User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Nafees Zakir

      22 Apr 2016 11:50 PM

      Was this review helpful to you?

      or

      Few of the stories were predictable, but writers imagination ability is very high. Liked the one about the "publication typist" Forgot it's headline. But it felt so unique.

      By abaanana

      14 Dec 2015 01:25 AM

      Was this review helpful to you?

      or

      গল্পকার নাফে ভাইয়ের 'ডরর কিচ্ছা' বইটা পড়লাম। সবচে' ভাল লাগল 'শয়তান' গল্পটা। সবথেকে খারাপ লাগল 'পরিবর্তন'। বইটা ভালই। দামটাও মন্দ নয়। ভালা লাগা জানিয়ে গেলাম।

      By Sheba Pagla

      10 Sep 2015 07:17 AM

      Was this review helpful to you?

      or

      অত্যাধিক ভাল লাগার মত একটা বই 'ডরর কিচ্ছা'! হরর, থ্রিলার, সায়েন্স ফিকশন, ওয়েষ্টার্ণ, সাসপেন্স, ফানসহ নানান ধাঁচের ৩০টার উপর অতি ছোট ছোট গল্পের এক অদ্ভুত সংকলন এটি। আকারে বেশ ক্ষুদ্র, মানে পৃষ্টা সংখ্যা মাত্র ৬৪ কিন্তু এক বসায় পড়ে ফেলার মত মারাত্মক একটা বই এটি! দাম? ৯০ টাকা মোটেও বেশি নয়। দেড়শো পৃষ্টার ফালতু উপন্যাস ২০০ টাকায় কিনে পড়ার চেয়ে ৩০-৩২টার মত ছোটগল্প মাত্র ৯০ টাকায়...দারুন! আমি এমনিতেই খুব কম হার্ডব্যাক পড়ি। সেবা ছাড়া বাইরের বই খুব একটা পড়াই হয় না। ফেসবুকের কল্যানে মাঝে মধ্যে দু'একজন লেখকের হার্ডব্যাক হয়ত আগ্রহ নিয়ে সংগ্রহ করা হয়। সেইরকমই একটা সংগ্রহ নাফে মোহাম্মদ এনাম ভাইয়ের এই বইটা। ভাল লাগল, তাই মতামত দিলাম। হরর পাগলাদের জন্য অবশ্যপাঠ্য একটা বই এটি!

      By Oniket

      28 May 2015 08:29 AM

      Was this review helpful to you?

      or

      Sundor ekta boi

      By ইকরাম রাহা

      04 Mar 2015 02:53 AM

      Was this review helpful to you?

      or

      হরর গল্পকার 'নাফে মোহাম্মদ এনাম' ভাইয়ের লেখা 'ডরর কিচ্ছা' বইটা এক অনবদ্য সৃষ্টি! আমাদের বাংলাদেশের খুঁদে গল্পের ইতিহাসে আমি খুব কমই এমন গল্প পড়েছি কিংবা কাউকে সরাসরি বই করে লিখতে দেখেছি। বইটাতে স্থান পাওয়া প্রতিটি গল্পই এত্ত চমৎকার আর মৌলিক যে আমার ভাবতেই ভাল লাগছে 'পয়সা উসুল'! ছোটবেলায় 'ই-বীজ'-এ সায়েন্স ফিকশন খুঁদে গল্প লেখার প্রতিযোগীতা হত। তখনই প্রথম এমন ছোট ছোট কয়েকশ শব্দের গল্পের সাথে পরিচয় ছিলো। এর আগে একমাত্র কৌতুক ছাড়া খুব ছোট পরিসরে যে গল্প লেখা যায় সেটাই জানতাম না! নাফে ভাইয়ের এই বইটা আমি এক বসায় শেষ করেছি। প্রথমে তেম আগ্রহই ছিলো না। ভেবেছিলাম, ছোট তো, একটা-দুইটা পড়েই দেখি। কিন্তু সতি্য বলছি, পুরো বইটা পড়েই দম নিয়েছি তখন! কখন যে হাতের চানাচুর খেয়ে ফুরিয়ে গেলো বলতেই পারিনি! বইটাতে স্থান পেয়েছে ৩৩টার মত গল্প। বেশির ভাগই একপৃষ্টার বেশি দীর্ঘ নয়। বইটার ছাপার মান আর প্রচ্ছদ দারুন হয়েছে। প্রচ্ছদ দেখলাম লেখকের করা। সবচে' ভাল লেগেছে প্রচ্ছদের ফ্ল্যাপে ছাপা ব্যতিক্রমি লেখক পরিচিতি পড়ে! লেখক নিজেই হরর গল্প লেখার প্রতি তার ভাল লাগার কথা নিজের পরিচয় হিসেবেই উল্লেখ করেছেন! মজাদার ছিলো, এমনটি খুব কম দেখা যায়। লেখকের নিজের ছবিটাও কেমন ভৌতিক করে ছাপা হয়েছে! সর্বপরি, একটা চমৎকার রহস্য গল্পের বই এই ডরর কিচ্ছা। ধন্যবাদ লেখক আর প্রকাশককে।

