User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Awesome book
Was this review helpful to you?
or
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে দিনের পর দিন ঘুরেছেন মঈনুস সুলতান। মিশেছেন বিচিত্র মানুষের সঙ্গে। যুদ্ধ আফগানদের জীবন বদলে দিয়েছে, বিত্তশালী পরিণত হয়েছেন মিসকিনে; তালেবানদের যুগে রুদ্ধ হতে বসেছিল কবি-শিল্পীদের সৃজনশীল কর্মকাণ্ড এবং এর ভেতরেই তাঁরা সৃষ্টির জন্য নতুন নতুন পথ বেছে নিয়েছেনএসব কাহিনির মর্মন্তুদ, কৌতূহলোদ্দীপক ও সরস -বর্ণনা দিয়েছেন লেখক এই বইয়ে। যুদ্ধের আবহের ভেতরও কাবুলের এক কার্পেটের দোকানে বসে মহিলা কবিদের গুপ্ত মাইফেল। সেই মাইফেল থেকে ফেরার সময় যশস্বী কবি শায়ের বাবা লেখককে বলেন, ‘অনেক দূর দেশ থেকে এসে তুমি মাইফেলে বসলে, আগামীতে তোমার জন্য এ আসন শূন্য থাকবে।’ জঙ্গি লাটের কেল্লায় জোব্বা পরা খেদমতগার কালাশনিকভ রাইফেল থেকে আসমানের দিকে গুলি করে বিদেশি মেহমানদের জানায় খোশ আমাদেদ। সড়কে চাকাওয়ালা কাঠের কাঠামো ঘষটাতে ঘষটাতে সামনে বাড়েন পা-হীন ওস্তাদ হাকিয়ার। আর বোরকা পরা দুই নারী দুলে দুলে গায়-হে বিজ্ঞ পুরুষ, আমাদের রাস্তা দেখাও।’ এই বইয়ে কত বিচিত্র মানুষের গল্প, পড়তে পড়তে পাঠক লেখকের সঙ্গে থাকবেন; থাকবে উদ্বেগ, উৎকণ্ঠা আর নতুন নতুন অভিজ্ঞতার আনন্দ।
Was this review helpful to you?
or
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে দিনের পর দিন ঘুরেছেন মঈনুস সুলতান। মিশেছেন বিচিত্র মানুষের সঙ্গে। যুদ্ধ আফগানদের জীবন বদলে দিয়েছে, বিত্তশালী পরিণত হয়েছে মিসকিনে; তালেবানদের যুগে রুদ্ধ হতে বসেছিল কবি-শিল্পীদের সৃজনশীল কর্মকাণ্ড এবং এর ভেতরেই তাঁরা সৃষ্টির জন্য নতুন নতুন পথ বেছে নিয়েছেন—এসব কাহিনির মর্মন্তুদ, কৌতূহলোদ্দীপক ও সরস বর্ণনা দিয়েছেন লেখক এই বইয়ে।
Was this review helpful to you?
