User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অবশেষে তামজীদ রহমান ভাইয়ের লেখা তৃতীয়া ডুয়োলজি পড়ে শেষ করলাম। বইটা নিয়ে আগেও অনেক কথা শুনেছিলাম, কিন্তু পড়তে গিয়ে বুঝলাম এই গল্পটা ঠিক "শুধু গল্প" না। একেকটা চরিত্র যেন চিন্তাভাবনার ভেতর ঢুকে বসে থাকে, বারবার মনে করিয়ে দেয় সবকিছু দেখা যায় না, কিছু জিনিস শুধু অনুভব করা যায়। এটা কোনো গতানুগতিক থ্রিলার নয়। বরং বলা যায়, সাইকোলজিকাল থ্রিলার যার ভিতর দিয়ে একটা অদৃশ্য টান টের পাওয়া যায়। এমন টান, যেটা একবার শুরু করলে ফেলে রাখা কঠিন, আবার শেষেও মনে হয় বাকি রইল কিছু। সবচেয়ে ভালো লেগেছে, বইটা পাঠককে ধারণা দেয় না জিজ্ঞাসা ছুঁড়ে দেয়। নিজের মতো করে ভাবার জায়গা দেয়, আর এই জায়গাটাই আজকালকার গল্পে খুব কমই দেখা যায়। যারা একটু অন্যরকম কিছু খুঁজছেন, একটু ভাবতে চান, একটু ‘অস্বস্তিকর সত্য’-এর মুখোমুখি হতে রাজি তাদের জন্য বইটা একদম পারফেক্ট।
Was this review helpful to you?
or
শেষটা আরেকটু ভালো হতে পারতো
Was this review helpful to you?
or
? তৃতীয়া ডুয়োলজি — এক শ্বাসরুদ্ধকর থ্রিলার অভিযান বাংলাদেশি লেখকের কলমে রচিত “তৃতীয়া ডুয়োলজি” নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ের অন্যতম উল্লেখযোগ্য কল্পবিজ্ঞান ও থ্রিলার সাহিত্যকর্ম। এই ডুয়োলজির দুই খণ্ড একত্রে গড়ে তুলেছে এমন এক সাহিত্যিক ভুবন, যেখানে ইজিপ্টীয় মিথোলজি ও আধুনিক বাংলাদেশের প্রেক্ষাপট এক আশ্চর্যরকম সামঞ্জস্যে মিলেমিশে গেছে। এটি কেবল একটি কাহিনি নয় — বরং এক নিঃশ্বাস-আটকে রাখা পাঠ-অভিজ্ঞতা। ? গল্পের নির্মাণ ও গতি: প্রথম খণ্ডে গল্পের পটভূমি সুচিন্তিতভাবে গড়ে তোলা হয়েছে। চরিত্রগুলোর পরিচিতি, তাদের মানসিক জটিলতা, এবং প্লটের সূক্ষ্ম সূচনা — সবই এক ধৈর্যশীল ছন্দে এগিয়েছে। দ্বিতীয় খণ্ডে কাহিনির গতি হঠাৎ করেই নাটকীয়ভাবে বাড়ে। একের পর এক টানটান মিশন, অপ্রত্যাশিত প্লট টুইস্ট আর শ্বাসরুদ্ধকর মুহূর্তে ঠাসা — প্রতিটি অধ্যায় যেন পাঠককে বইটি হাতছাড়া করতে না দিয়ে পরবর্তী পৃষ্ঠার দিকে টেনে নেয়। ? গল্পের বিশেষত্ব: ? Four Act Structure: গল্পটি রচিত হয়েছে Four Act structure-এর ভিত্তিতে, যা কাহিনির গভীরতা ও নাটকীয়তা বহুগুণে বাড়িয়ে তুলেছে। এখানে কোনো ‘plot armor’ নেই — অর্থাৎ চরিত্রগুলোর ভাগ্য একেবারেই অনিশ্চিত। কে কখন মারা যাবে, সেটা আগাম বোঝার উপায় নেই। এই অনিশ্চয়তা গল্পে উত্তেজনা ও উদ্বেগ দুটোই অনবদ্যভাবে ধরে রাখে। ? ইজিপ্টীয় মিথোলজি ও বাংলাদেশি প্রেক্ষাপট: বাংলাদেশি লেখক যেভাবে প্রাচীন ইজিপ্টীয় পুরাণকে আধুনিক বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতার সঙ্গে গাঁথতে পেরেছেন, তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। বিষয়বস্তুর মৌলিকতা ও কল্পনার বিস্তার পাঠককে মোহিত করে রাখে। ? পাঠ অভিজ্ঞতা: লেখার ভাষা সহজ, সাবলীল ও বর্ণনামূলক। দৃশ্যপট বর্ণনায় লেখকের মুন্সিয়ানা স্পষ্ট — চরিত্র ও ঘটনাপ্রবাহ যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। ব্যক্তিগতভাবে বলতে গেলে, বইটির টান এতটাই ছিল যে ডুয়োলজির দুই খণ্ড একটানা দেড় দিনে শেষ করতে বাধ্য হয়েছি! ? চূড়ান্ত মন্তব্য ও ক্লাইম্যাক্স: গল্পের ক্লাইম্যাক্স ছিল অতুলনীয় — আবেগ, উত্তেজনা আর আশ্চর্যের দারুণ মিশেল। শেষ পর্যন্ত এসে গল্পটি এক গভীর প্রভাব ফেলে যায়। ✅ কাদের জন্য এই বই? যারা কল্পকাহিনি, থ্রিলার, মিথোলজি এবং সংস্কৃতির মিশ্রণ ভালোবাসেন — তাদের জন্য "তৃতীয়া ডুয়োলজি" একদম পারফেক্ট। বিশেষ করে যারা মিথোলজিকে আধুনিক সেটিংয়ে কল্পনা করতে ভালোবাসেন, এই বইটি তাদের পড়তেই হবে। ⭐ রেটিং: ★★★★★ (৫/৫)
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই। আমার খুব ভালো লেগেছে। দুই খণ্ডের বই, প্রথম খণ্ডটি কিছুটা ধীর গতির। কিন্তু দ্বিতীয় খণ্ডটি একদম টানটান উত্তেজনা এবং দ্রুত গতিসম্পন্ন। দ্বিতীয় খণ্ডের আবার শেষের অর্ধাংশকে এক কথায় বলা যায় 'অ্যাবসোলিউট সিনেমা' । আসলেই মনে হচ্ছিল কোনো মুভি দেখছি। গল্পের নাটকীয়তা, অনাকাঙ্ক্ষিত মোড় এবং সবশেষে সমাপ্তি—সব মিলিয়ে বেশ ভালো লেগেছে। অনেক দিন পর আনপ্রেডিক্টেবল গল্পের একটা বই পড়লাম। Highly recommended!