      By Mrinal Kanthy Dey

      23 Feb 2014 08:50 AM

      Was this review helpful to you?

      or

      একটা বিশাল গল্পকে যে এত্ত ছোট করে উপস্থাপন করা যায়...বেশকিছু গল্প বাদে প্রায় অন্যান্য গল্পগুলো মোহিত করে রেখেছিলো আমাকে। বিশেষ করে সায়েন্স ফিকশন গল্পগুলো। গল্পের নাম চয়ন মন্দ নয়। অনেকটা আকর্ষন গল্পের নামেই চলে আসে। লেখকের সাফল্য কামনায়...

      By Samsul Alam

      21 Jan 2014 08:28 PM

      Was this review helpful to you?

      or

      গল্পগুলি চমৎকার!

      By আরাফাত এ, করিম

      08 Dec 2014 04:40 AM

      Was this review helpful to you?

      or

      ভয়, রহস্য, থ্রিলার, ভৌতিকতা আর মানসিক সমস্যার অবিশ্বাস্য সব গল্প লিখে ফেলেছেন নাফে ভাই! ব্লগের সূত্রে তার লেখার সাথে আমাদের পরিচয়। আজ এখানকার একটা লাইব্রেরী থেকে তার 'ডরর কিচ্ছা' বইটা কিনে বাসায় নিয়ে এলাম। ফেলে রেখেছিলাম সারাদিন। ভুলে গিয়েছিলাম বইটার কথা। হঠাৎ মনে পড়ায় বসে গেলাম পড়তে। আহ্! বইটা নিয়ে অল্প আধটু না লিখলে কি চলে এখন? 'শয়তান' গল্পটিতে মানুষ আর শয়তানের প্রতে্যহের অপচেষ্টার একটা জীবন কাহিনি এত্ত ছোট পরিসরে কিভাবে লেখা যায়! 'শেষের পরে' গল্পটি একটি ওয়েষ্টার্ণ গল্প। গানফাইট, আউট-ল এইসব না রেখেও যে জীবনঘনিষ্ট অথচ জমজমাট থ্রিলার ওয়েষ্টার্ন লিখে ফেলা যায় সেটিই জলজ্যান্ত প্রমান 'শেষের পরে'। 'প্রেসের মানুষ' তো একটা মারাত্মক সাইকো গল্প! বাপরে! মানুষের রাগ যে কত ভয়ংকর হতে পারে সেটাই ফুটে উঠেছে গল্পে। 'রোগ' নামের গল্পটিও একই তবে ভিন্নভাবে উপস্থাপিত আরেকটি সাইকো গল্প। এছাড়াও আরো এমন সব গল্প আছে গোটা বইটার ভেতর যে আমার মাথা খারাপ অবস্থা! সবাইকে আমন্ত্রন জানাই বইটা পড়ার। ভাল লাগবেই!

