User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
This is an excellent book for you if you want to be a successful investor (not gamler or speculator) in our manipulated market. I read many international books on investment (The Intelligent Investor, One Up Wall Street, The Warren Buffet Way, Poor Charlie Almanac, The Psychology of Money and so on). However, I think, this book ( শেয়ারবাজার বিষয়ে কিছু কথা) and A Lonely Walk of this brilliant written will tech you more to survive and thrive in our coppurted, manipulated market. So, read it without delay!
Was this review helpful to you?
or
? “শেয়ারবাজার বিষয়ে কিছু কথা” – বই পড়ার পর কিছু ব্যক্তিগত উপলব্ধি ঈদের আগেই আমাদের আইবিএ’র সম্মানিত পরিচালক মোঃ শরিফুল ইসলাম স্যার এর লেখা নতুন বই “শেয়ারবাজার বিষয়ে কিছু কথা” প্রকাশিত হয়। ঈদের ব্যস্ততা আর সেমিস্টার পরীক্ষার চাপে তখন পড়া হয়নি। কিন্তু এখন যখন সময় করে বইটি পড়ে শেষ করলাম, তখন বুঝলাম বইটা আমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি সমৃদ্ধ ও সময়োপযোগী। যারা স্যারের আগের বই The Lonely Walk পড়েছেন তারা জানেন, সেখানে অনেক বাস্তবতা থাকা সত্ত্বেও রাজনৈতিক সীমাবদ্ধতায় কিছু বিষয়ে পুরোপুরি খোলামেলা লেখা হয়নি। কিন্তু এবার স্যার তার দীর্ঘদিনের ব্যক্তিগত বিনিয়োগ অভিজ্ঞতা ও বিশ্লেষণ ক্ষমতা দিয়ে শেয়ারবাজারের নানা দিক ভালো - মন্দ, সম্ভাবনা-ঝুঁকি সব কিছুই তুলে ধরেছেন সাহসিকতার সাথে। ? বইয়ে যা যা পাওয়া যায়, সংক্ষেপে: ? প্রথম অধ্যায়: শেয়ারবাজার কী, কেন দরকার, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর শুরু কীভাবে হলো - এই অধ্যায়টি একেবারেই হাতেখড়ির মতো কাজে আসে। লেখক এখানে একেবারে নিজের অভিজ্ঞতা দিয়ে দেখিয়েছেন: একজন বিনিয়োগকারী যদি ২০০৭ সালে ১ লাখ টাকা ফিক্সড ডিপোজিটে রাখতো, তার মূল্য আজও প্রায় একই থাকতো, অথচ স্কয়ার কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলে তা হতে পারতো ৭ লাখ টাকা! ? দ্বিতীয় অধ্যায়: ভালো কোম্পানির শেয়ার নির্বাচন নিয়ে দারুণ কিছু গাইডলাইন দিয়েছেন। ?লিস্টিং ইয়ার ?পরিশোধিত মূলধন ?সঞ্চিতি ?৫২ সপ্তাহের শেয়ার প্রাইস ট্রেন্ড ?মালিকানার ধরন এসব ফ্যাক্টর বিশ্লেষণ করে কিভাবে ভালো কোম্পানি চেনা যায়, তা ধাপে ধাপে ছবি সহ বোঝানো হয়েছে। আর গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হল - যদি কোম্পানির স্পন্সর ডিরেক্টররা নিজেরাই বেশি শেয়ার ধরে রাখে, তাহলে সেটি সাধারণত বিশ্বাসযোগ্য। ? তৃতীয় অধ্যায়: লেখক এখানে ইস্টার্ন লুব্রিকেন্ট, লিন্ডে বাংলাদেশ , সামিট এলাইয়েন্স পোর্ট- এসব শেয়ারের মৌলিক বিশ্লেষণ করেছেন। কী দেখে তিনি এগুলো কিনেছিলেন এবং কবে বিক্রি করেছিলেন-তার পেছনের কাহিনি রয়েছে সুস্পষ্টভাবে। এটি একজন নতুন