User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Sharmin

      11 Jan 2024 10:58 AM

      Was this review helpful to you?

      or

      Good Book

      By MAHIN

      09 Sep 2023 11:06 PM

      Was this review helpful to you?

      or

      my most enjoyed thriller

      By SHEBU ISLAM

      14 Feb 2023 05:05 PM

      Was this review helpful to you?

      or

      Boiti valo deinay, page gula dhila chilo. sentence-e onek vul

      By Yasin Saikot

      05 Apr 2022 01:36 PM

      Was this review helpful to you?

      or

      Still reading enjoying thrill

      By M.Aktaruzzaman hasan

      31 Mar 2022 04:47 PM

      Was this review helpful to you?

      or

      সুন্দর ও সাবলীল বাংলায় লেখা।

      By Md Mahfuj

      11 Mar 2022 07:20 PM

      Was this review helpful to you?

      or

      দারুন একটা এডভেঞ্চার বই।আর তাদের ডেলিভারি খুবই প্রশংসার দাবিদার।

      By Farhan Tazwar Ahmed Khan

      22 Feb 2022 03:17 AM

      Was this review helpful to you?

      or

      Awesome

      By Hemal

      16 Jan 2022 06:06 PM

      Was this review helpful to you?

      or

      Good

      By Shopnil Shojib

      17 Nov 2021 08:30 PM

      Was this review helpful to you?

      or

      অন্যগুলোর মত না। এক কথায় বলতে গেলে এত বেশি প্লট রাখার কারনে শেষে গিয়ে অনেক কিছুর উত্তর নাই। প্রথম দিকে যে উত্তেজনা শেষে গিয়ে হতাশ হতে হয়। অনেক উত্তর মিসিং।

      By Rafia Akter

      02 Nov 2021 06:08 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ

      By Abdul Awal

      01 Sep 2021 07:42 PM

      Was this review helpful to you?

      or

      ধন্যবাদ রকমারি

      By Yeasir Arafat Sohan

      24 Jun 2021 04:27 PM

      Was this review helpful to you?

      or

      অনেক ভালো। প্রথম অর্ধেক খুব একটা ভালো লাগেনি। এরপর ভালো লাগা শুরু হয় এবং চরমে গিয়ে থামে। প্রথম অর্ধেকের কম ভালো লাগা পূরণ করে আরো উপরে উঠে যায়।

      By mahdy hasan

      13 Feb 2021 09:06 PM

      Was this review helpful to you?

      or

      Excellent

    • Was this review helpful to you?

      or

      ড্যান ব্রাউন এর রচিত অসাধারন এক থ্রিলার এন্জেলস এন্ড ডেমনস। রবার্ট ল্যাংডনের ভ্যাটিকান সিটির ভেতরে অনুসন্ধান আর রহস্য উদঘাটন দারুন আকর্ষণীয়। সারাক্ষণ রুদ্ধশ্বাস উত্তেজনা প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম বহাল থাকে। শেষ পর্যন্ত যখন আবিষ্কার হয় কে মূল ভিলেন তা সবাইকে চমকিত করবে নিঃসন্দেহে।

      By Naim

      12 Nov 2019 04:01 PM

      Was this review helpful to you?

      or

      Boi porata amar shokh-er o valolagar bisoy . Sai shokh o valo laga hote amra gore tulesi amader office library . Thanks Rokomari amader sokol boi thik quality te ena dewar jonno . And aro thanks alokito bangladesh gorar proyash newar jonno . Thanks the all team member of Rokomari .

