User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আসলে, লেখালেখির তেমন কোনো জ্ঞান, অভিজ্ঞতা কিছুই আমার নেই। তবুও বইটি সম্পর্কে কিছু বলতে চাই। বইটি এক কথায় সেরা। প্রতিটিতে লাইনেই যেনো চোখের সামনে ভেসে বেড়াচ্ছিল। লিভারপুলের প্রতি অসম্ভব রকমের ভালোবাসা থাকার কারণেই হয়তো এইভাবে লেখা যায়, এত সুন্দর করে সবার সামনে উপস্থাপন করা যায়। "দি নরমাল ওয়ান" চ্যাপ্টারের শেষ অংশ পড়ার সময় নিজের অজান্তেই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল। খুব অল্প লেখায় জুর্গেন ক্লপ কে বর্ণনা করা চারটে খানিক কথা নাহ। বইটির দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষায় রইলাম। লেখক ভাইকে সাজেশন দেওয়ার মতো যোগ্য আমি নই, তবুও একটা কথা বলতে চাই যে, ইংলিশ যেসকল শব্দগুলো বাংলাতে লেখা ছিল তার পাশাপাশি সেগুলো ইংলিশে দিলেও ভালো হতো মনে হয় (ব্যক্তিগত মত)। লেখায় কোনো ভুলত্রুটি হলে ক্ষমা করবেন ভাইয়া।
Was this review helpful to you?
or
বহু মানুষের আবেগ, স্বপ্নের উৎস লিভারপুল এফসি। যে ক্লাব হাসাতে জানে, কাঁদাতে জানে, যে ক্লাব জানে ভালোবাসা আদায় করে নিতে, ভালোবাসা প্রতিদান দিতে। কারা ছিলেন লিভারপুলের আজকের লিভারপুল হয়ে ওঠার পেছনে? কতটা রক্ত ঝড়েছে এই পথে? লিভারপুল শহর কি মনে রেখেছে তাদের? লেখক:আহমদ আতিকুজ্জামান ❤️?
Was this review helpful to you?
or
All Reds is a brilliant tribute to Liverpool FC! Packed with passion and history, it’s a must-read for any true Liverpool fan.❤️ waiting for next chapter.✌️
Was this review helpful to you?
or
যারা লিভারপুলকে ভালোবাসেন বা ফুটবলের গভীর দিকগুলো বুঝতে চান, তাদের জন্য অবশ্যপাঠ্য একটি বই
Was this review helpful to you?
or
লেখক বাংলা ভাষায় যেভাবে লিভারপুলের ইতিহাস বইয়ের মাধ্যমে সবার সামনে তুলে ধরলেন, এক কথায় অসাধারণ ❤️
Was this review helpful to you?
or
❤️❤️❤️
Was this review helpful to you?
or
ফুটবলের বিষয়ে জানার আগ্রহ সবসময়ই বেশি থাকে তারউপর সেটা যদি হয় নিজের পছন্দের ক্লাব লিভারপুল নিয়ে৷ তাহলে কথাই নাই ? নিজের ভাষায় নিজের পছন্দের ক্লাবের বই নিতে পেরে আমি খুবই আনন্দিত চাইলেই নিতে পারেন আশা করি পড়ে ভালো লাগবে, লিভারপুলের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন
Was this review helpful to you?
or
হিলসবরো ট্রাজেডি কিংবা হেইসেল ট্রাজেডির মত ঘটনা নিয়ে বিস্তারিত গবেষণামূলক এমন লেখা এর আগে কোথাও প্রকাশিত হয়েছে কিনা সন্দেহ- অল রেডস বইয়ে এই দুই ঘটনার দারুণ বর্ণনা আছে দেখে পুলকিনিঃসন্দেহে অল রেডস লিভারপুলকে নতুন করে চিনিয়েছে। লেখকের জন্য শুভকামনা রইল ❤️...
Was this review helpful to you?
or
Wonderful book. As a Liverpool fan, the book is very important ❤️ Thanks Atikujjaman bhai
Was this review helpful to you?
or
Brilliant writing. Never been a liverpool fan, but read this book and learn so many untold stories about the club and history! It would be a milestone for Bengali literature. Ahmed was absolutely fabulous telling stories in his way, enjoyed the whole time reading this book. 10/10. Definitely recommend every football fan to read this special book.
Was this review helpful to you?
or
বহু মানুষের আবেগ, স্বপ্নের উৎস লিভারপুল এফসি। যে ক্লাব হাসাতে জানে, কাঁদাতে জানে, যে ক্লাব জানে ভালোবাসা আদায় করে নিতে, ভালোবাসা প্রতিদান দিতে। কারা ছিলেন লিভারপুলের আজকের লিভারপুল হয়ে ওঠার পেছনে? কতটা রক্ত ঝড়েছে এই পথে? লিভারপুল শহর কি মনে রেখেছে তাদের? লেখক:আহমদ আতিকুজ্জামান ❤️?
