User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আহ, জীবন...। বইটা পড়ে মনের উপর ভীষণ চাপ দিলো।
Was this review helpful to you?
or
#রিভিউ ‘জায়নামাজ’ উপন্যাসটি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এক জাগরণী গল্প। নামাজ ও ইসলামি অনুশাসনের গুরুত্ব সহজ ভাষায় তুলে ধরে বইটি পাঠককে নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে শেখায়। বিশেষ করে গাফিল মুসলমানদের জন্য এটি হতে পারে চোখ খুলে দেওয়ার মতো এক প্রেরণার উৎস। গার্ডিয়ান পাবলিকেশন্স
Was this review helpful to you?
or
‘জায়নামাজ’ – সত্যের আলোয় উদ্ভাসিত এক অনুপ্রেরণামূলক উপাখ্যান গার্ডিয়ান প্রকাশনী থেকে প্রকাশিত লেখিকা মেহেরুন রুমা রচিত “জায়নামাজ” বইটি হাতে পাওয়ার সৌভাগ্য হয়েছিল লেখিকার কাছ থেকেই, হাদিয়া হিসেবে। লেখিকার এই উপহার আমার কাছে শুধু একটি বই নয়, বরং হৃদয়ের এক পরম প্রাপ্তি। কৃতজ্ঞতা প্রকাশের ভাষা খুঁজে পাই না এত সুন্দর একটি বই পাঠানোর জন্য। আপুর আন্তরিক ভালোবাসায় পাঠানো একটি হাদিয়া আমার কাছে এক গভীর হৃদ্যতার স্মারক, যার মূল্য অনুভবে মাপা যায়, মুদ্রায় নয়। রাতের নীরবতায়, এক বসায় পুরো বইটি শেষ করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পৃষ্ঠা যেন এক অদ্ভুত মুগ্ধতা ছড়িয়ে গেছে। ভাষার সাবলীলতা, বর্ণনার সৌন্দর্য, এবং গল্পের বাস্তবধর্মী প্রবাহ আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। এই বই শুধু একটি কাহিনি নয়, বরং একটি জীবনের পাঠ – যেখানে সত্য, বিশ্বাস, ও আত্মদর্শনের আলো ছড়িয়ে আছে প্রতিটি ছত্রে। “জায়নামাজ” কেবলমাত্র একটি গল্প নয়, এটি সত্যের পথে হাঁটার এক সাহসিক পদচারণা। লেখিকা এমন দক্ষ হাতে বাস্তবতার ছোঁয়া মিশিয়ে গল্পটিকে সাজিয়েছেন যে, তা একজন পাঠককে একাধারে ভাবায়, জাগায় এবং অনুপ্রাণিত করে। বইটি পড়তে পড়তে মনে হয়েছে, এটি সেই ধরনের বই, যা মানুষকে অন্তরের পরিবর্তনের দিকে ডেকে নেয়। মেহরুন রুমা-আপুকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা—এই অসাধারণ কাজের জন্য, এবং আমাকে ব্যক্তিগতভাবে ভালোবেসে পাঠানো এই হাদিয়ার জন্য। তাঁর সৃষ্টিকর্ম আরও বহু পাঠকের হৃদয়ে আলো ছড়িয়ে দিক—এই কামনা। যারা এখনও বইটি পড়েননি, তাদের বলব—এটি একটি অনন্য অভিজ্ঞতা। একবার শুরু করলে শেষ না করে রাখা কঠিন। “জায়নামাজ” পড়ুন, অনুভব করুন, এবং নিজেকে নতুনভাবে আবিষ্কার করুন।
Was this review helpful to you?
or
ভালো।
Was this review helpful to you?
