User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বই: মুসলমানের জীবনব্যবস্থা ইসলাম নাকি গণতন্ত্র লেখক: মো. এ. আর. খান বইটি ইসলামের শাসনব্যবস্থা ও গণতন্ত্রের পার্থক্য বিশ্লেষণ করে। লেখক দেখিয়েছেন, গণতন্ত্র ও ইসলাম কেবল শাসনব্যবস্থার পার্থক্যের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এগুলোর দর্শনগত ও আকিদাগত বিরোধ আছে। সহজ ভাষায় উপস্থাপিত বইটি ইসলামি দৃষ্টিকোণ থেকে গণতন্ত্রের মূল বিষয়গুলো পর্যালোচনা করেছে। বই সম্পর্কে: গুরুত্বপূর্ণ একটি সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আলোচনা। ভাষা সহজবোধ্য, তবে তাত্ত্বিক বিশ্লেষণ আরও বিস্তৃত হতে পারত। যারা ইসলাম ও রাজনৈতিক দর্শন নিয়ে জানতে চান, তাদের জন্য উপযোগী।
Was this review helpful to you?
or
সাবাহ পাবলিকেলনের প্রকাশিত"মুসলমানদের জীবন ব্যবস্থা ইসলাম নাকি গনতন্ত্র" বইটি চমৎকার ও অত্যন্ত প্রয়োজনীয়। যার অভাব এই যুগের মুসলিমরা অনুভব করছে। একটি উওম, আদর্শ সমাজ ও জীবন গড়তে হলে আমাদেরকে এ সম্পর্কে জানা অতি জরুরী। এমন চমৎকার বই নিয়ে এসেছে সাবাহ পাবলিকেশন আপনার জন্য। আর এটিই হবে আপনার জন্য সেরা । ইনশাআল্লাহ।
Was this review helpful to you?
or
"মুসলমানের জীবনব্যবস্থা ইসলাম নাকি গণতন্ত্র" বইটি ইসলামী জীবনব্যবস্থা ও গণতন্ত্রের মধ্যে গভীর তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করে। লেখক ইসলামের মৌলিক নীতি, শরীয়াহ, এবং গণতন্ত্রের মূল্যবোধের মধ্যে পার্থক্য ও সাদৃশ্য নিয়ে আলোচনা করেছেন। বইটির ইতিবাচক দিক হলো এর গভীর বিশ্লেষণ ও সহজবোধ্য ভাষা। তবে কিছু পাঠক মনে করতে পারেন যে লেখক ইসলামকে বেশি প্রাধান্য দিয়েছেন এবং গণতন্ত্রের ইতিবাচক দিকগুলো কম আলোচিত হয়েছে। সামগ্রিকভাবে, বইটি ইসলাম ও গণতন্ত্রের মধ্যে সমন্বয় ও পার্থক্য বোঝার জন্য একটি ভালো উপাদান।
Was this review helpful to you?
or
গনতন্ত্র কি সেটা জানার সবার দরকার, আর তার জন্য এই বইটা সত্যি উপকারী। সহজ সাবলীল ভাষায় সুন্দর একটা বই,মাশাআল্লাহ।
Was this review helpful to you?
or
আমরা মুসলিম। আমাদের জীবন ব্যবস্থা হবে ইসলাম। কিন্তু ইসলামী জ্ঞানের অভাব, দীনের বিধান পালনে অনীহা। আর গণতন্ত্রের মেকি চাকচিক্য। আমাদেরকে গণতন্ত্রের প্রতি ঝুঁকে ফেলেছে। গণতন্ত্র কখনোই আমাদের মুক্তি দিতে পারে না। কেননা ইসলাম ও গণতন্ত্রের মাঝে আকিদাগত ও পুঁজিবাদি ব্যবস্থার মৌলিক পার্থক্য রয়েছে। সুতরাং ইসলাম ও গণতন্ত্রের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানতে চমৎকার এই "মুসলমানের জীবনব্যবস্থা ইসলাম নাকি গণতন্ত্র" বইটি অবশ্যই আপনাকে পাঠ করতে হবে।
Was this review helpful to you?
