User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এই গল্পটি “হলুদ ফুল ও নীলপাখি” খুবই সুন্দর এবং হৃদয়গ্রাহী একটি শিশুতোষ গল্প। এটি প্রকৃতরি ছোট ছোট জীবের মাধ্যমে আমাদরে জীবনের অভজ্ঞিতাগুলোর প্রতফিলন ঘটায়। হলুদ ফুলের শঙ্কা, হতাশা, এবং শেষে নীল পাখির মাধ্যমে তার মুক্তির কাহিনী খুবই আবদেনমূলক। গল্পটি শিশুকিশোরদের জন্য যেমন উপযোগী, তেমনি বড়দের জন্যও এটি একটি গুরুত্বর্পূণ র্বাতা দেয়—প্রকৃতরি ছোটখাটো জীবনের মাঝে সৃষ্টির সৌর্ন্দয এবং তার গভীরতা। গল্পরে মধ্যে ফুলের ভয় এবং পোকা, বাতাস, মালি, খুকু, ভুলু কুকুর, মিনি বিড়াল ও ময়না ছাগলের মতো নানা চরত্রের উপস্থিতি প্রকৃতির এক বিস্তৃত চরিত্র তৈরি তরে যা আমাদেরকে ভিন্ন জীবনরে কাছে নিয়ে যায় ও মূল্কাযবোধ শিখতে সহায়তা করে। বিশেষত, গল্পের শেষের দিকে নীল পাখি পোকাটাকে তাড়িয়ে দেয়, তখন আমরা দেখতে পাই যে, কখনো কখনো অন্যদের অন্যদের সাহায্য আমাদরে জন্য অত্যন্ত প্রয়োজনীয় হতে পারে। এই ধরনরে গল্প ছোটদের জন্য একদিকে বিনোদমূলক এবং অন্যদিকে তাদের সহানুভূতি, সাহস এবং পরিবেশ সর্ম্পকে সচতেন করে তোলে। This story, "Yellow Flower and the Blue Bird," is very beautiful and heartfelt. It reflects the experiences of life through the small lives of nature. The yellow flower’s fear, despair, and ultimately its release through the blue bird is truly touching. The story is perfect for children and teenagers, and also carries an important message for adults—showing how the beauty of creation and the struggles of life are mirrored in the small lives of nature. In the story, the yellow flower’s fear and the various characters like the bug, the wind, the gardener, Khuku, the dog Bhulu, the cat Mini, and the goat Moyna, create a vast image of nature, teaching us values through different lives. Especially towards the end, when the blue bird drives the bug away, we see that sometimes, help from others can be essential for our own release. This kind of story is both entertaining for young ones and educates them about empathy, courage, and awareness of the environment.