or
মেহেরুন রুমা রুমা লিখিত 'জায়নামাজ' উপন্যাসটি গতকাল রাতে পড়া শুরু করে আজ একটু আগে শেষ করলাম । অসাধারণ একটি বই । মানুষের জীবন চেঞ্জ করার জন্য এমন একটি বইই যথেষ্ট । এমন বই লিখে গেলে কবরে অবস্থান করেও সাদকায়ে জারিয়ার সাওয়াব পাওয়া যাবে । বইটি গার্ডিয়ান পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে । সিঁথি ও বিথী দুই বোনকে ঘিরে উপন্যাসের কাহিনী ও ঘটনাবলী আবর্তিত হয়েছে । দুই বোনই খুব আধুনিক জীবনযাপন করে এবং ধর্মের কোনো রীতিনীতি তারা পালন করে না । কাহিনীর শুরুতেই অধিক মদ্যপানের জন্য এক রাতে বড়ো বোন সিঁথি মারা যায়। বোন মারা যাওয়ার পর থেকে বিথী অনেক কিছু নতুনভাবে উপলব্ধি করতে থাকে । আস্তে আস্তে সে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে । নামাজ পড়ে মোনাজাত করে মহান রবের কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চায় । সে বিভিন্ন ইসলামী বই পড়তে শুরু করে । বিথীকে বই পড়ানোর ছলে লেখক মুন্সিয়ানার সাথে কোরআনের বিভিন্ন আয়াত এবং নবীজি (সা:) বর্ণিত সুন্দর সুন্দর হাদিস উপন্যাসে উল্লেখ করেছেন । এগুলো পাঠকদের জ্ঞান বৃদ্ধির পাশাপাশি আত্মপোলব্ধি ঘটাতে সাহায্য করবে । সমালোচনার দিক দিয়ে বললে বইয়ে কিছু বানান যেমন ভুল আছে তেমনি কিছু জায়গায় তুই এবং তুমি মিলেমিশে একাকার হয়ে গেছে । পরবর্তী মুদ্রণে এগুলো সংশোধনের জন্য অনুরোধ রইলো । লেখক বাস্তব জীবনে নিজের যে আমূল পরিবর্তন সাধন করেছেন তার প্রমাণ তার এই অসাধারণ লেখনী । এই 'জায়নামাজ' উপন্যাসের মাধ্যমে লেখক নিজের মতো আরো অসংখ্য মুসলিম নর-নারীর ঘুম ভাঙানোর চেষ্টা করেছেন । দোয়া করি লেখকের এই চেষ্টা সফল হোক এবং বইটি ভুল পথে চালিত মুসলিম নর-নারীদেরকে আলোর পথে এবং সত্যিকারের হেদায়েতের পথে ফিরিয়ে আনুক । © মামুন
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ অসাধারণ একটি বই। ঘুমন্ত অন্তরকে জাগ্রত করতে সহায়ক বই জায়নামাজ। এরকম লেখা শুধু দুনিয়ার জন্যই কল্যাণকর নয়।বরং আখিরাতের জন্য এই বই বেশি উপকারী।সাদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ কবুল করুন
Was this review helpful to you?
or
#Attention! নামাজের ব্যাপারে উদাসীন ও নামমাত্র মুসলিমকে বিভিন্ন গুনাহ থেকে বেঁচে ফিরে প্রকৃত মুসলমান করার প্রয়াসে লিখিত একটি ইসলামিক উপন্যাস! এই বইটি আপনাকে নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। পাঠ পর্যালোচনা : ‘জায়নামাজ’ উপন্যাস সহজ ভাষায় প্রকাশের কারণে পড়ে ভালো লেগেছে। অষ্টম শ্রেণী থেকে শুর করে বাদবাকি মানুষের পক্ষেও এই বইটির কথাগুলো বোঝা সহজ হবে। পুরো বইটির গল্প বর্ণনা হয়েছে সহজ শব্দ, বাক্যের মাধ্যমে। যা বইটির বিষয়বস্তু