      By Ishrat Zahan

      30 Sep 2021 09:47 PM

      Was this review helpful to you?

      or

      ড্যান ব্রাউন এক কথায় একজন অসাধারণ লেখক বললে খুবই কম বলা হবে।তার বই পাঠককে সব সময় মন্ত্রমুগ্ধ করে রাখে। এই বইটিও তেমনই একটি বই যা শেষ না করা পর্যন্ত শান্তি পাওয়া যায়না।

      By Shah Araf Sohag

      10 Jul 2020 08:35 PM

      Was this review helpful to you?

      or

      ড্যান ব্রাউন এর কথা নতুন করে বলার কিছু নেই। শেষটা খুবই অপ্রত্যাশিত এবং মাথা নষ্ট। অনুবাদটা ভালই হয়েছে।তবে কিছু জায়গায় লেখক এর ভাবটা আরো ফুটিয়ে আনা দরকার ছিল।পরবর্তীতে সংষ্কার হলে আরো একটু পরিষ্কার এবং ভাবের ক্ষেত্রে ক্লিয়ার করার আশা করছি।?

      By Md. Saiful Islam Sohel

      14 Aug 2018 08:02 PM

      Was this review helpful to you?

      or

      #রকমারি_পাঠক_সমাবেশ_রিভিউ_প্রতিযোগিতা_৪ পর্বঃ ০৪ বিশ্বের সবচেয়ে বড় সায়েন্টিফিক রিসার্চ ফ্যাসিলিটি সার্ন সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। সার্ন এর প্রতিভাবান বিজ্ঞানি লিওনার্দো ভেট্রা এবং তার মেয়ে ভিট্টোরিয়া ভেট্রা মিলে গোপনে একটা এন্টিম্যাটার আবিষ্কার করেছে। যার ১ গ্রামের চারভাগের একভাগ দিয়ে একটা শহরের বিদ্যুৎ চাহিদা মেটানো যায়। তবে এটার একটাই সমস্যা হলো বাতাসের সংস্পর্শে এলেও এটি বিস্ফোরণ ঘটাবে। আর ঐ একফোটা এন্টিম্যাটার পারবে একটা শহর নিশ্চিহ্ন করে দিতে। লিওনার্দো ভেট্রা কে খুন করে কেউ একজন সেই এন্টিম্যাটার নিয়ে যায়। খুনি যাওয়ার আগে নিজের একটা চিহ্ন বা সিম্বল ছেড়ে যায় বিজ্ঞানী লিওনার্দো ভেট্রার বুকে । সিম্বল টা ছিল এম্বিগ্রামে। আর সেটা হলো "ইলুমিনাটি"। ইলুমিনাতি একটি গুপ্ত সংগঠন। ইলুমিনাতি শব্দের অর্থ "যারা কোনো বিষয়ে বিশেষ ভাবে আলোকিত বা জ্ঞানার্জনের দাবী করে" অথবা "বিজ্ঞান বিষয়ে বিশেষ জ্ঞান সম্পন্ন কোনো দল"। প্রায় ১০০ বছরের আগে তারা গায়েব হয়ে যায়। চার্চ সবসময় চেয়েছিলো বিজ্ঞানের সাথে যেন ধর্ম মিশে না যায়। আর ইলুমিনাটি চেয়েছিলো বিজ্ঞান দিয়ে ধর্মকে প্রমাণ করতে। যে কারণে চার্চের প্রধান শ্ত্রু ছিল ইলুমিনাটি। বিজ্ঞানি গ্যালিলিও চার্চের হাতে খুন হয়েছিলেন একই কারনে। আর এসব কারণেই আন্ডারগ্রাউন্ডে সংঘটিত হতে থাকে ইলুমিনাটি। খুনির রেখে যাওয়া সেই এম্বিগ্রামের পাঠোদ্বার করতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সিম্বলজিস্ট রবার্ট ল্যাংডন হাজির হয় পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক প্রতিষ্ঠান সার্ন এ। ঘটনাস্থলে উপস্থিত হয় মৃত লিওনার্দো ভেট্রার মেয়ে ভিট্টোরিয়া। ভিট্টোরিয়া ও ল্যাঙডন জানতে পারে, এন্টিম্যাটারটা রয়েছে