      By Istaham

      16 Nov 2014 02:16 AM

      Was this review helpful to you?

      or

      ফেসবুকের একটা গ্রুপে 'ডরর কিচ্ছা' বইটির ইংরেজি সংস্করন বিশ্বখ্যাত আমাজন ডট কম পেপারব্যাকে বের করেছেন জানতে পেরে বইটা বাংলা সংস্করণ সংগ্রহ করে পড়লাম। এত্ত ছোট ছোট গল্প এগুলো! তবে মজা লেগেছে কারণ পড়তে না মন না চাইলেও গল্পগুলো অত্যন্ত ছোট ছোট বলে 'পড়ে দেখি' মনোভাব নিয়ে পড়তে বসে দেখি এক বসায় পুরো বইটাই পড়ে ফেলেছি! আমি এই বইটার এখন ইংরেজি সংস্করণটা পড়ব বলে ঠিক করেছি। ৩৩টা গল্পের মোট ১৫টা আমার ভাল লেগেছে। 'রোগ', 'পুরোবের আয়না', 'দেওরাজ', 'শেষের পরে', 'শয়তান', 'শেষ চিহ্ন', 'এক শহরে যখন সবাই' ইত্যাদি বেশ চমৎকার ধাঁচের গল্প। মাত্র ৭৫ টাকায় ছোটখাট রহস্য গল্পের বই হিসেবে মন্দ নয় বইটা। সবাইকে পড়ে দেখার জন্য শেয়ার দিলাম।

      By সালেহা চৌধুরী

      15 May 2013 12:45 AM

      Was this review helpful to you?

      or

      ডরর কিচ্ছা নাফে মোহাম্মদ এনাম সমালোচনা : সালেহা চৌধুরী নাফে মোহাম্মদ এনামের কয়েকটি বই আমার হাতে এসেছে। প্রথমে পরে ফেলি ‘ডরর কিচ্ছা’। লেখক বলেছেন ডরর শব্দটি হরর শব্দের মত। সিলেটে ভয়ের গল্পকে ডরর গল্প বলে। ৫৬ পাতার বইতে আছে ৩৩টি গল্প। সবগুলোই মিনি গল্প। কোনটা একপাতা, কোনটা দেড় পাতা আবার কোনটা একপাতারও কম। এত ছোট গল্প লিখে কী ভয় দেখানো যায়? পাঠক প্রশ্ন করতে পারেন। নাফে মোহাম্মদ এনামের ভৌতিক কলম বলে যায়। এবং আমিও পড়বার পর মনে করি যায়। তবে এখানে এমন একটা ভয় যা শিরদাঁড়া বা মেরুদন্ডের ভেতর দিয়ে হিমপ্রবাহ নেমে যাবার মত। সবটা একবার পড়লেই বোঝা যায় না। কয়েকবার পড়তে হয়। একটু নিচু স্বরে ভয়ের গল্প করে গেছেন লেখক। ধরা যাক এক রাতের বাড়ি, একটি নিস্তব্ধ ঘর, একটা বাতি জ্বলছে টিম টিম আর নাফে মোহাম্মদ তাঁর ছোট ছোট গল্প দিয়ে শ্রোতাকে নিয়ে চলেছেন এক অতীন্দ্রিয় জগতে। শ্রোতা