User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
it was in good condition
Was this review helpful to you?
or
বইটি সুন্দর তবে দেশি আঁকা থেকে বিচ্যুত..
Was this review helpful to you?
or
ফেলুদা যে কেসটা নেবে, সেটা আমি আগে থেকেই জানতাম। আজকাল আমরা মক্কেলের কথাবার্তা হংকং থেকে কেনা একটা মাইক্রোক্যাসেট রেকর্ডারে তুলে রাখি। মিঃ পুরীর বেলাতে ওঁর অনুমতি নিয়ে তাই করেছিলাম। ফেলুদা দুপুরে সেই সব কথাবার্তা প্লে ব্যাক করে খুব মন দিয়ে শুনে বলল, কেসটা নেবার সপক্ষে দুটো যুক্তি রয়েছে; একটা হল এর অভিনবত্ব, আর দুই হল-গোয়েন্দাগিরির প্রথম যুগে দেখা হরিদ্বার-হৃষীকেশটা আর একবার দেখার লোভ। বাদশাহী আংটির ক্লাইম্যাকস্-টা যে হরিদ্বারেই শুরু হয়েছিল, সেটা আমিও কোনও দিন ভুলব না। ---কেদারনাথে জমজমাট কাণ্ড সাজিয়ে ফেলুদার আরেকটি অ্যাডভেঞ্চার।
Was this review helpful to you?
or
রহস্যকাহিনির দিক থেকে ফেলুদার অন্যান্য মাস্টারপিসের তুলনায় খুব যে আহামরি কিছু তা বলা যাবে না, তবে অ্যাডভেঞ্চার ও প্রাকৃতিক দৃশ্যায়ণের দিক থেকে 'এবার কাণ্ড কেদারনাথে' নিঃসন্দেহে দুর্দান্ত । অবশ্য স্বীকার করতেই হয় শেষের অন্তত একটা টুইস্ট মারাত্মক অচিন্ত্যনীয় ছিল ! তবে যেটা বলছিলাম, পুরো উপন্যাসিকাটা পড়ার সময় আমি যেন মনের চোখ দিয়ে হিমালয়ের পাদদেশের কেদারনাথ-রুদ্রপ্রয়াগের রোমাঞ্চকর নয়ানাভিরাম সব দৃশ্য দেখতে পারছিলাম, সত্যজিৎএর ঝকঝকে পরিষ্কার বর্ণনার কল্যাণে মনে হচ্ছিল আমি নিজেই চলে গিয়েছি সেই অপূর্ব সৌন্দর্যের পার্বত্য এলাকায়... সত্যি বলতে আমার এইমুহূর্তে সিরিয়াসলি মন চাচ্ছে এখুনি ভারতের উত্তরখণ্ডের কেদারনাথ-বদ্রীনাথ-এর পথে রওনা হয়ে যাই ! শুধুমাত্র সত্যজিৎএর মত জিনিয়াসের পক্ষেই সম্ভব এমন আশ্চর্য অসাধারণ সব প্রাকৃতিক পটভূমিতে দুর্ধর্ষ জমজমাট সব ক্ষুরধার রহস্যকাহিনির যবনিকাপাত করার, যাতে একই সাথে পাঠকের বুদ্ধির খেলা আর অভিযাত্রিক সত্তা দুয়েরই তৃষ্ণা নিবারণ হয়ে যায় । যতদূর জানি 'এবার কাণ্ড কেদারনাথে' নিয়ে কোন টিভি এপিসোড বা মুভি এখনো হয়নি, যেটা আমার মতে খুবই আক্ষেপের ব্যাপার, শুধু ভিজুয়ালাইজেশনের দিক থেকেই এটা হতে পারত ফেলুদার অন্যতম দৃষ্টিনন্দন একটি স্ক্রিন অ্যাডাপ্টেশন ! হয়তো কোন একদিন... ।