User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটিতে লেখকের বাস্তব কিছু গল্প, অভিজ্ঞতা উঠে এসেছে যা পাঠক মনে নিঃসন্দেহে সাড়া ফেলবে বলে মনে হয়েছে। একটি গল্প পড়া শেষ হতে না হতেই, পরের গল্পটি পড়ার আকুতি কাজ করেছে আমার। স্যার/লেখক যেহেতু আইন অঙ্গনের মানুষ, সেহেতু পরবর্তীতে আইন সম্পর্কিত কোন বই প্রকাশের অনুরোধ থাকবে।
Was this review helpful to you?
or
নীল জল দিগন্ত সত্যিই অসাধারন একটি বই।এটা পড়ে কখনো আবেগতাড়িত কখন রোমান্সিতো কখনো ভীত হয়েছি। যতোবার পড়ি ততোবার ভালোই লাগতেছে।।শুভকামনা লেখকের জন্যে
Was this review helpful to you?
or
খুবই সুন্দর সাবলীল ভাষার চমৎকার একটা বই।
Was this review helpful to you?
or
সাবলীল ভাযার একটি চমৎকার গল্পের বই।
Was this review helpful to you?
or
নীল জল দিগন্ত সত্যিই অসাধারন একটি বই।এটা পড়ে কখনো আবেগতাড়িত কখন রোমান্সিতো কখনো ভীত হয়েছি। যতোবার পড়ি ততোবার ভালোই লাগতেছে।।শুভকামনা লেখকের জন্যে।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই।অত্যন্ত সহজ সরল ভাষায় জীবনের ঘটে যাওয়া অতি সূক্ষ্ম বিষয়গুলোও অত্যন্ত দক্ষতার সাথে এমন ভাবে ফুটিয়ে তোলা হয়েছে মনে হবে চোখের সামনে ঘটনাগুলো ঘটছে।সাহিত্য প্রেমিকদের জন্য শ্রেষ্ঠ একটি বই হতে পারে।
Was this review helpful to you?
or
কিছু কিছু বই-এর রিভিউ করা যায়না। শিল্পীর শব্দের বুননে এঁকে যায় গল্পের রং, তখন শিল্পীই যেন হয়ে ওঠেন গল্পের রং। সত্যিই কল্পনা কতটা সুন্দর হতে পারে! লেখকের শব্দচয়ন এতটাই চমৎকার ক্ষণে ক্ষণে পাঠক আটকে যেতে বাধ্য। গল্পের ছলে উঁচু-নীচু, সুখ, দুঃখ, জীবনবোধ, চালচলন, জীবনযাপন, প্রাপ্তি-অপ্রাপ্তি, ব্যক্তি, পরিবার ও সমাজের অসঙ্গতি তুলে ধরা হয়েছে। যাদের বই পড়ার তেমন অভ্যাস নেই বইয়ের প্রতি নেশা পুরোপুরি জেগে উঠবেই।।। ________________সত্যিই কৃতজ্ঞতা লেখকের প্রতি।।
Was this review helpful to you?
or
কিছু কিছু বই-এর রিভিউ করা যায়না। শিল্পীর শব্দের বুননে এঁকে যায় গল্পের রং, তখন শিল্পীই যেন হয়ে ওঠেন গল্পের রং। সত্যিই কল্পনা কতটা সুন্দর হতে পারে! লেখকের শব্দচয়ন এতটাই চমৎকার ক্ষণে ক্ষণে পাঠক আটকে যেতে বাধ্য। গল্পের ছলে উঁচু-নীচু, সুখ, দুঃখ, জীবনবোধ, চালচলন, জীবনযাপন, প্রাপ্তি-অপ্রাপ্তি, ব্যক্তি, পরিবার ও সমাজের অসঙ্গতি তুলে ধরা হয়েছে। যাদের বই পড়ার তেমন অভ্যাস নেই বইয়ের প্রতি নেশা পুরোপুরি জেগে উঠবেই।।। ________________সত্যিই কৃতজ্ঞতা লেখকের প্রতি।।
Was this review helpful to you?