or
মন্তব্য: ‘মুসলমানদের জীবনব্যবস্থা ইসলাম নাকি গণতন্ত্র’ শিরোনামে লিখিত বইটিতে ইসলাম, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, পুঁজিবাদী জীবনব্যবস্থা ও অর্থব্যবস্থা, ইসলামি জীবনব্যবস্থা ও অর্থব্যবস্থা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রাথমিকভাবে ইসলাম এবং গণতন্ত্র সম্পর্কে জানতে বইটি পড়া দরকার। উক্ত বাছাই করা বিষয়গুলো এবং অধ্যায় গুছানো দেখে মুগ্ধ হলাম। এই বিষয়ে জানতে আগ্রহী নতুন পাঠকদের বইটি পড়া জরুরি।
Was this review helpful to you?
or
মুসলমানদের জীবনব্যবস্থায় অবশ্যই ইসলামে শরিয়াহ আইন প্রয়োজন কারণ ইসলাম অপরিবর্তনীয় এবং কুরআন-সুন্নাহর ওপর নির্ভরশীল। গণতন্ত্রে আইন পরিবর্তন জনগণের মতামতের ভিত্তিতে হয়ে থাকে।
Was this review helpful to you?
or
"মুসলমানের জীবনব্যবস্থা ইসলাম নাকি গণতন্ত্র" বইটি মুসলমানদের শাসনব্যবস্থায় ইসলাম ও গণতন্ত্রের অবস্থান বিশ্লেষণ করেছে। লেখক দেখিয়েছেন, ইসলাম পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে শাসনব্যবস্থা আল্লাহর বিধানের ওপর প্রতিষ্ঠিত। গণতন্ত্র মানুষের মতামতের ওপর নির্ভরশীল, যা কখনো শারীয়াহবিরোধী হতে পারে। বইটিতে ইসলামের খেলাফত ব্যবস্থা ও গণতন্ত্রের মূল পার্থক্য তুলে ধরা হয়েছে। যারা ইসলামী শাসনব্যবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে চান, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ। গবেষণাধর্মী এই বইটি ইসলামি রাজনীতি নিয়ে আগ্রহীদের অবশ্যপাঠ্য।?
Was this review helpful to you?
or
বর্তমানে মুসলিমদের একটি অংশ সংশয়ে রয়েছে গণতন্ত্রের সম্পর্কে ইসলামি দৃষ্টিকোণ কী? ইসলামে কেন গণতন্ত্র গ্রহনযোগ্য নয়, কেন গণতন্ত্র ভালো প্রক্রিয়া নয়, গণতন্ত্রের ধোঁকা কী এই বিষয়ে অজ্ঞ এক শ্রেণির ইসলামপন্থীগণ তাছাড়াও সকালের জন্য গণতন্ত্র সম্পর্কে একটি দারুণ বই
Was this review helpful to you?
or
"মুসলমানের জীবনব্যবস্থা ইসলাম নাকি গণতন্ত্র" যখন সভ্যতার মোড় ঘুরে যায়, যখন নীতি ও আদর্শের পথরেখা অস্পষ্ট হয়ে পড়ে, তখন মুসলমান মাত্রই এক অনিবার্য প্রশ্নের মুখোমুখি দাঁড়ায়—কোন পথ আমাদের? ইসলাম, নাকি গণতন্ত্র? এই গ্রন্থ সেই দ্বিধার কুয়াশা সরিয়ে এক উজ্জ্বল দিগন্ত উন্মোচন করে। লেখক প্রজ্ঞার দীপ্ত আলোয় তুলে ধরেছেন—ইসলাম কি শুধু আধ্যাত্মিক বিশ্বাস, নাকি মানবজীবনের পূর্ণাঙ্গ বিধান? গণতন্ত্র কি সত্যিই জনগণের শাসন, নাকি এক সুপরিকল্পিত মোহজাল, যেখানে প্রকৃত ক্ষমতা কিছু অদৃশ্য শক্তির হাতে কেন্দ্রীভূত? প্রতিটি শব্দ এক গভীর উপলব্ধির স্ফুলিঙ্গ, প্রতিটি পৃষ্ঠা এক নির্ভুল সত্যের দিশারি। যারা আত্মপরিচয়ের সংকটে দোদুল্যমান, যারা বিভ্রান্তির অন্ধকারে আলোর খোঁজ করছেন—তাদের জন্য এ বই শুধু একটি পাঠ নয়, বরং এক চেতনার মশাল, এক আত্মজাগরণের আহ্বান! ?️মোহাম্মদ আব্দুল্লাহ