বিনিয়োগকারী হিসেবে আমাকে শিখিয়েছে, শেয়ারবাজারে লাভ করতে হলে আবেগ নয়, চাই তথ্যভিত্তিক সিদ্ধান্ত। ? চতুর্থ ও পঞ্চম অধ্যায়: টেকনিক্যাল এনালাইসিস এবং সম্ভাবনা বিশ্লেষণ - এই দুই বিষয় নিয়ে এমন সহজ ভাষায় আলোচনা সত্যিই দুর্লভ। Support-Resistance, চার্ট কিভাবে পড়তে হয় - এসবের হাতেকলমে ব্যবহার রয়েছে। ? ষষ্ঠ অধ্যায়: এটি আমার কাছে সবচেয়ে সাহসী অধ্যায় মনে হয়েছে। লেখক খোলাখুলি লিখেছেন, বাংলাদেশের শেয়ারবাজারে কীভাবে বড় বড় রাজনৈতিক নেতা, কর্পোরেট গ্রুপ ও আমলারা সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করে নিজেরা কোটি কোটি টাকা তুলে নেয়। সমতা লেদার, জুট স্পিনার্স, এমন বহু কোম্পানির উদাহরণ টেনে এনে তিনি দেখিয়েছেন এই চক্রের বাস্তবতা। ? শেষ অধ্যায়: নতুন বাংলাদেশে শেয়ারবাজার নিয়ে তার স্বপ্ন, আশা এবং ভবিষ্যৎ বিনিয়োগকারীদের জন্য কিছু বাস্তব পরামর্শ দিয়ে শেষ হয়েছে বইটি। ব্যক্তিগত উপলব্ধি: এই বই কোনো তথাকথিত “শেয়ার মার্কেট গুরুর” গ্ল্যামার দেখানোর চেষ্টা নয়। এটি একজন অভিজ্ঞ বিনিয়োগকারীর বাস্তবিক অভিজ্ঞতা ও বিশ্লেষণধর্মী লেখা, যেখানে শেখানোর জন্য কোনোরকম গিমিক নেই, বরং রয়েছে পরিশ্রমী পাঠকের জন্য বিশুদ্ধ গাইডলাইন। যারা শেয়ারবাজারে নতুন বা মাঝপথে এসে আটকে গিয়েছেন তাদের জন্য এই বইটি একটি বাস্তবিক কম্পাসের মতো। ? বইটি পড়ার পর একটাই কথা বলতে পারি বাংলাদেশের শেয়ারবাজার নিয়ে এত সহজ, বাস্তব, এবং বিশ্লেষণভিত্তিক বাংলা বই আমি এর আগে দেখিনি। আপনার যদি বিনিয়োগ করার ইচ্ছে থাকে, তাহলে এই বইটা একবার পড়ে দেখুন-আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে।
Was this review helpful to you?
or
Just finished the wonderful book. Very good analysis along with practical example. I think every Investors should read this book.
Was this review helpful to you?
or
শেয়ার বাজার নিয়ে লেখা এই বইটি একটি মূল্যবান শিক্ষণীয় উপহার, বিশেষ করে যারা দীর্ঘমেয়াদে বাজারে টিকে থাকতে চান তাদের জন্য। এখানে শুধুমাত্র ফান্ডামেন্টাল এনালাইসিস নয়, লেখক নিজের ইনভেস্ট করা শেয়ারগুলোর পেছনের যুক্তিসহ ব্যাখ্যা করেছেন—কেনো এগুলো বেছে নিয়েছেন, এবং কোন প্রসপেক্ট দেখে সিদ্ধান্ত নিয়েছেন। Prospect Analysis-এর উপর ভিত্তি করে ইনভেস্টমেন্টকে অগ্রাধিকার দিয়ে বইটি বাস্তব অভিজ্ঞতা ও বিশ্লেষণের সংমিশ্রণ। শেয়ার বাজারে নতুন বা অভিজ্ঞ যেকোনো বিনিয়োগকারীর জন্য বইটি একটি কার্যকর গাইড।
Was this review helpful to you?
or
“শেয়ারবাজার বিষয়ে কিছু কথা ১” হলো একটি চমৎকার প্রারম্ভিক স্তরের বাংলা বই, যেটি রাস্তা দেখাতে চায়—কোথা থেকে শুরু করবেন, কীভাবে ট্রেড করবেন, ঝুঁকি কমাবেন। তবে, পরবর্তী পর্যায়ে যেতে চাইলে এটি হতে পারে “মূলে উত্থাপিত থিসিস” যা অন্য উচ্চমানের বই ও কোর্সের ভিত্তি হতে পারে।
Was this review helpful to you?