বিস্ময়ে শুনছে একটার পর একটা গল্প। আমার নিজের কতগুলো প্রিয়। এর মধ্যে সবগুলোকেই কী আমি কী ভয়ের গল্প বলব? ব্স্মিয়ের গল্প বলাই ভালো। একটি গল্পের নাম ‘দূরে কিছু দেখা যায়’। সেই দূর কোথায়? যাকে খালি চোখে দেখা যায় না, দূরবীন দিয়ে কেবল দেখা যায়। আর একবার সেখানে গেলে ফেলে আসা জনপদ বা ডাঙ্গা আর চোখে পড়ে না। পাঠক বুঝতে পারছেন তো সেটা কোন জগত? ‘প্রেসের মানুষ’ গল্পটি বেশ ভয়েরই বটে। গল্পটা আরো বড় হতে পারতো। কিন্তু লেখক তাকে নিজস্ব স্টাইলে এক পাতার একটু বেশি করেছেন। যে লোকটা খুন করেছে তার কারণ হলো সে মাঝে মাঝে খুব রেগে যায় আর রেগে গেলে হুঁশ থাকে না কী করে সে। বেশ ভয় ও কৌতুক আছে এখানে। কেবল ভয় দেখায় না লেখক একটু হাসায়ও বটে। ‘উঠোন’ নামের গল্পটা একপাতারও কম। মস্ত একটা ঘটনা আছে সেখানে। এবং অবশ্যই ভয়ের ঘটনা। কী সাংঘাতিক একটা ডিকেটটিভ গল্প জমে আছে অল্প কিছু শব্দের মধ্যে। ‘রক্তের পোকা’ একটি মনোস্ত¡াতিক ভয়ের গল্প। আমার মনে হয় রোয়াল্ড ডালের একটা গল্প অনেকটা এমন ছিল। তবে সেখানে বাবা মেরে ফেলত সন্তানদের আর এখানে সুলেখা নিজে। গল্পের শেষ গল্পটা Ñ নিজে ভুত দেখেছি। এটা কী ভুতের গল্প? মনে হয় না। তবে মজার গল্প। এমনি ভাবেই তেত্রিশটি গল্প দিয়ে সাজিয়েছেন তিনি ‘ডরর কিচ্ছা’। পাঠক একটা নতুন কিছু পাবেন। ‘দাঁড়িয়ে ভাবছি’ হাসির গল্প। এখানে ভুত নেই। সব গল্পেই ভুত নেই। কিছ ভয়, কিছু ভুত, কিছু অতিপ্রাকৃতের জারক রসে ডোবানো গল্প, তবে সবটাতেই আছে অল্প বিস্তর রহস্য। ‘নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক’ রীতিমত ডরের গল্প। পাঠক পড়লে আমার সঙ্গে একমত হবেন। তবে এক বসায় না লিখে কয়েক বসায় লিখলে আরো একটু ঘসামাজা হতো। সেটা খারাপ হতো না। লেখক পরে সেটা করতে পারেন। ২০১২ সালে সূচীপত্র বইটি প্রকাশ করেছেন। দাম বেশি নয় মাত্র একশো টাকা। একশোটাকায় তেত্রিশটা কিউট গল্প পড়া যায় মন্দ কী? প্রচ্ছদ লেখকের নিজের আঁকা।

