User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আমি কখনোই খুব মনোযোগী পাঠক ছিলাম না। কর্মজীবনের ব্যস্ততায় বই পড়ার সুযোগও খুব একটা হয় না। তবে সদ্য সমাপ্ত বইমেলা থেকে লেখক সাগর খান-এর কাব্যগ্রন্থ "অনন্ত অপ্সরীর ছোঁয়া" সংগ্রহ করার পর, বইটির নামকরণ প্রথম দর্শনেই আমাকে দারুণভাবে আকৃষ্ট করে। কৌতূহলবশত প্রথমেই "অনন্ত অপ্সরীর ছোঁয়া" শিরোনামের কবিতাটি পড়া শুরু করি, আর প্রথম থেকে শেষ পর্যন্ত কবিতাটি আমাকে এক অনন্য অনুভূতির জগতে টেনে নিয়ে যায়। এই কবিতার প্রতিটি শব্দ হৃদয়ে গভীরভাবে দাগ কাটে, স্মৃতির রোমন্থন ঘটায়। বাস্তব জীবনের অভিজ্ঞতা, ভালোবাসার আবেগ ও অনুভূতি—এসব কিছুই এতটা সাবলীলভাবে কবিতায় তুলে ধরা হয়েছে যে, পাঠক নিমিষেই কবিতার আবেশে ডুবে যায়। প্রতিটি লাইন শেষ হতেই পরবর্তী লাইনের জন্য আগ্রহ আরও তীব্র হতে থাকে, যা একজন লেখকের সার্থকতার প্রকৃত প্রমাণ। এই কাব্যগ্রন্থে প্রেম, প্রকৃতি ও জীবন—এই তিনটি বিষয় অত্যন্ত সুন্দরভাবে উঠে এসেছে। লেখকের মননশীলতা ও সৃজনশীলতা কবিতার প্রতিটি পঙক্তিতে দ্যুতিময় হয়ে ফুটে উঠেছে। তার ভাষার সৌন্দর্য, ভাবের গভীরতা ও আবেগের সুনিপুণ বহিঃপ্রকাশ পাঠককে মোহিত করে রাখে। আমি বিশ্বাস করি, "অনন্ত অপ্সরীর ছোঁয়া" কাব্যগ্রন্থটি পাঠকমহলে বিপুল জনপ্রিয়তা অর্জন করবে। লেখক সাগর খান-এর জন্য রইল অন্তরিক শুভকামনা। ভবিষ্যতে তিনি যেন আরও আকর্ষণীয় ও মনোমুগ্ধকর সাহিত্য উপহার দেন, সেই প্রত্যাশা রইল।
Was this review helpful to you?
or
এই বইয়ের প্রতিটি কবিতা রোমান্টিকতার স্পর্শে মোড়া, যেন একেকটি স্বপ্নের মতো। প্রতিটি কবিতাই একটি স্বতন্ত্র গল্প বলে, আর সে অর্থে, এই বই একসঙ্গে বহু গল্পের সমাহার। ভালোবাসা ও অনুভূতির গভীরতায় ভরা এই কবিতাগুলো নিঃসন্দেহে পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে।
Was this review helpful to you?
or
এই কাব্যগ্রন্থে প্রেম, প্রকৃতি ও জীবন—এই তিনটি বিষয় অত্যন্ত সুন্দরভাবে উঠে এসেছে। লেখকের মননশীলতা ও সৃজনশীলতা কবিতার প্রতিটি পঙক্তিতে দ্যুতিময় হয়ে ফুটে উঠেছে। আমি বিশ্বাস করি, "অনন্ত অপ্সরীর ছোঁয়া" কাব্যগ্রন্থটি পাঠকমহলে বিপুল জনপ্রিয়তা অর্জন করবে। লেখক সাগর খান-এর জন্য রইল অন্তরিক শুভকামনা।
Was this review helpful to you?
or
অসম্ভব সুন্দর রোমান্টিক কবিতা। এক একটি কবিতা যেন এক একটি গল্প। কবিতা পরে ভালো লেগেছে। তরুণ তরুণীদের জন্য চমৎকার একটা বই।