or
নতুন বিনিয়োগকারী হিসেবে আসলে এমন একটি বই-ই খুজতেছিলাম যেখানে আমাদের শেয়ার বাজার নিয়ে শুধুমাত্র তাত্ত্বিক আলোচনা না করে অভিজ্ঞতার আলোকে উদাহরণ দিয়ে সহজভাবে বোঝাবে কী করতে হবে আর কী করা যাবেনা।লেখক অত্যন্ত চমৎকারভাবে ব্যাপারটি উপস্থাপনা করেছেন। লেখক বইটিতে নিজের পোর্টফোলিও প্রকাশ করে দেখিয়েছেন কিভাবে বিচক্ষণতার সাথে সম্ভাবনা পর্যালোচনা করে শেয়ার নির্বাচন করতে হয়। তিনি তার দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশের মত ডাউনট্রেন্ড মার্কেটে বিনিয়োগ করে বেশ ভালো টাকা কামিয়েছেন।
Was this review helpful to you?
or
যেটুকু বুঝেছি তার আলোকে বলে যদি আপনি একজন নতুন বা মাঝারি পর্যায়ের বিনিয়োগকারী হয়ে থাকেন এবং আপনি চাচ্ছেন বাংলাদেশে শেয়ারবাজারে নিজের অর্থ বুঝে-শুনে বিনিয়োগ করতে, তাহলে “শেয়ারবাজার বিষয়ে কিছু কথা ১” আপনার জন্য একটা বাস্তবসম্মত, পরিষ্কার এবং সাহস জোগানো গাইড হতে পারে।
Was this review helpful to you?
or
বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে হতাশার গল্পের শেষ নেই। পুঁজি হারানোর কাহিনীর এই বাজারে যদি হঠাৎ লেখা দেখেন, “আমার কাছে শেয়ারবাজার এক বিশাল রত্ন খনি”। তাহলে কিছুটা অবাক না হয়ে পারবেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনিষ্টিটিউট অব বিজনেস (আইবিএ) এর অধ্যাপক মোঃ শরীফুল ইসলাম পুঁজিবাজারে বিনিয়োগ করে ভালো ফলাফল লাভ করেছেন। সেই অভিজ্ঞতা বিনিয়োগকারীদের মাঝে ছড়িয়ে দিতে তিনি ‘শেয়ারবাজার বিষয়ে কিছু কথা ১’ নামে একটি বই প্রকাশ করেছেন অতিসম্প্রতি। আটটি অধ্যায়ে বিভক্ত ১৫৪ পাতার ছোট এই বইটাতে বিভিন্ন শেয়ার পর্যালোচনা করে কি ভাবে বিনিয়োগ করতে হবে। কোন কোন বিষয়ের প্রতি বিনিয়োগকারী লক্ষ রাখবেন। তিনি নিজে কি কৌশল ব্যাবহার করেছেন, তা জানিয়েছেন। একই ভাবে বলেছেন, ‘আমি যতগুলো শেয়ারে সফল হয়েছি, হয়তো তার চাইতে বেশী শেয়ারে ব্যর্থ হয়েছি। অন্তত সাফল্যের আনন্দের চাইতে ব্যর্থতার কষ্ট আমাকে বেশী পুড়িয়েছে। সাফল্য থেকে কিছু শিখেছি। তবে ব্যর্থতা থেকে বেশি শিখেছি। আমার সব অভিজ্ঞতা পাঠকের কাজে লাগতে পারে। সেই আশা থেকে আমার বইগুলোতে সব খুলে বলেছি’। শেয়ার বাজার কী ও কেন ?, যেভাবে শুরু করবেন, মৌলভিত্তিক পর্যালোচনা, টেকনিক্যাল পর্যালোচনা, সম্ভাবনা পর্যালোচনা, বাংলাদেশের শেয়ারবাজারে সাবধান, বাজার নিয়ে প্রত্যাশা ও বাস্তবতা এবং সর্ব শেষ অধ্যায় কিছু পরামর্শ। আটটি অধ্যায়ের শিরোনাম বলে দিচ্ছে বইটি আকর্ষনীয়। ‘নিজের অর্থের যে অংশটি আপনার নিকটবর্তী সময়ে প্রয়োজন হবে না, সেই মুলধন শেয়ার বাজারে বিনিয়োগ করবেন’। ‘শেয়ারবাজার ব্যাংকে সঞ্চয়ের একটি উত্তম বিকল্প’। এ রকম অনুপ্রেরণাদায়ক বাক্যর পাশাপাশি বাংলাদেশের বর্তমান শেয়ারবাজার নিয়ে জানতে বইটা পাঠ আবশ্যক। একবার পড়ে বইটা হৃদয়াঙ্গম করা সম্ভব না। বিশেষ করে ব্যালেন্স শিট পাঠ, কোম্পানীর লাভ—লোকসান হিসাব, ব্যাংক ঋণ মূল্যায়ন, ভবিষ্যত প্রবৃদ্ধি বোঝার জন্য পাঠককে বইয়ের কিছু অংশ বারং বার পড়তে হবে এবং অনুশীলন করতে হবে। লেখকের সাথে আমার ও চাওয়া হবে, শেয়ারবাজরে বিকল্প ক্যারিয়ার গড়ুন, সাবধানে পথ চলতে শিখুন, শেখা এবং জানার কোন বিকল্প নেই।
Was this review helpful to you?