ভ্যাটিকান সিটিতে। যার ২৪ ঘন্টার ব্যাকআপ ব্যাটারি শেষ হওয়া মাত্র ঘটবে এক বিশাল বিস্ফোরণ। ভ্যাটিকান সিটির উদ্দেশ্যে রওয়ানা দেয় ভিট্টোরিয়া ও ল্যাঙডন, ভ্যাটিকান সিটির পোপ মারা গেছে ১৪ দিন আগে। নিয়ম মত ১৫ তম দিন নতুন পোপ নির্বাচন করা হবে। এই প্রক্রিয়ার নাম কনক্লেভ। ১৫ তম দিন রাতে সারা পৃথিবীর প্রায় ১৬৫ জন কার্ডিনাল কে নিয়ে সিস্টিন চ্যাপেলে বসে গোপন সভা। এ সভার মাধ্যমেই নতুন পোপ নির্বাচন করা হয়। আর এই সভা চলাকালীন সময়ে চ্যাপেলের দরজা বাইরে থেকে তালা মেরে দেয় সুইস গার্ড। কনক্লেভ শেষ না হওয়া পর্যন্ত কেউ বেরুতে পারবেনা। কিন্তু জানা যায় নির্বাচনের সবচেয়ে জনপ্রিয় ৪ জন প্রার্থী নিঁখোজ। তাদের এই নিখোঁজ হওয়ার পিছনেও রয়েছে শক্তিশালী ইলুমিনাতি। একে একে খুন হন চারজন কার্ডিনাল, বুকে থাকে ইলুমিনেটির পোড়া সিম্বলগুলো। স্মরণকালের সবচাইতে ভয়াবহ অস্ত্রের হাত থেকে ভ্যাটিকান সিটিকে রক্ষার জন্য ল্যাংডন ঝাঁপিয়ে পড়ে রোমের উপর। সাথে থাকে সুন্দরী পদার্থবিদ-জীববিজ্ঞানী ভিট্টোরিয়া ভেট্টা। তারা দুজনে চষে বেড়ায় রোমের অস্পৃশ্য সব এলাকা- পরিত্যক্ত ক্যাথেড্রাল, বদ্ধ কবরখানা, বিশাল বিশাল গির্জায়; একসময় তারা আবিষ্কার করতে পারে পৃথিবীর সবচে গোপন এবং সুরক্ষিত ভোল্টটি। রহস্য কি বাড়ছে নাকি এগিয়ে যাচ্ছে সমাধানের পথে??? পোপদের খুনি কে? এন্টিম্যাটার চুরির পিছনে উদ্দেশ্য কী? এত বছর পরে কেনো আবার দেখা দিলো ইলুমিনাতি? নাকি ইলুমিনাতির নাম ব্যবহার করে অনয কেউ করছে এসব কাজ? জানতে হলে পড়েতে হবে অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমনস। মতামতঃ অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমনস মার্কিন ঔপন্যাসিক ড্যান ব্রাউন রচিত একটি নন-ফিকশন থ্রিলার উপন্যাস। এটি ২০০০ সালে প্রকাশিত হয়েছে এবং সর্বাধিক বিক্রিত বইগুলির অন্যতম। এই উপন্যাসেই ড্যান ব্রাউন রবার্ট ল্যাংডন-কে পাঠকের কাছে নিয়ে আসেন। ভ্যাটিকান সিটিকে ঘিরে এর কাহিনী আবর্তিত হয়েছে। ধর্ম ও বিজ্ঞানের সংঘাতকে কেন্দ্র করে কাহিনী এগিয়ে যায়। এ উপন্যাসে একটি অত্যন্ত পুরনো গুপ্ত সংগঠন ইলুমিনাতি (Illuminati) সাথে রোমান ক্যাথলিক চার্চের সংঘাত ফুটে উঠেছে কাহিনীতে। এই উপন্যাসে ইউরোপের প্রভাবশালী বিজ্ঞান সংস্থা সার্ন (CERN) এর কথাও উল্লেখ রয়েছে। কাহিনীর বেশ বড় অংশ জুড়ে সার্ন এবং এর কণা ত্বরক যন্ত্রের কথা বলা হয়েছে। বলতে গেলে অনেক কিছুই আপনি জানতে পারবেন বইটি পড়ে। জানতে পারবেন শিল্প, সিমবলজি, কোড, সিক্রেট সোসাইটি সম্পর্কে। তাছাড়াও খুজে পাবেন গোপন ইতিহাস, জটিল ধাঁধাঁ আর অপ্রত্যাশিত চমক। অনেকে অনুবাদ পড়তে চান না, এই অনুবাদটি বেশ ছিলো। পড়ে দেখতে পারেন। রেটীংঃ ১০/১০ -আশা মীম

