User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Very good.
Was this review helpful to you?
or
ভালো প্রিন্ট
Was this review helpful to you?
or
‘দুধভাতে উৎপাত’ গল্পে নিম্নবর্গের ক্ষুধা-দারিদ্র্য, উচ্চবর্গের শোষণ, বঞ্চনা ও কট‚ক্তিই প্রধান বিষয় হয়ে উঠেছে। আমাদের মৌলিক চাহিদার মধ্যে খাদ্য একটি প্রধান অনুষঙ্গ, আর এর খোঁজ করে আখতারুজ্জামান ইলিয়াসের চরিত্র; খেতে না পেয়ে মারা যায়। চরিত্র নানা কৌশল অবলম্বন করে ক্ষুধা-দারিদ্র্যের হাত থেকে বাঁচার জন্য। পরিবারের খাদ্য সংকট দূর করার জন্য পরিবার প্রধান কসিমুদ্দিন ঘর ছাড়ে। এ গল্পটিতে লেখক দুধের অনটনের সঙ্গে সঙ্গে জানিয়ে দেন ভাতের অনটনের কথা। ‘জয়নব, ওহিদুল্লারা তো কয়েক কোটি ক্ষুধার্ত, কয়েক গ্রাস ভাত প্রত্যাশী।’ ভাতের সংকট মেটাতে খাদিজাকে শসা খেতে দেখা যায়, আর চালের ‘গুঁড়ি’ পেয়েই তারা দুধভাতের স্বাদ মেটানোতে ব্যস্ত হয়ে পড়ে। তারা যে চরম ক্ষুধাকে লালন করে চলেছে তা তাদের খাওয়ার ভঙ্গি থেকেই বোঝা যায়। ক্ষুধার তীব্রতার কারণেই তারা বুঝতে অক্ষম হয় কোনটা ‘দুধভাত’ আর কোনটা চালের ‘গুঁড়ি’। গল্পটিতে ক্ষুধা-দারিদ্র্যের সঙ্গে উচ্চবর্গের শোষণ ও কট‚ক্তি নিম্নবর্গের জীবন আরো কঠিনতর করে তুলেছে। মায়ের দুধভাত খাওয়ার বাসনাকে পূরণ করতে হাশমত মউরির বাড়িতে ওহিদুল্লা দুধ আনতে গেলে স্পষ্ট হয়ে ওঠে উচ্চবর্গের ভয়াবহ চিত্র, যে চিত্রে নিম্নবর্গের প্রতি কেবল ব্যঙ্গের ছবি অঙ্কিত। আমরা পাই সুবিধাভোগী উচ্চবর্গ, যারা কেবল নিজেরটাই বোঝে বেশি করে। নিজের স্বার্থের কাছে সবই অবহেলিত হয়। কিসমত যে জমি হারিয়ে নিঃস্ব হবে সে কথা তাদের ভাবার সময় নেই, টাকা কামাতে হবে এটাই তাদের ভাবনা। ইলিয়াস এর ভেতর দিয়ে ‘সুবিধাবাদের’ এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন, দেখিয়েছেন সমাজতন্ত্রের ভেতরের ‘ফাঁপা’ অবস্থাকে।