User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
পবিত্র কুরআন নিজেই তার ব্যাপারে সাক্ষ্য প্রদানকারী। পৃথিবীতে দ্বিতীয় কোনো গ্রন্থ নেই—যে নিজের সত্যতা বর্ণনা করেছে। পবিত্র কুরআন নিজের নির্ভুলতা নিজেই ঘোষণা করে বলেছে-- This is the Book about which there is no doubt. অর্থাৎ 'এতে কোনো সন্দেহ নেই।' কোনো ভুল নেই। এটি মানুষের জন্য চিরসত্য ও স্থায়ী পথের দিশারি। এটি আলোর পথ দেখায় এবং উন্নত জীবনব্যবস্থার বিধান বলে দেয়। কতক সাদা বুদ্ধির মানুষ—যারা এ স্বচ্ছ গ্রন্থেও ভুল খোঁজে, তাদের দূষিত বুদ্ধির বিরুদ্ধে বইটি রচিত। অবিশ্বাসের যাত্রায় বইটি তাদের সত্য দেখিয়েছে। পরকাল বৈজ্ঞানিকভাবে সম্ভব প্রমাণ করেছে। পবিত্র কুরআনের নিগূঢ় ও টেলিগ্রাফিক তথ্য এবং বৈজ্ঞানিক ভাষা আলোচনাবদ্ধ হয়েছে। বইটির জন্য চির শুভকামনা। দোয়া করি বইটি আরো বিকশিত হোক। আমীন।