      By sonia snigdha

      28 Dec 2016 11:05 AM

      Was this review helpful to you?

      or

      your review #রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা। বই- এঞ্জেলস এন্ড ডেমনস। মূল লেখক- ড্যান ব্রাউন অনুবাদক - মাকসুদুজ্জামান খান। পৃষ্ঠা সংখ্যা - ৩৯২ মূল্য- ২৮৫ টাকা প্রকাশনী- অন্বেষা প্রকাশনী। ধরণ - অনুবাদ ক্যাটাগরি - থ্রিলার। রেটিং - ৯/১০ ^_^ ২০০০ সালে প্রকাশিত আমেরিকান বিখ্যাত থ্রিলার লেখক- ড্যান ব্রাউনের রবার্ট ল্যাঙডন সিরিজের প্রথম বই "এঞ্জেলস এন্ড ডেমনস। বইয়ের ধরণ থ্রিলার, ফিকশন। শুভ আর অশুচ শক্তির লুকোচুরি খেলার মধ্য শ্বাসরুদ্ধকর থ্রিলার। ব্রাউন তার এই বইয়ে যে সকল চরিত্রদের ব্যবহার করেছেন, তাদের মধ্য রবার্ট ল্যাঙডন অন্যতম। একের পর এক আবির্ভাব হয়েছে CERN এ কর্মরত বিজ্ঞানী ও যাজক লিওনার্দো ভিট্রা। ভিট্রার মেয়ে ভিট্টোরিয়া, নিরামিষভোজী এবং পদার্থ ও জীববিজ্ঞান এর উপর গবেষণাকারী। এছাড়াও ম্যাক্সিমিলিয়ান কোহ্লার, হাসাসায়িন, লেফটেনেন্ট চার্টারেন্ড, ক্যাপ্টেন রচার, কার্লো ভেনট্রেসা, কার্ডিনাল স্যাভেরিও, কমান্ডার এরনোস্তা, চিনিতা মাকরি এবং পোপ নির্বাচনের প্রধান চার প্রার্থী কার্ডিনাল এবনার, কার্ডিনাল ল্যামাফি, কার্ডিনাল গাইডেরা, কার্ডিনাল ব্যাগিয়া। আমার কাছে বইটার মূল আকর্ষন মনে হয়েছে ইলুমিন্যাটি ব্রাদারহুডের বর্ননা, তাদের কাজকর্ম, সিম্বলগুলোর বিশ্লেষন, বিভিন্ন শিল্পও স্থাপত্যের বর্ননা, রোম, ক্যাথলিক চার্চ, ভ্যাটিক্যান সিটি, সেখানে তাদের ট্র্যাডিশন। বুকের উপর "ইল্যুমিনিটি" শব্দ খোদাই করা অবস্থায় CERN এর গবেষক, পদার্থবিদ লিউনার্দো ভিট্রার মৃতদেহ সর্বপ্রথম নজরে আসে ডাইরেক্টর ম্যাক্সিমিলিয়ানের। "ইল্যুমিনিটি " এক্সপার্ট, ধর্মীয় সংকেত -চিহ্ন বিশ্লেষণকারী হার্ভাডের রবার্ট ল্যাঙডনকে হয় "ইল্যুমিনিটি " এম্বিগ্রামের রহস্য সমাধান করতে। ঘটনাস্থলে উপস্থিত হোন মৃত ব্যক্তির এডোপ্টেড মেয়ে ভিট্টোরিয়া, যে নিজেও তার বাবার সাথে কর্মরত ছিল। ভিট্টোরিয়া ও ল্যাঙডন জানতে পারে, নিউক্লিয়ার উইপেনের সমন্বয়ে এক এন্টিমিটারের সাথে ক্যনিস্টারে রয়েছে ইল্যুমিনিটি রহস্য, তার