      By Alom khurshed

      27 Jul 2012 02:46 AM

      Was this review helpful to you?

      or

      নাফে মোহাম্মদ এনাম ২০০১-২০০৬ইং পর্যন্ত একচেটিয়াভাবে বাংলাদেশের বিভিন্ন শীর্ষ পত্রপত্রিকায় হরর গল্প লিখে তরুণদের মাঝে একটি পরিচিত নাম হয়ে উঠেছিলেন। মাসিক কিশোর তারকালোকে পাঠকপ্রিয়তা পেলে প্রকাশ করেন প্রথম হরর বই ‘অলৌকিক প্রহর’(২০০৫)। ‘অলৌকিক প্রহর’ নিয়েই নাফে মোহাম্মদ এনাম সবার নজরে আসেন। পরে তার দু’নম্বর বই ‘জিঘাংসা’(২০০৬) বাজারে আসে। এরপর দীর্ঘ বিরতি। লিখেছেন ছোট ছোট হরর গল্প ব্লগে। তুমুল পাঠকপ্রিয়তা অর্জন করেছিলেন ২০০৮-০৯ এর দিকে। ব্লগে তুমুল পাঠকপ্রিয়তা পেয়ে সাহস করে বাংলাদেশের প্রথম কেবলমাত্র হরর বিষয়ক হরর ছোটকাগজ ‘হররপত্রিকা’ বের করেছিলেন। ৩-৪ বছর আগে ব্লগে লেখা তার ছোট ছোট হরর গল্প নিয়ে বেরিয়েছে ‘ডরর কিচ্ছা’। আকৃতিতে ছোট বইটি ভাবনায় আকর্ষণীয়।   বইটির প্রচ্ছদ করেছেন লেখক নিজেই। বইটি প্রকাশ করেছে সূচিপত্র প্রকাশনী। লেখকের এ বইটি পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক জনপ্রিয় ওয়েব সাইট ইবেয় ডট কমে (www.ebay.com)। বইটি সন্ধানে Dorror kichcha লিখে খোঁজ করলেই পাওয়া যাবে। সম্ভবত বাংলাদেশের কোন তরুণের এই প্রথম কোন বাংলা হরর বই জনপ্রিয় এই অনলাইন ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে। লেখকের বইটির ফ্ল্যাপ জুড়ে লেখা আছে: ‘রহস্য, রোমাঞ্চ আর ভৌতিক গল্প পড়তে পড়তে লিখতেও শুরু করি একদিন। লেখালেখির বয়স একযুগেরও বেশি। প্রথম বই অলৌকিক প্রহর প্রকাশ করি ২০০৫-এ। হররপত্রিকা নামে কেবলমাত্র হরর বিষয়ক ছোটকাগজও সম্পাদনা/প্রকাশনা করেছিলাম। মাথায় কেবল রহস্য, রহস্য এবং কেবলই রহস্য! আদিভৌতিক, অতিপ্রাকৃত, রহস্যময়, রোমাঞ্চকর সব কিছুর প্রতিই একরকম মায়া টানে। দু’য়েকটা শর্টফিল্ম, ডকুমেন্টারি বানিয়ে হাতেখড়ি হয় ফিল্মমেকিংয়ে! ভাবছি ছোট ছোট হরর শর্টফিল্ম করে আমার দেশের প্রতিনিধিত্ব করব ভিন্ন ভিন্ন দেশে। রহস্য সাহিত্য পুরষ্কার আমার জীবনের একটি বড় প্রকল্প। হঠাৎ করেই কোন লেখকের কাছে নগদ অর্থসহ পৌঁছে যেতে পারে এই প্রকল্পের সার্টিফিকেট, এমনই রহস্যময় হবে এর কাজ! ব্যক্তিগত জীবনে আমি দারুণ সাদামাটা, পৃথিবীর সকল শুদ্ধ জাতি আর তাদের মাতৃভাষার প্রতি আমার রয়েছে পরিপূর্ণ শ্রদ্ধা। ধর্ম আমাকে যুক্তিশীল করেছে, তাই পৃথিবীর সকল ধর্ম আমার কাছে একধরনের গবেষণা। আর ধর্মগ্রন্থ হচ্ছে আমার নিজেকে আবিষ্কার করার সবচে’ বড় মাধ্যম। বাংলাদেশের বর্তমান চিত্রপট হচ্ছে আমার দেখা সবচে’ বড় ভৌতিক চলচ্চিত্র, আর এর নিকট ভবিষ্যৎ কি হতে পারে তা অনুমান করাটাই হচ্ছে আমার জীবনের সবচে’ ভয়ংকর ভৌতিক গল্প!’ বইটিতে মোট ৩৪টি হরর গল্প স্থান পেয়েছে। সবগুলো গল্পই সম্পূর্ণ ভিন্ন ভিন্ন স্বাদের। কোনটি ভূতের, কোনটা রহস্যগল্প, কোনটা সায়েন্স ফিকশান, কোনটা আবার ওয়েস্টার্ণ, আবার অতিপ্রাকৃত গল্পও আছে, আছে জীবনছোঁয়া বাস্তব গল্পও।

      By রিফাত রায়হান

      07 Feb 2013 04:40 AM

      Was this review helpful to you?

      or

      বইয়ের ৯০ ভাগ গল্পই অসাধারণ! বেশ কয়েকটা গল্প আছে, তেমনটা বুঝিনি। প্রকাশক মুদ্রণে ভুল করেছেন। নাফে মোহাম্মদ এনাম সম্পাদিত 'হররপত্রিকা' এখনো সংগ্রহে আছে। বেশকিছু গল্প সেখানেই পড়েছিলাম। তবে বইয়ে পড়ার মজাই আলাদা! লেখকের করা প্রচ্ছদটা জটিল! সুন্দর আর আমি মনে করি আকর্ষনীয়। বইটি নিকটস্থ কোন লাইব্রেরীতে পাইনি বলে রকমারী ডট কমের আশ্রয় নিয়ে আমি দারুণ খুশি! রকমারী ইজ দা বেস্ট অনলাইন বুকশপ!

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!