্যেই বইটি পড়ে শেষ করে ফেলি।

      By Jimy

      25 Sep 2016 03:35 PM

      Was this review helpful to you?

      or

      Wonderful book ! It's the story of a shepherd boy, who fulfills his destiny against so many odds, just by believing in his dreams and following his heart.. He journeys to the exotic markets of North Africa and then Egyptian desert. He is looted, beaten.., but he never stopped and again started from scratch..... Story shows that we can learn from everything and everyone which is around us, for boy one of the important teacher was his camel driver, for us it can be our driver or beggar which we find daily in our bus stop or our pet. Story tells that there are many fears revolving around us like loosing wealth or job or girlfriend , which are not letting us to listen to our heart and fulfill our destiny and live more enriched life. Further it shows how everyone and everything has specific role in his life, which cannot be played by other, as work of iron plough cannot be done by gold one. Further it also tells about true love, one which never helds you back while fulfilling your destiny, it will help us to find our own Fatima... "one is loved because one is loved, no reason is needed for loving." If you have come so far reading my review, then this is a good omen, follow your heart...., buy this book, mark my words after reading this book, you will be thankful to me... Follow your heart.... Must buy...

      By Md. Robiul Islam

      24 Sep 2016 05:45 PM

      Was this review helpful to you?

      or

      Best One! The book has been translated into 61 languages, has sold more then 30 million copies worldwide, and, people are beginning to ask: What`s the secret behind such a huge success? The only honest response is that I don`t Know. All I know is that, like Sanitiago the shepferd boy, we all need to be aware of our personal calling.

      By Saroar

      24 Sep 2016 05:25 PM

      Was this review helpful to you?

      or

      Good Book

      By Sinthia

      18 Feb 2013 11:29 PM

      Was this review helpful to you?

      or

      It is one of the best book I ever read back in my school days. The reader will definitely feel the change this book will bring to his/her life. Each and every line is written so thoughtfully that you will feel lost in its world, even after you finish reading it. :)

      By Marufa Akter Swarna

      24 Sep 2016 05:58 PM

      Was this review helpful to you?

      or

      পাওলো কোয়েলহো বিশ্ব সাহিত্যের শক্তিমান লেখকদের মধ্যে অন্যতম। 'The Alchemist' তাঁর রচিত সেরা বই। পৃথিবীর সর্বাধিক বিক্রীত বইয়ের তালিকায় স্থান করে নিয়েছে বইটি। এছাড়াও, কোন জীবিত লেখকের সর্বাধিক ভাষায় অনূদিত হওয়া বই হিসেবে এ বইটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। অসাধারণ একটি বই!!!

      By Shahad Ishraq

      01 Feb 2013 06:35 PM

      Was this review helpful to you?

      or

      "The Alchemist is a beautiful book about magic,dreams and the treasures we seek elsewhere and then end on our doorstep." -Madonna কিছু বই থাকে যা পাঠকের জীবনের প্রতি দৃষ্টিকোণ পাল্টে দেয়;বুকে আশা,সাহস আর যাদুকরী এক মুগ্ধতা ছড়িয়ে দেয়।এটি তেমনই একটি বই। জ্ঞানের খোঁজে পথিক হওয়া এক তরুণ রাখাল আর জ্ঞানী ও অভিজ্ঞ এক এলকেমিস্টকে নিয়ে রূপকথার আবেশে লেখা অসাধারণ এই রূপক উপন্যাস। আন্দালুসিয়ান রাখাল বালক সান্তিয়াগো।তার স্বপ্ন পৃথিবীকে ঘুরে দেখার,অমূল্য গুপ্তধন খুঁজে পাওয়ার।তাই সে পথে বের হয়।তানজিয়ারের ব্যবসা কেন্দ্র আর মিসরের মরুর মাঝ দিয়ে তার এই যাত্রায় সে দেখা পায় জ্ঞানী এলকেমিস্টের। সবার সত্তার ভেতরে থাকে একটি লক্ষ্য।এই লক্ষ্যের পিছনে ছুটতেই মানব চিত্ত খুঁজে পায় মুক্ত আনন্দ।কিন্তু সে ছোটার পথ সহজ হবে তা চিন্তা করা ভুল।পথে থাকবে বাঁধা।থাকবে বিশ্বাসঘাতকতা আর শত অনাকাঙ্খিত উপদ্রব।এরা জীবনে হতাশা নিয়ে আসতে চাইবে।কিন্তু মনে আশা নিয়ে এগিয়ে যেতে হবে। সে কাজে সাহায্যও আসবে। আর এইযে এক বৈচিত্রে ভরা বন্ধুর পথ, এর শেষে দাঁড়িয়ে আছে সেই যাদুকরী ব্যাপারটি,সাফল্য। বইটি পাঠককে এক মোহে আচ্ছন্ন করবে।বইটিযাদুকরী ব্যাপারটি,সাফল্য। বইটি পাঠককে এক মোহে আচ্ছন্ন করবে।বইটি নাড়া দেবে পাঠকের জীবনবোধে।বিশ্বব্যাপী সাড়া জাগানো বইটি তেষট্টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে।বিক্রি হয়েছে ৩০ মিলিয়ন কপির বেশি। চিন্তা আর কল্পনায় অনুরণন সৃষ্টি করার মত একটি বই।মনে গেথে রাখার মত একটি বই।

      By Abu Mohammed Raisuddin

      20 Nov 2012 09:56 AM

      Was this review helpful to you?

      or

      I have read the few pages of this book while I was in one of my colleagues house. I was thrilled and decided to by the original copy of the book as a token of my liking rather than a Nilkhet's photocopy. I had received this book yesterday from Rokomari. This book is really great.

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!