সাথে সংযুক্ত ২৪ ঘন্টার ব্যাকআপ ব্যাটারি, কয়েক ঘন্টা পর এক বিশাল বিস্ফোরণ ঘটবে। এই ক্যনিস্টার রয়েছে ভ্যাটিকান সিটিতে। ড্যান ব্রাউন এই মোড়ে এসে ছড়িয়ে দেন উত্তেজনা। ভ্যাটিকান সিটির উদ্দেশ্যে রওয়ানা দেয় ভিট্টোরিয়া ও ল্যাঙডন, যেখানে পোপের মৃত্যুর পর পরবর্তী পোপ নির্বাচনের সবচেয়ে জনপ্রিয় ৪ জন প্রার্থী নিঁখোজ। সেই চারজনের কাছে ক্যনিস্টার এর সন্ধান পাওয়ার আশায় তাদের খোঁজে বেরিয়ে পরে ল্যাঙডন ও ভিট্টোরিয়া। তাদের সাক্ষাত হয় মৃত পোপের নিকটতম সহকারী ও ভ্যাটিকানের সুইস গার্ড ক্যামারিলেভোর। ল্যাঙডন ভিট্টোরিয়া-কে জানায়, কীভাবে illumination এর পথ হিসেবে সারা শহর জুড়ে ইল্যুমিনিটি ম্যাপ ছড়িয়ে পড়ছে, এই ইল্যুমিনিটিতে অংশ নিতে আগ্রহীদের বিভিন্ন চার্চে দেওয়া গোপন সূক্ষ্ম বাছবিচারপূর্ণ এক ঝাঁক ক্লু অনুসরণ করতে হয়। ইল্যুমিনিটির গোপন সভাকেই এই ক্লু গুলি নির্দেশ করে। এইসব ক্লু ইল্যুমিনিটি নির্দেশক গ্যালিলিওর বিখ্যাত বই "ডায়াগ্রাম " ভিতরেঈ আছে। চারজন পোপ প্রার্থীকে উদ্ধার ও এন্টিমিটার ক্যনিস্টারে সংশোধনের উদ্দেশ্যে ল্যাঙডন ও ভিট্টোরিয়া রোমের চার বিখ্যাত চার্চে গিয়ে প্রার্থমিক চার উপাদান মাটি, পানি, বায়ু, আগুনের সংকেত পায়, প্রতিটি উপাদানের সাথে সম্পর্কিত স্থানে চারজন প্রার্থীকে হত্যা করা হবে। এই মোড়ে অসংখ্য প্রশ্ন উঁকি দিতে বাধ্য হবে পাঠকের মনে। সেই সাথে ল্যাঙডন ও ভিট্টোরিয়ার পরস্পরের প্রতি ঘনিষ্ঠতা জন্মায় রোমান্সের। ^_^ ল্যাঙডন পৌছে যায় caster san't Angelo -র কাছে। সেখানে গিয়ে উপলব্ধি করে, ভ্যাটিকান পোপের ব্যক্তিগত লাইব্রেরি এর ভেতর দিয়ে টানেল থেকে illuminiti লেয়ার যায়। রহস্য কি বাড়ছে নাকি এগিয়ে যাচ্ছে সমাধানের পথে??? পোপদের খুনি জানুস কে? সন্দেহের তালিকায় প্রথমেই উঠে আসে কোহলারের নাম, অথচ সুইস গার্ডদের ছোঁড়া গুলিতে নিহত হওয়ার আগ মুহূর্তে কোহলারের দেওয়া মিনি ভিডিও আরও একবার ভাবিয়ে তোলে ল্যাঙডনকে। পাঠকদের ধরে রাখার ক্ষমতা রাখে ড্যান ব্রাউনের প্রায় সব কয়টি বই। থ্রিলার প্রেমীদের জন্য খুব ভালো একটি কমপ্লিট প্যাকেজ এঞ্জেলস এন্ড ডেমনস। না পড়ে থাকলে পড়ে ফেলুন। :D

