User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
তৌফির হাসান উর রাকিব ভাইয়ের “আথান্তর” এমন এক উপন্যাস, যা পাঠককে শুরু থেকেই টেনে নেয় এক অজানা, অস্বস্তিকর অথচ রোমাঞ্চকর জগতে। এই বইটি পড়তে গিয়ে মনে হয়, আমরা হয়তো বাস্তবতা আর কল্পনার মাঝখানে দাঁড়িয়ে আছি, যেখানে সবকিছু খুব কাছাকাছি—কিন্তু একটুও স্পষ্ট নয়। বইটির বর্ণনা, পরিবেশ এবং ঘটনাগুলোর বিন্যাসে রয়েছে একধরনের ক্লিনিক্যাল নিরপেক্ষতা, যেটা লেখকের পেশাগত জীবনের (চিকিৎসক) প্রভাব হিসেবে ধরা পড়ে। কিন্তু সেই নিরপেক্ষতা ধীরে ধীরে জায়গা নেয় ভয়ের, দুশ্চিন্তার এবং একপ্রকার অস্তিত্বজিজ্ঞাসার মধ্য দিয়ে। পাঠক হিসেবে আপনি যেমন গল্পের রহস্য উন্মোচনের চেষ্টা করবেন, ঠিক তেমনভাবে নিজের ভেতরেও কিছু প্রশ্নের জন্ম হতে শুরু করবে। এই বইয়ের অন্যতম শক্তি হচ্ছে এর পরিবেশ গঠন এবং চরিত্রগুলোর আচরণে থাকা বিশ্বাসযোগ্যতা—কেউই অতিনাটকীয় নয়, কিন্তু সবাই অস্বাভাবিক এক বাস্তবতায় বন্দী। লেখক অহেতুক ভয় বা চমক সৃষ্টি না করে ধীরে ধীরে একটা চাপা উৎকণ্ঠা তৈরি করেন, যেটা বইটি শেষ করার অনেক পরেও পাঠকের মনে থেকে যায়। সবমিলিয়ে, যারা বাংলা সাহিত্যে আধুনিক থ্রিলার ও হালকা দার্শনিকতা খুঁজছেন, অথচ ‘বড় ধাক্কা’ নয় বরং ‘ধীরে সিঁড়ি বেয়ে ওঠা’ ধরনের রোমাঞ্চ পছন্দ করেন, তাদের জন্য “আথান্তর” নিঃসন্দেহে এক আকর্ষণীয় অভিজ্ঞতা হতে পারে।
Was this review helpful to you?
or
এই বইটি পড়া এক কথায় সময় এবং অর্থ—দুয়েরই অপচয়। পুরো বই জুড়ে শুধুই খাবারের টেবিলে রাখা বিভিন্ন পদের বিবরণ এবং সংলাপের অতিরিক্ত ব্যবহার দেখা যায়, যা গল্পকে দুর্বল ও ছন্দহীন করে তোলে। লেখক হোম স্টেটের পটভূমি বা পরিবেশ যথাযথভাবে উপস্থাপন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। গল্পে যে গুপ্তধনের সন্ধানের কথা রয়েছে, সেটি শুরু হয় বইয়ের প্রায় শেষ দিকে, কিন্তু খুব দ্রুত এবং হাস্যকরভাবে তা শেষ হয়ে যায়—যার ফলে পাঠক হিসেবে তৃপ্তি তো দূরে থাক, বিরক্তিই পেতে হয়। গল্পের গতি এতটাই মন্থর ও আগ্রহহীন ছিল যে, আমাকে ছয়বার বিরতি নিয়ে বইটি শেষ করতে হয়েছে। সবচেয়ে বড় কথা, যাঁরা একে "কসমিক হরর" বা "লাভক্রাফটিয়ান হরর" বলছেন, তাঁরা হয়তো ঐ ঘরানার প্রকৃত মানে বোঝেন না। এই বই কোনোভাবেই ঐ জনরার অন্তর্ভুক্ত নয় এবং তেমন মানের ধারেকাছেও পৌঁছাতে পারেনি। সারসংক্ষেপে: বইটি পড়ে আমি একেবারেই সন্তুষ্ট নই।