User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বাল্যকালের ত্রিরত্ন তিন বন্ধুর তিন ছেলেমেয়েকে নিয়ে এ উপন্যাসের অবতারণা। বনমালীর মেয়ে বিজয়া, রাসবিহারীর ছেলে বিলাসবিহারী এবং জগদীশের ছেলে নরেন্দ্র। এর মধ্যে বিলাস আর বিজয়া মোটামুটি ছোটবেলা থেকেই পরিচিত। আর নরেনকে ওদের দুজনের কেউ চেনেনা। কারণ, কলেজে পড়াকালীন বনমালী আর রাসবিহারী ব্রাহ্ম ধর্ম গ্রহণ করে, আবার জগদীশের থেকে ওদের আর্থিক অবস্থা বরাবরই বেশ ভাল। জগদীশ শেষ বয়সে মাতাল হয়ে বনমালীর কাছে অনেক ঋণ রেখে মারা যায়। আর বনমালী মারা যাওয়ার সময় মেয়েকে বিশাল জমিদারীর মালিক করে যায়, আর সবকিছু দেখাশোনার ভার থাকে রাসবিহারী আর বিলাসবিহারীর ওপর। রাসবিহারী চায় বিলাসের সাথে বিজয়ার বিয়ে দিয়ে রাজ্যসহ রাজকন্যা পেতে। মৃত্যুর পূর্বে বিজয়ার চোখে-মুখেও সম্মতির চিহ্ন দেখতে পায় বনমালী। তাই আর নিজের মনের বাসনা মেয়ের ওপর চাপিয়ে দিয়ে যায়না। মিয়া-বিবি রাজি, তো কেয়া কারেগা কাজি? নরেনের এখানে কি ভূমিকা বাপু? হে হে, সেটা জানতে হলে তো বইটা পড়তে হবে জনাব। নিশ্চয়তা দিলাম, লেখক আপনাকে নিরাশ করবেননা, শেষ পাতা পর্যন্ত আটকে রাখবেন। এক কথায় দারুণ লেগেছে। আগে শরৎবাবুর উপন্যাসের পুরুষ চরিত্রগুলোর ওপর রাগ উঠত। আগে পড়া উপন্যাসগুলোর মধ্যে শুধু বিপ্রদাসকে আর চন্দ্রনাথ কে ভাল লেগেছিল। কিন্তু ব্যতিক্রম এই দত্তা। বিলাস বা নরেন কেউই অন্তত মেরুদন্ডহীন নয়, যেটা অন্যদের মনে হত। আর লেখকের উপন্যাসগুলোকে বেশি ভাল লাগে তার বলিষ্ঠ নারী চরিত্রগুলোর জন্য। একেকজন একেক মহিমার অধিকারিণী। আর একেকজনের দৃঢ় মানসিক শক্তি যেন নিজেকেও অনুপ্রাণিত করে। বিজয়াও ব্যতিক্রম নয়। নানান মানবীয় গুণাবলীর সমাহার দেখা যায় তার মধ্যে। সে যেমন নম্রতা জানে, গুরুজনদের সম্মান করে, তেমনি আবার সময়ে সঠিক কথা মুখের ওপর বলতেও জানে। নিজের অবস্থান, দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন এক নারী। দারুণ পছন্দনীয় একটা চরিত্র। আর মানুষ হিসেবে মনের টানাপোড়ন লেখক খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলেন, এখানেও তার অন্যথা হয়নি।