      By Khalid Ahmed

      20 May 2016 09:17 AM

      Was this review helpful to you?

      or

      Good Book

      By Suprokash Shill

      26 Sep 2013 11:54 AM

      Was this review helpful to you?

      or

      If you like all those stuffs such as the movie 'National Treasure', you just can not deny this book. Another nice outcome from Brown's genius mind.

      By Aam somik

      02 Aug 2016 03:59 PM

      Was this review helpful to you?

      or

      ডেন ব্রাউনের অসাধারন এক সৃষ্টি “এঞ্জেলস এন্ড ডেমনস” উপন্যাসটি।দেন ব্রাউন বইটি জুড়ে রেখেছেন অস্থির এক থ্রিলার কাহিনী।সারা বইটি জীবন-মরণ নিয়ে টানাহেঁচড়া; ইদুর-বিড়ালের ধাওয়া পাল্টা ধাওয়া, রোমান্স, ধর্ম, বিজ্ঞান, খুন, দৈববাদ, স্থাপত্যকলা আর চোখ ধাঁধানো সব এ্যাকশন নিয়ে গঠিত।বইটি পড়ে বার বার সারপ্রাইজ হয়েছি।কোন ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে বুঝে উঠায় মুশকিল।বইটির শেষ টুকু পড়ে এতটাই সারপ্রাইজ হয়েছি বলার অপেক্ষা রাখেনা।বিশ্বের সবচেয়ে বড় সায়েন্টিফিক রিসার্চ ফ্যাসিলিটি "কনসিল ইউরোপিন পুর লা রিসার্চে নিউক্লিয়ারে" অথবা সংক্ষেপে সার্ন সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। সার্ন এর প্রতিভাবান বিজ্ঞানি লিওনার্দো ভেট্রা এবং তার মেয়ে ভিট্টোরিয়া ভেট্রা মিলে গোপনে একটা এন্টিম্যাটার বা প্রতিবস্তু আবিষ্কার করেছে। যার ১ গ্রামের চারভাগের একভাগ দিয়ে পুরা একটা শহরের বিদ্যুৎ এর চাহিদা মেটানো যায়। অবশ্য এই জিনিষটা আবিষ্কার করা হয়েছে অন্য একটা উদ্দেশ্যে। এটার একটাই সমস্যা হলো, এটা চরম অস্থিতিশীল। বাতাসের সংস্পর্শে এলেও বিস্ফোরণ ঘটবে। আর ঐ একফোটা এন্টিম্যাটার পারবে একটা শহর নিশ্চিহ্ন করে দিতে। ব্যাপারটা অনেকটা ব্ল্যাক হোলের মত। এই এন্টিম্যাটার খুব সুরক্ষিত একটা জায়গায় স্টোর করে রাখা হয়েছে। বিজ্ঞানী লিওনার্দো ভেট্রা কে খুন করে কেউ একজন সেই এন্টিম্যাটার নিয়ে পালায়। খুনি যাওয়ার আগে নিজের একটা চিহ্ন বা সিম্বল ছেড়ে যায়। সিম্বল টা ছিল এম্বিগ্রামে। সেটা হলো "ইলুমিনাটি"। ইলুমিনাটি গোপন একটা ব্রাদারহুড। তবে প্রায় ১০০ বছরের আগে