User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#বইপড়ুন_রিভিউ_প্রতিযোগিতা_৩ #রিভিউ_৮ বই : সপ্ত আতঙ্ক। লেখক (অনুবাদ গ্রন্থ) : খসরু চৌধুরী। প্রকাশনী : সেবা। ১/শেষ বৈঠক আগাথা ক্রিস্টি। প্ল্যানচেট এ মাধ্যম বা মমিডিয়ামের কাজ করে সাইমুন। কিন্তু এইটাই তার শেষ বৈঠক। এর পরে সে আর কোনো কাজ করবে না। কিন্তু কেনো? ২/বিচারক ভবন ব্রাম স্টোকার। গণিতের ছাত্র ম্যালকমসন। নিরিবিলি তে পড়ার জন্য খুঁজে খঁজে সে চলে যায় দূরে ছোট এক গ্রামে। সেখানে সরাইখানা তে উঠেই খুঁজে বের করে বিচারক ভবন নামের প্রাচীন বিশাল প্রসাদসম বাড়িটি। সেখানে ম্যালকমসনের সাথে কি হয়েছিল? ৩/বানরের থাবা ডাবল্যু ডাবল্যু জেকব। বৃদ্ধ হোয়াইট দম্পতি এক ছেলেই সুখের সংসার। দাবাখেলুড়ে বন্ধু মরিসের কাছ থেকে পায় বানরের থাবা। যা কিনা একজন মানুষের যে কোনো তিন ইচ্ছে পূরণ করে। মরিস হোউয়াইটে অনেক বুঝিয়েও এইটা ব্যবহার করা থেকে বিরত রাখতে পারেনি। কি চেয়েছিল হোয়াইট দম্পতি? তারা কি সেটা পেয়েছিল? ৪/নেকড়ে ফ্রেডারিক ম্যারিয়াট। ফিলিপস আর ক্রাঞ্জ দুই বন্ধু সুমাত্রার উদ্দেশ্যে জাহাজ ভাসায়। পথিমধ্যে ক্রাঞ্জ শোনায় তার ভয়ঙ্কর ও অভিশপ্ত ছেলেবেলার অতীত। শুনে শিউরে উঠে ফিলিপস। কিন্তু মরা মরা হয়ে পড়ে ক্রাঞ্জ! নিত্যই মৃত্যু যেনো তাকে তাড়া করে চলছে। ক্রাঞ্জের অতীত কেমন ছিল? কি এমন অভিশাপ ছিল ওর উপর? আর বর্তমান ই বা কেমন চলে ক্রাঞ্জের? সে কি অভিশাপ কাটাতে পেরেছিল নাকি অভিশাপে পতিত হয়েছিল? ৫/হর্লা গী দ্য মপাঁসা। গল্প কথক হঠাৎ ই অনুভব করে কেউ তাকে অনুসরণ করছে। ঘরে বাইরে, দিনে রাতে। সে দুধ আর পানি খেয়ে বাঁচে। দিন দিন কথক অসুস্থ হয়ে পড়ে। বাইরে থেকে বেড়িয়ে আসলে ভালো বোধ করে। কিন্তু বাড়ি ফিরলেই সে তাকে গ্রাস করে নিজের অস্তিত্বের জানান দিতে চায়? সে টা কে? গল্প কথক কি " সে "র হাত থেকে নিষ্কৃতি পেয়েছিল? নাকি সে কথকে অদৃশ্য করে নিজের অস্তিত্ব জাগিয়ে তুলেছিল? ৬/অ্যানুবিস রবার্ট ব্লচ। প্রত্নতত্ত্ববিদ স্যার রোন্যান্ড তার ছেলে পিটার কে নিয়ে নেমে পড়ে এক দুঃসাহসিক অভিযানে। উদ্ধার করতে চায় প্রাচীন মিশরের অভিশপ্ত মমির গুপ্তধন। যেখানে পাহারারত আছে মানুষ রুপি শেয়ালমুখো দেবতা অ্যানুবিস। পেপিরাসেরর পাতায় লিখা আছে অবিশ্বাসী ও অপবিত্ররা মৃত্যুবরণ করবে। পিতা পুত্র কি পারবে অভিশপ্ত সেই গুপ্তধন উদ্ধার করতে? নাকি পতিত হবে সেই অ্যানুবিসের অভিশাপে? ৭/অলৌকিক গল্পগুচ্ছ কেনেথ অ্যান্ডারসন। ব্ল্যাকম্যাজিক শিখতে চাইছেন? জানতে চাইছেন আসলেও ব্ল্যাকম্যাজিক বলে কিছু আছে নাকি? তবে অলৌকিক গল্পগুচ্ছ আপনার জন্য। পাঠক উপরের প্রতি গল্পের সারসংক্ষেপে আমি যে প্রশ্নের ঝাপি উপস্থাপন করেছি যদি সে সকল প্রশ্নের উত্তর জানতে চান, রহস্য গুলা উন্মোচন করতে চান তাহলে আপনাকে পড়তে হবে সপ্ত আতঙ্ক বই টি। #পাঠপ্রতিক্রিয়া : হরর ঘরানার বই আমার ভালো লাগে না। কেনো লাগে না, তা জিজ্ঞেস না করাই শ্রেয়। তবে এই বইটা পড়ে আমি চরম পুলকিত হয়েছি। সেযেতু সেবার বই, তাই কোনো ত্রুটি চোখে পরেনি। ঝরঝরে অনুবাদ আর দুর্দান্ত সাসপেন্স এ ভরা ছিল বইয়ের গল্পগুলা। চাইলে আপনিও চেখে দেখতে পারেন। বই হোক ভালোবাসার প্রতীক।