or
মঈনুস সুলতান আমার প্রিয় লেখক দের মধ্যে অন্যতম। মঈনুস সুলতান বর্তমান সময়ের একজন প্রখ্যাত ভ্রমণ কাহিনী লেখক।তার ভ্রমণ কাহিনী সম্পূর্ণ আলাদা প্রকৃতির। সেখানে শুধু ভ্রমণ এর বর্ণনাই নয়। সাথে থাকে সেখাঙ্কার মানুষের ব্যক্তিগত সুখ দুখের কাহিনী ও। সেই সাথে তার ভাষা শৈলী, বিষয়বস্তু এবং বর্ণনাও অন্য লেখকদের তুলনায় অনেক আলাদা। কাবুলের ক্যারাভান সরাই বইটি আফগানিস্তানের ভ্রমণ কাহিনির উপর রচিত।যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে দিনের পর দিন ঘুরেছেন মঈনুস সুলতান।বিচিত্র মানুষের সঙ্গে মিসেছেন। এবং তাদের কথাই উঠে এসেছে বইটির ছোট ছোট অধ্যায়ে। প্রথম এই রয়েছে ইস্তাম্বুল থেকে কাবুল আশার পথে লেখকের এয়ারপোর্টে ঝামেলার কথা। আফগানিস্তানে যাবেন এ কথা শুনেই সবাই তাকে সন্দেহর চোখে দেখতে থাকেন। অনেক সময় ও ধৈর্যের পর তিনি শেষ পর্যন্ত কাবুল এসে পৌছান এবং এক স্রাইখানায় থাকেন। এরপরেই লেখক আফগানিস্তানের হালহকিকতের কিছু বর্ণনা দেন। সবখানে সৈন্য দের পাহাড়া, দুর্ভিক্ষ , দারিদ্র, অশিক্ষা। সেই সাথে প্রায়ই তালেবানি এলাকা সন্দেহে বিভিন্ন এলাকায় বোম্বিং। যার শিকার সাধারন মানুষ। প্রতি ঘরে ঘরেই হয় মৃত অথবা পঙ্গুত্বের শিকার মানুষজন। হাজিজা ও গুলনাহারের কাহিনী রয়েছে। হাজিজা যার পুরো প্রিবার বোম্বিং এর কারনে মৃত।তাকে দত্তক নিয়েছেন এক ভিক্ষুক। যে এক সময় ছিল সাংবাদিক। যার নিজের মেয়ে হাজিজার বয়সী ছিল।বোমার আঘাতে সে মৃত। রয়েছে কবি শায়ের বাবা এর কাহিনী। কার্পেট এর দোকানের অন্তারালে যিনি কবিতাকে বাচিয়ে রেখেছেন। সেই নৃত্য শিল্পীর কাহিনী। নাচ শিখানোর অপরাধে কেটে দেয়া হয়েছে যার পা। তিনি পুরুষের চিত্র শিল্পী পরিবারকে নির্যাতন এ অক্ষম করে ফেলা হয়েছে। এসবের বর্ণনা লেখক দিয়েছেন অসাধারণত্বের সাথে। তবে যেখানেই লেখক যাননি কেন। সবখানেই সাধ্যাতীত ভাবে আফগান রা তাকে আপ্যায়ন করেছে।এর পর লেখক যান বাবুরের সমাধিতে। সেখানে তার দেখা হয় নয় পুরুষ ধরে বাবুরের স্মাধি রক্ষনা বেক্ষন ও শাহানমা পাঠ করে এমন ব্যাক্তির সাথে। যে লেখক কে পাঠ করে শুনায় শাহানমার বয়ান। দেখা হয় শিশু সৈনিকের সাথে। লেখক দেখা করেন ওয়ার লর্ড বা জঙ্গি লাট বলে পরিচিত জনাবে হাজি আগা এর সাথে যার কাছে যুদ্ধ জিহাদ। বাজারে ঘুরতে ঘুরতে দেখা হয় ওস্তাদ হাকিয়ার খানের সাথে। সেই পঙ্গু ভিক্ষুক যে একসময় ছিল স্কুলের শিক্ষক। এভাবেই বিভিন্ন বিচিত্র মানুষের বিচিত্র জীবন কাহিনির দুঃখ ভরা গল্পের সাথে সাথে এক সময় লেখকের বর্ণনায় উঠে আসে বাল্য বিবাহ। খুবই কম বয়সী মেয়েদের টাকার বিনিম্য়ে কিনে নিয়ে বয়স্ক বৃদ্ধ রা বিবাহ করছে। এমনি চোখে পানি চলে আসা কাহিনির সমাপ্তি হয় শের মঞ্জিল এর কথা দিয়ে। এ এমনি এক জায়গা যেখানে মেয়েদের কে নাচ গান ও অন্যান্য বিষয়ে সিক্ষা দেয়া হয় বিক্রির জন্য বিদেশে।...এমনি সব দুক্ষের কাহিনী নিয়ে কষ্ট ও নতুন আশার বানী শোনান লেখক