বুঝতে বহুলাংশে সাহায্য করেছে। লেখক মনের গহীনে থাকা দরদ মাখিয়ে উম্মাহর জন্য বইটির প্রতিটি পাতা সাজিয়েছেন। বেখবর মুসলমানদের সতর্ক ও সচেতন করার তাগিদে উপন্যাস লেখার মতো কঠিন কাজ বেশ সাবলীলভাবে করতে পেরেছেন। গল্পের ভিত্তি থেকে শুরু করে একেবারে শেষ অব্দি সাফল্যের সাথে উতরে গেছেন। ওনার বলে যাওয়া কথাগুলো হৃদয়ে প্রবলভাবে ঝাঁকুনি দিবে। এমনি এক কথা ছিলো, 'তুমি যা-ই হারাও না কেন, বিকল্প খুঁজে পাবে; কিন্তু আল্লাহকে হারালে, কে হবে তাঁর সমান?' বইটির পরিচিতি ও গুরুত্ব : আমাদের এই দেশের অধিকাংশ মুসলমান জন্মসূত্রেই কেবল মুসলিম। নামাজের মতো আবশ্যক আমলের ব্যাপারে তারা বড্ড বেশি উদাসীন। জানে না কেন নামাজ পড়তে হবে! পড়লে কী লাভ আর না পড়লে কী বিপদ অপেক্ষায় আছে! আলোচ্য এই বইটিতে লেখক বিথী চরিত্রের মাধ্যমে নামাজের গুরুত্ব ও তাৎপর্য ফুটিয়ে তুলেছেন। বিথী'র দুই বোন। আরেক বোনের নাম সিথী। সে নামাজ পড়তো না। বিভিন্ন অবশ্য পালনীয় আমলের ব্যাপারেও তোয়াক্কা করেনি কখনও। বিভিন্ন গোনাহের কাজে মগ্ন থাকতো রাত-দিন। আমোদ, ফূর্তি করতে করতে একদিন হঠাৎ তার জীবন প্রদীপ নিভে যায়। কখনও ভাবেনি সুস্থ্য থাকলেও হায়াত শেষ হয়ে গেলে পরপারে চলে যেতে হবে। নিজের বোনের এমন মৃত্যুতে শোকাহত বিথী ব্যাথাতুর হৃদয় নিয়ে দিনাতিপাত করতে থাকে। বোনের কবর দেখার জন্য প্রতিদিন কবরস্থানে এসে হাজির হয়। একসময় মনের অজান্তেই একাকী সে ভাবতে থাকে! তাকেও একদিন তার বোনের মতো করেই দুনিয়ার মায়া ছাড়তে হবে। কবরে যাওয়ার আগে যদি পাথেয় সংগ্রহ না করা যায়, তবে তো আর রক্ষা নাই। অবধারিত শাস্তি আজীবন পেতে হবে। মৃত্যুর আগে মৃত্যু ফেরেশতা এসে সতর্কও করবে না! এই ভয়ে সে নিজেকে সংশোধন করার চিন্তা থেকে শুরুতে নামাজ পড়তে শুরু করে। ধীরে ধীরে পর্দা করাও শুরু করে দেয়। এক পর্যায়ে বিভিন্ন ইসলামিক বই পড়ে ধর্ম সম্পর্কে অনেক কিছুই জানতে পারে। এই অর্জিত জ্ঞানের মাধ্যমে সে নিজেকে হারাম সম্পর্ক থেকে অবসর দেয়। রামাদান হাজির হলে রোজা রাখা আরম্ভ করে। পূর্বের সকল গোনাহের জন্য মন থেকে অনুতপ্ত হয়। আর কখনও না করার সিদ্ধান্ত নেয়। পরকালের জবাবদিহিতার ভয়ে নিজেকে ধর্মপ্রাণ একজন মুসলিমা হিসেবে গড়ে তুলতে থাকে। বইটি কেন পড়বেন : এই উপন্যাস আপনাকে নামাজ পড়ার গুরুত্ব উপলব্ধি করাবে। সেই সাথে বিভিন্ন গোনাহের কাজ থেকে বিরত রাখার উপকারীতা বলে দিবে। এর মধ্যে আছে পর্দা কেন করবো? করলে আমার কী লাভ! হারাম সম্পর্কে জড়িয়ে কি ক্ষতি হয়?। এই অবৈধ সম্পর্ককে ছুটি দেওয়ার কল্যাণ!। রামাদান মাসে রোজা না রাখার কুফল! রোজা রাখার গুরুত্ব বোঝা সহ আর বহুকিছু গল্পের ছলে উপভোগ্য বর্ণনায় জানিয়ে দিবে। ©রিভিউ ফ্রম Muhammad Ashraful