User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ধূসর ও পিউ আমার সবথেকে পছন্দের চরিত্র। ওদের পড়লেই মনটা ভালো হয়ে যায়। মন খারাপ থাকলে এক সমুদ্র প্রেম বইটা মন ভাল করার সবথেকে সুন্দর ও সহজলভ্য ঔষধ হিসেবে কাজ করবে। ওদেরকে পড়লে মন এমনিতেই ভালো হয়ে যায়। কি সুন্দর গল্প ! প্রত্যেকটা চরিত্র আলাদাভাবে মনে জায়গা করে নেয়। প্রত্যেকটা চরিত্রে নিজস্ব প্রতিফলন ঘটেছে এই গল্পে। কেউ কারো থেকে কম নয়। আমার ভীষণ পছন্দের। নতুন গল্পের অপেক্ষায় আছি। ভালোবাসা অবিরাম।
Was this review helpful to you?
or
এক কথায় দারুণ একটা বই। ধূসর পিউর ভালোবাসা, ইকবালের দুষ্টুমি। একটু একটু করে প্রতিটি জুটিকেই এনজয় করেছি। তবে এই বইটাতে ধূসর পিউকে বেশি করে পেয়েছি?
Was this review helpful to you?
or
excellent
Was this review helpful to you?
or
খুব সুন্দর লেগেছে,,,,,,,,,
Was this review helpful to you?
or
❤️
Was this review helpful to you?
or
ধূসর ভাই মানেই যেহেতু অসাধারণ কিছু তাই, অসাধারণ কিছুর অপেক্ষায় আছি.......
Was this review helpful to you?
or
অসম্ভব সুন্দর একটি গল্প লিখেছেন। ধূসর পিউ বরাবরই সেরা হৃদয়স্পর্শী অনুভূতি তোলে।এবারেও পুরোদমে ওদের জুটিতে রাঙিয়ে দিয়েছে এক সমুদ্র প্রেমের তরে । এক সমুদ্র প্রেম শুধু একটি গল্প নয় এ হলো বর্নিলা আবেগ,অনুভূতির প্রকম্পন। ধূসর ও পিউ এর রোমাঞ্চকর ভালোবাসার সমুদ্রে ভাসতে চাইলে অবশ্যই পড়ুন এক সমুদ্র প্রেম। রোমান্টিক প্রেমের গল্প।অনুভূতির আখ্যান। ভালোবাসা শুধু প্রকাশেই সীমাবদ্ধ নয় অস্পৃশ্য প্রণয়নের দায়িত্ববোধ ও নিটোল মনোভঙ্গিতেও জড়িয়ে থাকে। ভীষণ সুন্দর এই গল্পটা মন ছুঁয়ে গেছে। দুজনের বিয়ে,সাংসারিক জীবনে ভরপুর সুখ দুঃখের হাতছানি খেলে এক সমুদ্র প্রেম গহীনে। গল্পটা সত্যিই অনেক সুন্দর ভালোলাগার উপাখ্যান।যা আমার হৃদয়ে চিরন্তন গেঁথে রইবে।
Was this review helpful to you?
or
ধূসর ভাই আর পিউ আর প্রিয় চরিত্র, এক কথায় আমার ভীষণ ভালো লাগছে বইটা। ?? দারুণ একটা বই! অন্তঃবাসিনীতে ধূসর ভাই আর পিউকে নিয়ে সেঁজুতি দি একটু কম লিখেছিলে। তা এই বইতে পূরণ করে দিয়েছো। কোনো কিছুতে কোনো খামতি নেই! যেসকল পাঠক ফেসবুকে ধূসর ভাইকে পড়ে খুব পছন্দ করেছিলেন তাদের জন্য এটা খুব ভালো হবে। নতুন করে আবারও ধূসর ভাইকে পেয়ে খুব আনন্দিত হয়েছি! অসংখ্য ধন্যবাদ সেঁজুতি দি কে আবারও ধূসর ভাইকে আমাদের মাঝে আনার জন!?
Was this review helpful to you?
or
দারুণ একটা বই! অন্তঃবাসিনীতে ধূসর ভাই আর পিউকে নিয়ে লেখিকা একটু কম লিখেছিলেন। তা এই বইতে পূরণ করে দিয়েছে। কোনো কিছুতে কোনো খামতি নেই! যেসকল পাঠক ফেসবুকে ধূসর ভাইকে পড়ে খুব পছন্দ করেছিলেন তাদের জন্য এটা খুব ভালো হবে। নতুন করে আবারও ধূসর ভাইকে পেয়ে খুব আনন্দিত হয়েছি! অসংখ্য ধন্যবাদ লেখিকা আপুকে, আবারও ধূসর ভাইকে আমাদের মাঝে আনার জন!?
Was this review helpful to you?
or
অপেক্ষার প্রহর শেষ হবে এবার, আর মাত্র কিছু দিনে??
Was this review helpful to you?
or
উফফফফফফ ধূসর ভাই আবারো আসছে??? ধূসর-পিউ এর জুটির তুলনা হয় না???