Was this review helpful to you?
or
Wonderful book write by our wonderful atiquzzaman bhai.As a Liverpool fan i'm know many history of Liverpool football club by this book? I'm waiting for next part of this book.....ynwa❤️
Was this review helpful to you?
or
❝ অল রেডস : এক লাল হৃদয়ের মহাকাব্য ❞ ফুটবল কেবলই একটি খেলা নয়, এটি আবেগ, সংস্কৃতি, এবং ইতিহাসের মিশেলে গড়ে ওঠা এক মহাকাব্য। আর সেই মহাকাব্যের অন্যতম উজ্জ্বল অধ্যায় লিভারপুল ফুটবল ক্লাব । আহমদ আতিকুজ্জামানের ❝অল রেডস❞ বইটি লিভারপুলকে ঠিক সেভাবেই তুলে ধরেছে- একটি ক্লাবের গল্প নয়, বরং এক ঐতিহ্যের ইতিহাস । এক সময়ের ব্যস্ত বন্দরনগরী কীভাবে এক ফুটবল সাম্রাজ্যে পরিণত হলো, তা লেখক চমৎকারভাবে তুলে ধরেছেন। একের পর এক ঘটনার মোড়কে ফুটে উঠেছে লিভারপুল ফুটবল ক্লাবের উত্থান ও সংগ্রামের কাহিনি, যা পাঠককে কেবল তথ্য দান করে না, বরং হৃদয়ের গভীরে স্পন্দন জাগায়। লিভারপুলের ইতিহাসের পাতা কেবলমাত্র গৌরব আর সাফল্যের গল্প নয় । বরং রয়েছে হিলসবরো ট্রাজেডির মতো মর্মান্তিক গভীর শোকের অধ্যায়ও । যার তথ্যবহুল বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরেছেন লেখক এই বইটিতে । এরপর ইস্তানবুলের সেই ঐতিহাসিক রাত জীবন্ত হয়ে উঠেছে লেখকের লেখায় । পাঠকের চোখে সেই রাতের বিস্ময়ের ঝলক আবেগের প্রতিচিত্র হয়ে ধরা দিবে । জেরার্ডের সেই রাতের নেতৃত্ব কতটা প্রাণবন্ত হয়ে ফুটে উঠেছে বইটিতে । লিভারপুল মানেই শুধু ইতিহাস নয়, এটি এক নিরন্তর সংগ্রাম ও পুনর্জাগরণের গল্প। আর এই পুনর্জাগরণের অন্যতম কারিগর হলেন দ্য নরমাল ওয়ান ইয়ুর্গেন ক্লপ - একজন কোচ, যিনি কেবল খেলোয়াড়দের নির্দেশ দেন না, বরং তাদের হৃদয়ের স্পন্দনে পরিণত হন। লেখক ক্লপের আবির্ভাব, এবং কীভাবে তিনি লিভারপুলকে আধুনিক যুগের শ্রেষ্ঠ ক্লাবগুলোর কাতারে নিয়ে গেছেন—তা তুলে ধরেছেন এক অনবদ্য বিশ্লেষণে । এছাড়াও লেখক আহমদ আতিকুজ্জামান তার এই বইটিতে লিভারপুল ক্লাবের সাথে সম্পৃক্ত আরও অনেক কীর্তিমানদের কথা ও স্মরণীয় সব মূহুর্ত ফুটিয়ে তুলেছেন তার কলমের জাদুতে । আমি মনে করি, লিভারপুল সমর্থক তো বটেই, বরং সকল বাংলাদেশী ফুটবল প্রেমীদেরই এই প্রথম বাংলা ভাষায় লেখা লিভারপুল সম্পর্কিত ❝ অল রেডস ❞ বইটি পড়া উচিত । লেখকের প্রতি বিনীত অনুরোধ, ইয়ুর্গেন ক্লপ ও স্টিভেন জেরার্ড—এই দুই কিংবদন্তিকে নিয়ে যেন আলাদা দুটি বই লেখেন, যেখানে তাদের জীবন, দর্শন, এবং লিভারপুলের প্রতি তাদের অবিস্মরণীয় অবদান আরও বিশদভাবে উঠে আসবে। বইদুটির প্রচ্ছদে যদি ক্লপ ও জেরার্ডের মুখচ্ছবি থাকে, তবে তা হবে এক আবেগঘন শ্রদ্ধাঞ্জলি । - এনায়েত উল্লাহ
Was this review helpful to you?
or
Excellent writing, must-read book for football fans especially Liverpool FC fans. I imagined the miracle night of Istanbul while reading this book. Recommending this to sports fans.