তারা গায়েব হয়ে যায়। চার্চ সবসময় চাইত বিজ্ঞানের সাথে যেন ধর্ম মিশে না যায়। আর ইলুমিনাটি চাইত বিজ্ঞান দিয়ে ধর্মকে প্রমাণ করতে। যে কারনে চার্চের প্রধান শত্রু ছিল ইলুমিনাটি। বিজ্ঞানি গ্যালিলিও চার্চের হাতে খুন হয়েছিলেন একই কারনে। এসব কারনে আন্ডারগ্রাউন্ডে সংঘটিত হতে থাকে ইলুমিনাটি। তবে গত ১০০ বছরে তাদের কোনও চিহ্ন পাওয়া যায়নি। খুনির রেখে যাওয়া এম্বিগ্রামের এর কারনেই ডাক পড়ে রবার্ট ল্যাঙডন এর। এম্বিগ্রাম এমন একটা সিম্বল, যেটা উলটো করে ধরলেও একই সিম্বল হবে। রবার্ট ল্যাঙডন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সিম্বলজির প্রফেসর। সিম্বলজি নিয়ে তার অনেক বই বের হয়েছে। সম্প্রতি ইলুমিনাটি নিয়েও তিনি একটা বই লিখেছেন। প্রাচীন ধর্মীয় সিম্বল নিয়ে তার অনেক আগ্রহ। এবং এসব কারনেই ডাক পেয়েই ছুটে যান জেনেভায়। এদিকে চুরি যাওয়া এন্টিম্যাটারটা লোকেট করা গেছে ভ্যাটিকান সিটিতে। ভ্যাটিকান সিটির পোপ মারা গেছে ১৪ দিন আগে। প্রথামত ১৫ তম দিন নতুন পোপ নির্বাচন করা হবে। আর সেই নির্বাচন প্রক্রিয়া একটু জটিল। এই প্রক্রিয়ার নাম কনক্লেভ। ১৫ তম দিন রাতে সারা পৃথিবীর প্রায় ১৬৫ জন কার্ডিনাল কে নিয়ে সিস্টিন চ্যাপেলে বসে গোপন সভা। এ সভার মাধ্যমেই নতুন পোপ নির্বাচন করা হয়। আর এই সভা চলাকালীন সময়ে চ্যাপেলের দরজা বাইরে থেকে তালা মেরে দেয় সুইস গার্ড। কনক্লেভ শেষ না হওয়া পর্যন্ত কেউ বেরুতে পারবেনা। আর এই সময়ে যদি এখানে একটা এন্টিম্যাটার থাকে, যা কিনা আনবিক বোমার মত কাজ করে, ব্যাপারটা চিন্তা করে দেখুন তো। রবার্ট ল্যাঙডন যাচ্ছে সেই এন্টিম্যাটার খুঁজে বের করতে। সাথে আছে মরহুম বিজ্ঞানী লিওনার্দো ভেট্রার মেয়ে ভিট্টোরিয়া ভেট্রা।উপন্যাসটির প্রত্যেকটা চরিত্ররই গভীরতা আছে।তবে সবচেয়ে ভাল লাগছে জ্ঞানী, বুদ্ধিদীপ্ত, সুদর্শন রবার্ট ল্যাংডন চরিত্রটি।বইটির পাতায় পাতায় রয়ে ছে দম বন্ধ করা সব ঘটনা।বইটি একবার ধরে না শেষ করে উঠতে পারলাম না।এক কথা বলতে গেলে দুর্দান্ত একটা থ্রিলার উপন্যাস এটি।যারা থ্রিলার বই পড়তে ভালবাসেন অবশ্যই মিস করবেন না এই উপন্যাসটি।আপনার ভাল লাগা বাড়িয়ে দেয়ার মত বই এটি।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!