User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এই গীতায় ভুল অনুবাদ করা হয়েছে, যা অন্যান্য প্রকাশনীর গীতা পড়লে বোঝা যাবে
Was this review helpful to you?
or
অসাধারণ সংস্করণ
Was this review helpful to you?
or
শুদ্ধ বৈষ্ণবীয় ধারায় লেখা
Was this review helpful to you?
or
শ্রীমদ্ভগবদ্গীতা যতাযথ বইটি খুব সহজ সরল ভাবেই ব্যাখ্যা করছেন শ্রীল প্রভুপাদ। যারা সূস্কৃত কম পারেন বা বুঝেন তারাও অতিসহজে সংস্কৃত শ্লোকগুলি পরে সহজে গীতা জানতে পারবে।
Was this review helpful to you?
or
কর্ম, জ্ঞান, ভক্তি ও যোগের অপূর্ব সমন্বয় ঘটেছে পাঁচ সহস্রাধিক বছর পূর্বের শ্রীমদভগবদগীতায় ; এত প্রাচীন তবুও তা যেন নবীন। আজও সর্বধর্মের সর্বসময়ের জন্য প্রযোজ্য এই গ্রন্থ। ইসকন কর্তৃক সম্পাদিত শ্রীমদভগবদগীতা যথাযথ ডিলাক্সে শুধু প্রতিটি শ্লোক বিশ্লেষণ করা হয়নি, বিশ্লেষণ করা হয়েছে প্রতিটি শব্দ। সংস্কৃত সম্বন্ধে যাদের ধারণা নেই, তারাও অতিসহজে পড়তে পারেন এই গ্রন্থ। কৃষ্ণভাবনা ছড়িয়ে দিতে তাই ইসকন কর্তৃক সম্পাদিত শ্রীমদভগবদগীতার এই সংস্করণ অতীব উপযোগী।
Was this review helpful to you?
or
শ্রীমদ্ভগবদগীতা যথাযথ বৈদিক দর্শনের সারমর্ম এবং বৈদিক সাহিত্যের শ্রেষ্ঠ উপনিষদ্।
Was this review helpful to you?
or
মজবুত বাঁধাই, উন্নত কাগজ আর ঝকঝকে প্রিন্টের জন্য এই সুপার ডিলাক্স সংস্করণটি অতুলনীয়। প্রতিটি সংস্কৃত শ্লোকের সাথে রয়েছে শব্দার্থ, গীতার গান, অনুবাদ এবং তাৎপর্য। আরো রয়েছে ৩২ টি রঙ্গিন চিত্র, তথ্যবহুল আলোচনা, এবং অন্যান্য। তবে মহাভারতে যেখানে শ্রীকৃষ্ণকে একজন বীর, সুদক্ষ রাজনীতিবিদ হিসেবে পেয়েছি সেখানে গীতার এই ভাষ্যে লেখক শ্রীকৃষ্ণকে পরমেশ্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং সকল শ্লোকের তাৎপর্য সে আলোকেই লেখা, যদিও গীতা মহাভারতেরই অংশ। অবশ্য লেখক বিভিন্ন অংশে স্বীকার করেছেন যে গীতা ও মহাভারতের বিভিন্ন ভাষ্যে শ্রীকৃষ্ণকে কেবল একজন বীর কিংবা রাজনীতিবিদ হিসেবে দেখানো হয়েছে ,তাই লেখক এই গ্রন্থ লেখার উদ্যোগ নেন। আমি সনাতনী না হলেও কিংবা "কৃষ্ণস্তু ভগবান স্বয়ম্" -এ বিশ্বাসী না হলেও - "কর্মেই তোমার অধিকার, কর্মফলে তোমার অধিকার নেই...." (গীতা ২ঃ৪৭) শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাকে মুগ্ধ করে !!