User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
লেখিকা ফাতেমা স্বর্ণা রচিত "আয়নার রংধনু" বইটি ১১ টি ছোটগল্পের একটি সংকলন। বইয়ের সূচনাটা হয়েছে যেন ঈশপের গল্পের আদলে, গল্পের ছলে লেখিকা মনে করিয়ে দিয়েছেন "যে কাঠায় মাপ সেই কাঠাতেই শোধ"; এক কথায় যাকে বলে "কর্মফল"। শামাপ্রিয়া গল্পটা কৌতুকেভরা রোমান্টিক গল্প, যেখানে ডাক্তার মশায়ের হাতে কুপোকাত রোগী নাকি রোগীর কাছেই ডাক্তার মশাই নাস্তানাবুদ সেই দোটনায় পড়ে যাবে পাঠক।? শোধবোধ -এ প্রকৃতির দাঁড়িপাল্লার মাপকাঠিটা আশ্চর্য সুন্দরভাবে লেখিকা দেখিয়েছেন স্বাভাবিক জীবনধর্মী এই গল্পের মধ্য দিয়ে।? প্রলয়ঙ্কারী প্রণয়োপাখ্যান গল্পটা পড়লে হাসবো না কাঁদবো না বাংলা সিনেমার টানটান মজার প্রেমের কাহিনীর স্ক্রিপ্ট পড়ছি সেটা বোধগম্য হওয়া মুশকিল।? লেখিকা "Behind Every Successful Man, There is a Woman" প্রবাদের সত্যতা প্রমান করেছেন পাশের বাড়ি মেয়েটি গল্পটার মাধ্যমে যার প্রেক্ষাপট বাংলার আধাশহুরে মহল্লা; যেখানকার প্যাশনেট টিনএজ লাভ স্টোরি হয়ে যায় সারা জীবনের পার্টনারশিপ। অপেক্ষার পর গল্পটাতে হাসান আর মিলির মধ্যকার ডায়ালগ যেন এক একটা পাঞ্চ লাইন ।আর যাই হোক ডায়লগ পড়লে পাঠকের মন ভরে যাবে । সংসার গল্পটার সাথে এশিয়ান হোক আর ইউরোপিয়ান হোক, মডার্ন হোক অথবা সেকেলে, যে কোন নারী খুবই সহজেই নিজেকে রিলেট করতে পারবেন। পড়লে শুধু আপসোস এইটুকুই হয় যে, নারী, কেন তুমি এত ক্ষমাশীল। ? ম্যানুপুলেশন গল্পটা আসলেই ম্যানুপুলেশন; গল্পের শেষ পড়া হয়ে গেলেও প্রেসকার নিনো শহরের ধোঁয়াশায় কাটে না । ডাকাত হাজেরার প্রধাণ চরিত্র হাজেরাকে মনে হয় মা দুর্গার মত, যার দশটা হাত আর এমন কোন কাজ নেই যা তিনি পারেন না । আবার তিনি কালীরও এক রূপ যে অন্যায়ের প্রতিবাদ করতেও পিছুপা হন না । আর যে গল্পটা আমার মনকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে তা হল "রক্তঋণ"। গল্পটা আমাকে হঠাৎ করেই মনে করিয়ে দিয়েছে যে, আজকের সোনার বাংলাদেশের জন্য লেখিকার গল্পের মত এরকম বহু রক্তঋণ আমাদের রয়েছে। নতুন লেখিকা ফাতেমা স্বর্ণার এই নতুন বইটি রবীন্দ্র, শরৎচন্দ্র, বঙ্কিম, হুমায়ুন, লেখকদের গল্পের ক্ষুধা মেটাতে পারে না ঠিকই, কিন্ত নতুন প্রজন্মের সাহিত্যের কিছুটা তৃষ্ণা মেটাতে পারবে আশা করি। না পড়লে মিস হয়ে যাবে এটা বলবো না তবে না পড়লে আফসোস থেকে যাবে।?