User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বই: নেলসন ম্যান্ডেলার জীবন ও বাণী জনরা: জীবনী ভাষান্তর ও সম্পাদনা: সালেহা চৌধুরী প্রকাশনী: মাওলা ব্রাদার্স প্রকাশ কাল: বইমেলা ২০১০ পৃষ্ঠা: ৭২ প্রচ্ছদ: ধ্রুব এষ মুদ্রিত মূল্য: ১০০৳ কাহিনী সংক্ষেপ: দক্ষিণ অাফ্রিকার ট্রান্সকাই নামক প্রদেশে এমভিজো নামের গ্রামে ১৯১৮ সালের ১৮ জুলাই তার জন্ম। নেলসনের তেরো ভাই বোন অার চার মায়ের সাথে তার ছেলেবেলা ছিল অনেক সুখের। সে সময়ে অাফ্রিকার মানুষ যত খুশি বিয়ে করতে পারতো এতে তাদের স্বচ্ছলতা প্রকাশ পেত। বাবা মারা যাওয়ার পর বাইরে থেকে অাসা ওলন্দাজ অার সাদা চামড়ার ব্রিটিশরা তাদের সব কেড়ে নিলে তারা চলে যায় কুনু নামক এক গ্রামে। মায়ের অনুরোধে সেখানের গ্রাম প্রধান চিফ তার পড়াশোনার দায়িত্ব নেয়, চিফের ছেলে জাস্টিস অার নেলসন একসাথে পড়াশোনা করে। সেকালে যাদের গায়ের রং কালো কিংবা যারা সত্যিকারের অাফ্রিকান তারা চার্চ স্কুল ছাড়া অন্য কোথাও পড়াশোনা করতে পারত না। নেলসনের জীবন ও ভাবনার পরিবর্তন অাসে হিল্টটাউন স্কুলে পড়তে গিয়ে। সেখানের এক স্কুল শিক্ষকের চিন্তা ভাবনা তাকে বেশ প্রভাবিত করে। স্কুলের পড়াশোনা শেষে তিনি ইউনিভার্সিটিতে যান কিন্তু সেখানের কোন এক গোলমালের কারনে নেলসন অার জাস্টিস পালিয়ে জোহানেসবার্গ অাসে। অ্যাপারথেড বা বর্নবাদ নিয়ে তখনই তার মাথায় চিন্তা অাসে। সেখানের লোকজনের জীবন যাপনের ভয়াবহতা দেখে তিনি কালো মানুষদের নিয়ে চিন্তা করেন। কী করে এসব রীতিনীতি থেকে বের হয়ে অাসা যায়, নিজের দেশে কী করে মানুষ হিসেবে বাস করা যায়! যেখানে সাদা বা কালো বর্ণের মানুষের জন্য স্কুল, কলেজ, বাস, চাকরি এমনকি পার্কের বেঞ্চিতে কোন অালাদা নিয়ম থাকবে না। ১৯৫২ সালের ২৬ জুন তারা শান্তিপূর্ণ প্রতিবাদ হিসেবে সাদাদের টয়লেট, ট্রেন, রাস্তা বাস সব ব্যবহার করে। এসব অান্দোলনে জড়িয়ে পড়লে সরকার তাকে বারবার কারাগার প্রদান করে। অনিশ্চিত জীবনের সঙ্গী হতে না পেরে তার প্রথম স্ত্রী তাই তাকে ত্যাগ করে। এর পরে তিনি অাবার বিয়ে করেন ১৯৫৮ সালে উইনিকে। ১৯৬০ সালে ২১ মার্চ তারা অাবার বিদ্রোহ করে এসব অাইনের বিরুদ্ধে ফলে অাবার কারাগার দীর্ঘদিন বিচার কার্য চলার পর তাকে ২৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। রক্তে যার প্রতিবাদী চিন্তা তিনি কী করে চুপ করে বসে থাকবেন। কারাগার জীবনেও তিনি অধিকার অাদায়ের অান্দোলন করে যান, জেলের নানা রকম নিয়ম কানুনের বিরুদ্ধে।..... সেসব ভয়াবহ জীবন কাহিনী অার তার বাকি জীবনের ইতিহাস জানতে পাঠককে কষ্ট করে পড়তে হবে এ বইটা। নিজস্ব মতামত: নেলসন মেন্ডেলা যিনি হার না মানা জীবনের জলন্ত উদাহরন। তার ব্যক্তিজীবন জানার অাগ্রহ থেকেই এ বইটা পড়া। অনেকদিন অাগে পড়া থাকলেও জন্মদিনে অাবার তাকে বইপড়ুয়া পাঠকের কাছে নতুন করে পরিচয় করে দেবার জন্য বইটা হাতে নেয়া। তার নিজের জীবনের যুদ্ধ হয়তো থেমে গেছে, প্রথম বারের মতো কোন কালো মানুষ রাজসিংহাসন জয় করে নিয়েছে তার নিরলস সংগ্রামের জন্য। কিন্তু সমাজ থেকে এখনো বর্ণবাদ মুছে যায় নি। নেলসন মেন্ডেলার ছেলেবেলা থেকে শুরু করে তার সংগ্রামী জীবন, কারগারের জীবন অার পারিবারিক জীবনের নানা কাহিনী জানতে ছোট পরিসরের এ বইটা পাঠক নিঃসন্দহে হাতে নিতে পারেন পড়ার উদ্দ্যেশে।