User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
প্রকাশের পরপরই মোহমুগ্ধ হয়ে - পড়েছিলাম এই বই এর প্রতিটি গল্প। সেই মুগ্ধতার রেশে আমার পছন্দের ভেতরই একটা পরিবর্তন চলে এসেছিল। মুলতঃ এই ঘরাণার গল্পই তখন অনেক পড়া হতো। সত্যজিৎ রায়ের আরো বারো, আবারো বারো, এক ডজন গপ্পো কিংবা প্রফেসর শংকু - এসবের ভেতরেই কল্পনা আটকে ছিল। বই এর ভূমিকাতে লেখক খুব সত্যিকার একটা কথা তুলে ধরেছেন। এই গল্পগুলি তাদের মূল ইংরেজী থেকে অনেকটাই সরে এসেছে। এটা যাচাই করার জন্যে আমি নিজেই John Wyndham এর ছোট গল্পের কয়েকটি বই সংগ্রহ করেছি। মারাত্মক বাঁদরামী গল্পটি লেখা হয়েছে Jizzle এর ছায়া অবলম্বনে। কিন্তু, মূল গল্পটি পড়তে গিয়ে দেখেছি, সেলিম হোসেন কি নৈপুণ্যের সাথেই না গল্পটিকে সম্পূর্ণ ১৮০ ডিগ্রী টার্ণ করিয়ে দেশীয় পটভূমিতে রোমান্টিকতার সাথে উপস্থাপনা করেছেন। যারা এডাপটেশন নিয়ে কাজ করছেন- তাদের জন্য এই বই হওয়া উচিত পাঠ্যপুস্তক! মোট দশটি গল্প আছে এই বই এ। প্রতিটা গল্পই অসাধারণ। পাঠের তৃপ্তিটা এতোই মোহাবিষ্ঠকর যে, পড়ার সময় গল্প সমাপ্তির আতংক জাগতে থাকে। হায় হায়, গল্প কি শেষ হয়ে আসলো?! বই এর সব গল্প কি পড়ে ফেললাম!? John Wyndham এর চারটি গল্প ছিল। তার লেখার ধরনটা বেশ পছন্দ হলো। অনলাইন মার্কেট ঘেটে, তার তিনটি গল্প সংকলন সংগ্রহ করলাম। কিন্তু পড়ার সময় বোঝা গেল - কতো দুরহ ইংরেজিকে টিপু ভাই সহজবোধ্য, রসাত্মক ভাষাতে নিয়ে আসতে পেরেছিলেন!