User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সম্পর্কের গল্পগুলো বেশ স্পর্শকাতর হয়। কিন্তু তাতে যদি থাকে ২০০০ মাইলের দুরত্ব! তাতেও কি ভাটা পড়ে সম্পর্কে? ভাই বোন কি আলাদা হয়ে যায়! সংস্কৃতির ভিন্নতা কি মন থেকে নিজের দেশটাকে ভুলিয়ে দিতে পারে? আচ্ছা যখন সম্পর্কের সাথে রাজনীতি জড়িয়ে যায়, তখন পরিণতিটা কি হয়? #কাহিনী_সংক্ষেপ দেশগাঁও রোহিলা থেকে এসেছেন রাজিন্দরের দিদি-জামাইবাবু। গুরুবচন সিং আর রোহিণী কাউর। তাদের ছেলে মানজিৎ মারা গেছে একটা এক্সিডেন্টে। তার দুঃখ ভুলতেই মা ভাইয়ের কাছে এই বৃদ্ধ দম্পতির আগমন। মা, স্ত্রী, ও ছেলে কুলদীপকে নিয়ে রাজিন্দারের ভবানিপুরের ফ্ল্যাটের হাওয়া অন্যরকম হয়ে গেল। মাতোয়ারা পরিবার একসাথে। কোলকাতা আর রোহিলার দুই হাজার মাইলের দুরত্ব যেন মিইয়ে গেছে। পুয়াজি - ফুফফরজিকে পেয়ে কুলদীপও খুশি। বাঙালি সংস্কৃতির মাঝে বেড়ে ওঠা কুলদীপের মনে চকিতে ভেসে ওঠে রোহিলার সবুজ ক্ষেত আর তার বন্ধু রানার বোন রিমঝিমের মুখ। কিন্তু গাড়ির শৌখিন ফিটিংসের ব্যবসায়ী নিরীহ প্রবাসী রাজিন্দরের ফ্ল্যাটে হঠাৎ নেমে আসে মৃত্যুর পরোয়ানা। মিথ্যে খবরের ওপর ভিত্তি করে পাঞ্জাব পুলিশ কলকাতায় ধেয়ে এসে উগ্রপন্থী সন্দেহে হত্যা করা হয় রাজিন্দরের দিদি জামাইবাবুকে। এই অন্যায়, অবিচার ও বেইমানির আগুনে পুড়ে যায় একটি পুরো পরিবার। প্রতিকারহীন অন্ধকারে আলো হাতড়ে ফেরে কুলদীপ। চলে যেতে চায় পাঞ্জাবে । কিন্তু সেখানে গিয়েও কি সে ভূমিপুত্র হতে পারবে? নিজেকে কি আজনবি লাগবে না তার? যেন নিজ দেশে পরবাসে..... তবে? #প্রতিক্রিয়া বইটার শুরুর দিকটাতে একটু বেশি বর্ণনার আভাস পাওয়া গেছে। গল্পের চেয়ে গল্পের চরিত্রের বর্ণনা ও গল্পের অবতারণা করার দিকেই নজর দেয়াতে এই বিপত্তি। কিন্তু গল্পটা যেই শুরু হলো, তা আর থামেনি । গল্পের প্রবাহে ছোট খাট সমস্যাও দৃষ্টিগ্রাহ্য হয়। কিছু জায়গাতে বর্ণনা দিতে লেখিকা কিছুটা দ্বিধান্বিত ছিলেন তা বুঝা যাচ্ছিল। কিন্তু সবচেয়ে ভালো লেগেছে গল্পের প্লটটা। এধরনের প্লট সচরাচর চোখে পড়ে না। গল্পটা একটা পরিবারের, চরিত্র নির্ভর কিন্তু আবার রাজনৈতিকও। এসবের একটা অনুপম মিশেল গল্পটা। বইটাতে ভাষাগত দিকটা আশাহত করেছে খানিকটা। সুচিত্রার অন্যন্যা বই এর তুলনায় এর ভাষাগত দিকটা একটু পিছিয়ে। লেখিকা পাঞ্জাবী ভাষা, হিন্দী, ইংরেজি, বাংলা সব মিলিয়ে কিছুটা তালগোল পাকিয়ে ফেলেছেন বইটাতে। অনেকের হয়ত এ বিষয়টা কিছুটা দৃষ্টিকটু লাগবে। চরিত্র নির্মাণে বেশ দক্ষ লেখিকা, পাশাপাশি চরিত্রের ছোটখাট বর্ণনা চরিত্রগুলোকে বেশ জীবন্ত করে দিয়েছে। গল্পটার পরিসর বেশি না তবে গভীরতা বেশ। চরিত্রগুলোর হাত ধরে তিনি পাঞ্জাবে রাজনৈতিক সমস্যাগুলো আর তার ফলে আমজনতার ভুগান্তি, সাধারণ মানুষের শান্তিকামী মনোভাবের একটা গভীর মেসেজ দিয়ে যায়। হালকথা, প্লট বিচারে, চরিত্র নির্মাণে এবং গল্পের প্রবাহ বিচারে এটা একটা বেশ ভালো মাণের বই। তবে কিছুটা খেলো ভাব এতে রয়েই যায়। বিশেষত ভাষাগত দিকটা আর কিছু জায়গাতে আবেগগুলো সুচারুভাবে প্রকাশের অভাব বইটার একটা বিশেষ দুর্বল দিক। তাছাড়া শুরুর দিককার অতিবর্ণনাও বিবেচ্য। তবে সব মিলিয়ে বইটাকে ভালো বলা যায়। ঠিক অতিমাত্রায় ভালো নয়, আবার চলনসই বললেও ভুল হবে। ভালো, কেবল ভালো যাদের কিছুটা সামাজিক ঘরানার বই পছন্দ তারা অবশ্যই পড়ে দেখতে পারেন বইটা! অন্তত আশাহত হবেন না!