or
বই রিভিউ-নীল জল দিগন্ত মামুনুর রশিদ নীরব গানের লাইনের মত বইটির নাম। আর সুরের মত লেখনী। পাঠকের মন ছুয়ে যেতে বাধ্য। কিছু সময় অতীতের স্মৃতি রোমন্থন আর বাস্তবতার বেড়াজাল থেকে একটু বাইরে আসার সুযোগ করে দেয়ার মত একটি বই। নিজে পড়ুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন❤️
Was this review helpful to you?
or
মামুনুর রশিদ নিরব স্যার পেশায় বিচারক, মনে-প্রাণে একজন সাহিত্যপ্রেমী। লেখালেখির প্রতি তাঁর ভালোবাসা এবং সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ তাঁকে একজন ব্যতিক্রমী সৃজনশীল মানুষে পরিণত করেছে। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন 'নীল জল দিগন্ত'—একটি অনন্য সাহিত্যকর্ম, যা পাঠকের মনে গভীর দাগ কাটবে। শব্দের খেলায় তিনি সৃষ্টি করেছেন এক ভিন্নতর জগৎ, যেখানে অনুভূতি, ভাবনা ও কল্পনার মিশেলে তৈরি হয়েছে এক প্রবল আবেশ। পাঠকের মন কখন যে হারিয়ে যাবে, তা টেরই পাওয়া যাবে না। আনন্দ, শিহরণ ও বিস্ময়ের এক অনন্য অভিজ্ঞতা দিতে প্রস্তুত এই বই। রকমারি থেকে সংগ্রহ করতে পারেন 'নীল জল দিগন্ত'। যা একবার পড়তে শুরু করলে থামতে মন চাইবে না।
Was this review helpful to you?
or
বই রিভিউ: নীল জল দিগন্ত – টমাস: একটি পাখির নাম লেখক: মামুনুর রশীদ নীরব রিভিউ: ‘নীল জল দিগন্ত’ বইটির অন্যতম আকর্ষণীয় অংশ টমাস: একটি পাখির নাম—যেখানে লেখকের স্মৃতিতে জড়িয়ে থাকা এক বিশেষ পাখির গল্প উঠে এসেছে। লেখার ধরণ দেখে বোঝা যায়, এটি নিছক একটি পাখির কাহিনি নয়, বরং মানুষের সঙ্গে প্রাণীর সম্পর্ক, স্মৃতি ও অনুভূতির মিশেলে গড়া এক আবেগঘন বয়ান। লেখক টমাসকে এখনও ভুলতে পারেননি। তার সন্তানরাও পাখিটির গল্প জানে, এমনকি ছোট মেয়ে ‘নীতি’ দেশের ৬৩টি জেলা ঘুরে ফেললেও শুধুমাত্র টমাসের টানে শেরপুর যাওয়ার আকাঙ্ক্ষা রাখে। এটি পাঠকের মনে কৌতূহল জাগায়—টমাস কি এখনো বেঁচে আছে? যদি থাকে, তাহলে এত বছর পর পুরনো মানুষদের চিনতে পারবে? লেখকের এই প্রশ্নগুলো পাঠকের মনেও একইরকম ভাবনার ঢেউ তোলে। লেখার ধরণ খুবই মনোমুগ্ধকর, স্মৃতিচারণধর্মী এবং আবেগঘন। লেখকের ভাষা সহজ, সরল এবং গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। এটি নিছক গল্প নয়, বরং প্রকৃতি ও প্রাণীর প্রতি মানুষের আবেগ, স্মৃতি ও টানকে প্রকাশ করে। যারা প্রকৃতি ও প্রাণীর সঙ্গে মানুষের সম্পর্কের গল্প পছন্দ করেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি হৃদয়ছোঁয়া লেখা।