User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Name : Blindness (Blindness #1). Author : José Saramago. Genres : Fiction, Novel, Science Fiction, Dystopia. !!!গল্পটি অনেক সুন্দর। কিন্তু অনুবাদটা একটু অন্যরকম, কথাও একবারও উদ্ধৃতি চিহ্ন (" ") ব্যবহার করা হয়নি। তাই কে কোন কথাটা বলল তা বুঝা যায়না স্পষ্টভাবে। আর প্যাড়া অনেক কম ব্যবহার করা হয়েছে। তবে কয়েক পৃষ্ঠা পড়ার পড়ে অভ্যস্ত হয়ে যাওয়া যায় এই অনুবাদের সাথে!!!
Was this review helpful to you?
or
ট্রাফিক বাতি বদলের অপেক্ষায় গাড়িতে বসে থাকার সময় অন্ধ হয়ে গেল একজন। স্ত্রী ডাক্তারের কাছে নিয়ে গেলে তার অন্ধত্বের মাথা মুন্ডু কিছুই বুঝলো না ডাক্তার, রাতে পড়াশোনা করতে গিয়ে অন্ধ হয়ে গেল সে নিজেও। দ্রুত মহামারী আকারে ছড়িয়ে পড়বার আশঙ্কা থেকে বাচতে সব অন্ধদের একসাথে করে কোয়ারান্টাইন এর উদ্দেশ্যে এক পরিত্যাক্ত পাগলা গারদে নিয়ে গেল সরকার পক্ষ। অন্ধদের এবং একই সাথে তাদেরও, যারা অন্ধদের সাথে কোন না ভাবে জড়িত। কিন্তু মহামারীকে ঠেকানো গেল না তবুও। এক সময় অন্ধরা গড়ে তুলল নিজস্ব আন্দোলন। এই উপন্যাসে যেন এক সত্যিকারের দু:স্বপ্ন তৈরি করেছেন হোসে সারামাগো। এক অমোঘ নিয়তির মত করে ঘটে চলা মহামারীর আকারে অন্ধত্ব, আর তার প্রভাবে সমাজবদ্ধ জীবন যাপনের এক সামগ্রিক কাঠামো ধ্বংস এবং একে একে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ব ছিন্ন হয়ে পড়ার প্রেক্ষাপটে এক সময়কার অগ্রসর সমাজ পরিনত হল এক বর্বর জঙ্গলে। হোসে সারামাগো ১৯২২ সালে পর্তুগালে এক কৃষ্ণাঙ্গ পরিবারে জন্ম নেন। তিনি তার লেখক জীবন শুরু করেন "তেররা দো পেকাদো " উপন্যাস দিয়ে। এর পরে দীর্ঘ তিরিশ বছর তিনি কোন উল্লেখযোগ্য সাহিত্য চর্চা করেননি। এর পরে বিভিন্ন সময়ে বেশ কিছু সাহিত্য সৃষ্টি করেছেন তিনি, যেগুলো বিভিন্ন ভাবে আলোচিত এবং সমালোচিত হয়েছে। ১৯৯১ সালে তিনি লেখেন " দ্য গসপেল একরডিং টু জেসাস "। ক্যাথলিক চার্চ তাকে নিয়ে হৈচৈ শুরু করে দেয়। এরকম অবস্থায়, সারামাগো স্পেনের ল্যানজারো দ্বীপপুঞ্জে স্বস্ত্রীক পাড়ি জমান এবং সেখানেই বাস করতে থাকেন। ১৯৯৫ সাথে তিনি ব্লাইন্ডনেস, যার বাংলায় অনুবাদ হয়েছে অন্ধত্ব, ১৯৯৭ সালে অল দ্য নেমস, দ্য টেল অভ আননোন আইল্যান্ড, ২০০২ সালে দ্য কেভ, ২০০৪ সালে দ্য ডাবল, ২০০৬ সালে দ্য সিয়িং, ২০১০ সালে দ্য এলিফ্যন্টস জার্নি প্রকাশিত হয়। বাংলাদেশে অনুদিত হওয়া তার আর একটি বই হল বালতাসার এন্ড ব্লিমুন্ডা। এই দুটি বই এরই অনুবাদক শওকত হোসেন, যিনি পেশায় একজন ব্যাংকার এবং নেশায় একজন লেখক ও অনুবাদক। দীর্ঘদিন সেবা প্রকাশনীর সাথে জড়িত থেকে শওকত হোসেন লিখে গেছেন নানা রকম মন মাতানো ওয়ের্স্টান ।