or
অসাধারণ বই মাশাল্লাহ,
Was this review helpful to you?
or
‘শেয়ারবাজার নিয়ে কিছু কথা’ বইটি আমাদের দেশের বিনিয়োগ সংস্কৃতিতে একটি সজীব, সতর্ক এবং স্বচ্ছ দৃষ্টিভঙ্গি যোগ করে। এটি শুধু বই নয়, এক ধরনের আর্থিক শিক্ষা—যা প্রত্যেক সচেতন নাগরিকের প্রয়োজন।
Was this review helpful to you?
or
"শেয়ার বাজার বিষয়ে কিছু কথা" বইটি শুধু বিনিয়োগকারীদের জন্যই নয় বরং ব্যবসায় শিক্ষা ছাত্র / নতুন বিনিয়োগকারী / যারা স্টক এক্সচেঞ্জ বলতে শুধু টাকা খোয়ানোর উৎস ভাবেন তাঁদের সকলের ধারণা পরিবর্তন ও শেয়ারবাজারের ধারণা সম্পর্কে স্বচ্ছতার জন্য বইটি পড়া প্রয়োজন বলে আমি মনে করি। বইটিতে বিনিয়োগকারীর শেয়ারবাজারে টিকে থাকার ২০ বছরের অভিজ্ঞতা, ত্রুটি বিচ্যুতি, অর্জন সবই ডকুমেন্টারি সহ এবং অনেক নির্দেশনাও তুলে ধরা হয়েছে। বিশেষ করে ইসলাম ধর্মের অনুসারী যাঁরা অর্থ ব্যাংকে রাখতে দ্বিধাবোধ করেন তাঁদের জন্য এই অভিজ্ঞতা আর্থিক স্বচ্ছলতার একটি র্আদর্শ উদাহরণ হিসেবে আমি বিবেচনা করি। অত্যন্ত সততার সাথে কঠিন পরিস্থিতিকে অতিক্রম করে বাংলাদেশের শেয়ার বাজারের উপর যে প্রাকটিকাল অভিজ্ঞতা অর্জনের গল্প এখানে রয়েছে তা গবেষণা কাজেও সাহায্যকারী বলে বিবেচনা করছি। বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে লেখা খুব কমই রয়েছে। এই বইটি থেকে প্রকৃত ধারণা নিয়ে যদি কেউ অগ্রসর হন তবে নিশ্চিত ভাবে বলতে পারি, আপনি আত্মবিশ্বাস নিয়ে নিজের জ্ঞান এর জোরেই স্বচ্ছলতার দিকে ধাবিত হবেন ইনশাআল্লাহ। যদিও এই বই এ জয় হবেই এমন গ্যারান্টি দেয়া নেই।শুধু বই কেনো সেটা আমরা কেউই দিতে পারিনা। কিন্তু আপনি ঠকবেন না এটুকু বলতে পারি। যাঁরা পড়বেন তাঁদের জন্য শুভ কামনা এবং লেখকের সুস্থতা, সম্মান ও শান্তির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করি।