User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
nice great
Was this review helpful to you?
or
প্রিয় রাসূল। দো-জাহানের বাদশা, মানবজীবনের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কুরআন সুন্নাহভিত্তিক জীবন গড়ার ক্ষেত্রে একজন মহান গাইড। সকল মুসলিম ভাই ও বোনদের উচিত একবার হলেও রাসূলের জীবনী নিয়ে লেখা এই বইটি পড়া। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে রাসুলের দেখনো পথ ও মতে চলার তাওফিক দান করুক।
Was this review helpful to you?
or
Very Good Printing.But I am not satisfied in Courier Service.
Was this review helpful to you?
or
খুব সুন্দর বই
Was this review helpful to you?
or
very good
Was this review helpful to you?
or
Not bad
Was this review helpful to you?
or
বই packing সুন্দর ছিল
Was this review helpful to you?
or
allhumdulillah onk valo
Was this review helpful to you?
or
অসাধারণ বই গুলো।তবে সবুজ বই টা তেমন ভালো না
Was this review helpful to you?
or
khub sundor duita boi...MashaAllah...
Was this review helpful to you?
or
এক কথাই অসাধারন
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
খুব ভালো লাগল।
Was this review helpful to you?
or
GOOD
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
Best of the Best
Was this review helpful to you?
or
প্রত্যেক মুসলমানের ঘরে বইটি রাখা উচিত
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
সীরাত জানার জন্য এই বই উপকারী
Was this review helpful to you?
or
Ei boiti pore onek gen orjon kora jabe,na jana onek kicho jana jabe.ei boiti prottek manushke pora uchit❤❤❤❤❤❤❤
Was this review helpful to you?
or
আইয়্যামে জাহেলিয়াতের সময়। চারদিকে হানাহানি, গোত্রে গোত্রে দ্বন্দ্ব, জীবন্ত কন্যা শিশুকে দাফন - এমন নানান সব অপরাধে লিপ্ত মক্কাবাসী। এমনই এক সময় পৃথিবীর আলো হয়ে মা আমিনার কোলে জন্ম নিলেন সর্বকালের সেরা মানুষ মুহাম্মদ(স.)। শান্তি প্রতিষ্ঠায় তরূণদের নিয়ে তিনি গঠন করলেন 'হিলফুল ফুযুল' বা শান্তিসংঘ। সকলের কাছে তিনি পরিচিত হলেন আল-আমিন বা বিশ্বাসী নামে। সেই মানুষটিকে চল্লিশ বছর বয়সে আল্লাহ তায়ালা বানালেন শেষ নবী। এরপর দীর্ঘ ২৩ বছর ধরে মানুষকে হিদায়াতের শিক্ষা, তাওহীদের শিক্ষা দিতে থাকলেন। অত্যাচারিতও হতে থাকলেন। এই মহান মানুষটির জীবনী নিয়ে আল্লামা শিবলী নোমানী(র) এর উর্দু বইটির অনুবাদ সাহিত্য এটি। অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
মহানবী কে শুধু যে মুসলিম জাতির জন্য সৃষ্টি করা হয়েছে তা নয় বরং গোটা মানবজাতির জন্যই তাকে এই দুনিয়ায় পাঠানো হয়েছিলো।। তিনি একাধারে পুরো জাতির একজন পথপ্রদর্শক।। তিনি এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন।। তার মত সৎ, ন্যায়বান,সহজ সরল, দয়াবান এবং তার চরিত্র এর মত আর কোনো মানুষ এই দুনিয়াই ছিলো না, আসবেও না।। খুব নির্যাতিত,অপদস্থ, হয়েও তিনি কাওকে গালি পর্যন্ত দেন নি।। খুবই কোমল রিদয়ের মানুষ ছিলেন তিনি।। এই বইটিতে তার জীবনের এইসব নানা গুনাবলির কথা বলা আছে।। তিনি আল্লাহর প্রেরিত রসূল।। তার জীবনী পড়লে পড়তেই মন চাইবে, তার সাথে আমাদের চরিত্র মেলানোর চেষ্টা করতে মন চাইবে।। তার মত মানুষ এর উম্মত হয়ে আমরা গরবিত।। কারন আমরা মুসলিম।। জীবনে একবার হলেও নবীজীর জীবনী পড়া উচিত।। তা না হলে অপূর্ণ থেকে যাবে আমাদের এই খন্ডকালিন জীবন।। অন্তত এই বইটি পড়লে নবীজির মত মহামানব এর অতি গুরুত্ব পূর্ণ চরিত্রের কথা জানা যাবে
Was this review helpful to you?
or
অসাধারণ। অনেক কিছু শিখলাম
Was this review helpful to you?
or
বইটি খুব তথ্যবহুল পড়ে খুব ভাল্লাগছে প্রতিটি ঘটনা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছে ❤️❤️
Was this review helpful to you?
or
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী থেকে প্রিয় নবী ও তার আদর্শ বিষয়ে বিষদ ভাবে জানা যায়। ও এ থেকে জীবন পরিচালনা কি ভাবে করতে হবে তা শেখা সম্বভ। কিন্তু পৃষ্ঠার কাগজ মান ও বাধানো আরো উন্নত করার দাবী রাখে।
Was this review helpful to you?
