User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বিচিত্র জীবজগৎ সাধনা মুখোপাধ্যায়ের লেখা একটি বই। বইতীতে তিনি বিচিত্র জীবজগৎ এর কথা তুলে ধরেছেন বইয়ে । মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য হিসেবে গ্রহণ করে প্রাণী ও উদ্ভিদ, দু’টিকেই। বাঁচার জন্য প্রতিটি প্রাণী ও উদ্ভিদ পরস্পর নির্ভরশীল। মানুষ নির্ভরশীল প্রায় সব প্রাণীর ওপর। কেবল খাবারই তার সব প্রয়োজন মিটিয়ে দিতে পারে না। ঘরের কাছেই যখন দোয়েল বা কোকিল ডেকে ওঠে, তখন সে অদ্ভূত পুলকে শিহরিত হয়। তেমনি দূরে কোথাও কোনো পাখি ‘বউ কথা কও’ বলে যদি ডেকে ওঠে তখন তার মন আনচান করে। আঙুলের ছোঁয়ায় লজ্জাবতীর পাতার মুখ বন্ধ হয়ে যায়, গ্রীষ্মে বৃক্ষ কৃষ্ণচূড়া রাঙিয়ে দেয় বনভূমি, শিমুল-পলাশ ছেয়ে যায় লাল ফুলে ফুলে, আর সেসব নিয়ে রচিত হয়েছে গান ও কাব্য। জীববৈচিত্র্য না থাকলে হারিয়ে যাবে এ মনকাড়া রূপসৌন্দর্য ও রূপবৈচিত্র্য। মানুষের সৃষ্টিশীলতার পথে বাধা তখন সৃষ্টি হবে। কোনো প্রাণীই এককভাবে টিকে থাকতে পারে না। মানুষের বেঁচে থাকার জন্য অন্য প্রাণীর দরকার। খাদ্য, বস্ত্র, আশ্রয়, স্বাস্থ্যÑ সব কিছুর জন্য মানুষ অন্যান্য প্রাণী বা জীবের পর নির্ভরশীল। খাদ্যের জন্য মানুষ নির্ভরশীল ধান-গম, যব-ভুট্টা, গরু-ছাগল-হাঁস-মুরগি-মাছ-ফলমূল-শাকসবজির ওপর। প্রাণী ও উদ্ভিদের বংশবিস্তারের জন্য দরকার বিভিন্ন ধরনের জীব ও অণুজীবের। বস্ত্র কিংবা বাড়িঘর নির্মাণে মানুষ নির্ভরশীল বৃক্ষের ওপর। উদ্ভিদের বংশবিস্তারের জন্য দরকার কীটপতঙ্গ, পশুপাখি, বায়ু ও পানি। রোগ নিরাময়ের জন্য মানুষকে যেতে হয় ভেষজ উদ্ভিদের কাছে।