or
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বশ্রেষ্ঠ আদর্শের অধিকারী। তার জীবনে তিনি কখনো খারাপ কাজ করেননি। তিনি খুব সহজ সরলভাবে জীবন যাপন করেছেন। সবসময় তিনি অন্যের ভালো করার চেষ্টা করতেন এবং সবার সাথে ভালো ব্যবহার করতেন। তার জীবনী ও আদর্শ গুলো এখানে তুলে ধরা হয়েছে। এই বইটি মনোযোগ সহকারে পরলে আমরা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ও জীবন যাপন এর তরিকা জানতে পারব এবং এগুলো নিজের মধ্যে ধারণ করে ইহকাল ও পরকাল দুই জায়গাতেই শান্তি লাভ করতে পারব।
Was this review helpful to you?
or
খুব ভালো একটা বই এটা
Was this review helpful to you?
or
পৃথিবীর বুকে একজন মহা মানবের জন্ম তাকে তৈরি করলে পৃথিবীর অন্য কিছু তৈরী করতেন না রাব্বুল আলামিন। আর সেই মহা মানবের নাম হল হযরত মুহাম্মদ (সঃ)। মহানবী পৃথিবীর শ্রেষ্ট মানব সেটা সারা পৃথিবীর সকল মাখলুকই সেটা জানে। আর এই নবীর উম্মত হতে পেরে আমি ধন্য এ জীবনে আলহামদুলিল্লিহ। এই বিটি পরে নবীজির জীবন সম্পর্কে সুস্পষ্ট ধারনা আরও বৃদ্ধি পেয়েছে। আল্লাহ যেন আমাদের সবাইকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর অদর্শের মত যমজীবন গড়ার তৌফিক দান করেন।
Was this review helpful to you?
or
এই বইটি অনেক ভালো একটা বই বলা যেতে পারে আমাদের জীবনে চলার পথে অনেক কার্যকারি একটা বই।সব মিলে অনেক ভালো বই।
Was this review helpful to you?
or
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এই মহামানবের নাম জানে সবাই। আর শুধুমাত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার খাতিরেই কেবলমাত্র অনেককে এনার সম্বন্ধে সম্মানের সাথে কথা বলতে শোনা ও দেখা যায়। কিন্তু তিনি (সাঃ) কি শুধুই নবী ছিলেন? এর বাইরে কিছু ছিলেননা? ওহী প্রাপ্ত হওয়া ছাড়াও তাঁর (সাঃ) কি আর কোনো গুণাগুণ ছিলো না? সবাই একবাক্যে হয়ত স্বীকার করে নিবেন যে হ্যা, ছিলো। কিন্তু তা কি অনেকেই বলতে পারবেনা। তিনি (সাঃ) নবী ছাড়াও ছিলেন একজন যোদ্ধা, একজন সমরনায়ক, একজন পিতা, একজন স্বামী, একজন বিশ্বপ্রেমিক, একজন দৃঢ়চেতা বক্তা, একজন সত্যবাদী, একজন বিশ্বাসভাজন, একজন তুখোড় রাজনৈতিক দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তিত্ব। তিনি (সাঃ) মানবকূলের মধ্যে ছিলেন সর্বগুণাধার। তাঁর সম্বন্ধে যতই বলা হয় তা কম বলা হয়। একথা আমি এখন হলফ করে বলতে পারি, যে আমি যদি মুসলিম না হয়ে যবন হতাম, তাহলেও আমি রাসূল (সাঃ) আদর্শ অনুসরণ করতাম। কারণ, তাঁর জীবন পদ্ধতিতেই আছে সর্বমঙ্গল। তাঁর যে আদর্শ, সবাইকে ভালোবাসার যে শিক্ষা তিনি ১৫০০ বছর আগে দিয়ে গেছেন, তা এখন আমাকে দোর্দণ্ডপ্রতাপসমেত তাপ দিচ্ছে। তিনি আমাকে শেখালেন শত্রু-মিত্র নির্বিশেষে সবাইকে ভালোবাসো, তিনি আমাকে শেখালেন অপরাধীর অপরাধ ক্ষমা করে দাও, কিন্তু তা স্মরণ রাখো, তিনি আমাকে শেখালেন কেউ ভালো কথা বললে তাঁর প্রশংসা করতে, কেউ অসংলগ্ন কথা বললে তা সংশোধন করে দিতে। সর্বদা সত্য পথে চলা এ যুগের অনেকের কাছে হয়ত বেখাপ্পা লাগতে পারে, অনেকে বলেও তাই যে, খারাপের সাথে খারাপই না করলে আসলে এযুগে টিকে থাকা যায়না। কোনো যবন একথা বললে মানা যাবে, কিন্তু কোনো মুসলিমের মুখে একথা মানায় না। কারণ, ইসলাম এবং তাঁর রাসূল (সাঃ) এর আদর্শ সর্বযুগের জন্য এবং তা সর্বাধুনিক। এর প্রয়োজন কেয়ামত অবধি থাকবে। তাই আমাদের উচিৎ, এই মহামানব সম্বন্ধে জানা, ভালো করে বোঝা। ইনি (সাঃ) হলেন সেই মহামানব যাঁর থু থু ফেলার মধ্যেও মঙ্গল নিহিত থাকতো, যার বসার ধরণে বসলে অনেক রোগ বালাই হতে মুক্ত থাকা যায়। রেটিং নিয়ে কারও হয়ত প্রশ্ন থাকতে পারে। কিন্তু শুধু তথ্যের জন্য নয়, বানান ভুল হয়েছে অনেক।