User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Nicr
Was this review helpful to you?
or
explanation was quite good but all sources or references are not clearly linked with books title
Was this review helpful to you?
or
book
Was this review helpful to you?
or
লেখা তথ্যগুলো সুন্দর বাট লেখার ফ্রন্ট এবং সাইজ একটা হজবরল আকারের বিষয়টি প্রকাশকের দৃষ্টি আকর্ষণ করছি।
Was this review helpful to you?
or
বাংলা ভাষায় নামায বিষয়ক এক সেরা গ্রন্থ (আল্লাহর রাসুল (স.) কিভাবে নামাজ পড়তেন)বইটি। এতে রসূলুল্লাহ সা. কিভাবে নামাযের জন্যে প্রস্তুতি নিয়েছেন, কী পদ্ধতিতে নামায পড়েছেন, নামাযে কী পড়েছেন, নামাযের আরকান-আহকাম কিভাবে পালন করেছেন, ফরয নামায ছাড়া আর কিকি নামায, কতো রাকাত পড়েছেন? সেসবেরই এক বিশ্বস্ত ও প্রামাণিত বর্ণনা এ বইতে লিপিবদ্ধ করা হয়েছে। অজ্ঞাতার কারণে পরবর্তীকালের লোকেরা নামাযের এমন অনেক নিয়মই পালন করে না, যা রসূলুল্লাহ সা. স্বয়ং করেছেন। আবার তারা নামাযের সাথে এমন অনেক নিয়মই জুড়ে নিয়েছে, যা রসূলুল্লাহ সা. করেননি। অথচ আল্লাহর রসূল সা. পরিস্কারভাবে বলে গেছেন- অর্থ : তোমরা ঠিক সেভাবে নামায পড়ো, যেভাবে পড়তে দেখেছো আমাকে। (সহীহ বুখারী, মুসনাদে আহমদ) এতো গেলো রসূলুল্লাহ সা. এর নিজের কথা। কিন্তু স্বয়ং আল্লাহ তা‘আলাই তো বলে দিয়েছেন- অর্থ: হে নবী বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসে থাকো, তবে আমাকে অনুসরণ করো, তাহলেই আল্লাহও তোমাদের ভালোবাসবেন। (সূরা ৩ আলে ইমরান: ৩১) আল কুরআনের অন্য একটি আয়াতে আল্লাহ তা‘আলা বলেন- অর্থ : আল্লাহর রসূল তোমাদের যা দিয়েছেন, তোমরা তাই মেনে চলো, আর তিনি যা করতে নিষেধ করেছেন, তা থেকে বিরত থাকো। (সূরা হাশর: ৭) সকল কাজেই আমাদেরকে আল্লাহর রসূলের অনুসরণ করতে হবে। তাঁকে মেনে চলতে হবে। তিনি যেসব বিধিবিধান ও নিয়মপদ্ধতি চালু করে গেছেন, সেগুলো অবশ্যি পালন করতে হবে। নামায ইসলামের সেরা ইবাদত। নামায অবশ্যি সেভাবে পড়তে হবে, যেভাবে পড়েছেন স্বয়ং রসূলুল্লাহ সা.। তিনি পরিস্কার নির্দেশ দিয়ে গেছেন, তিনি যেভাবে নামায পড়েছেন, তাঁর অনুসারীদেরকেও ঠিক সেভাবে নামায পড়তে হবে।যারা সঠিক নিয়মে নামায আদায় করতে চান তাদের জন্য বইটি এক গুরুত্ব দলীল ।
Was this review helpful to you?
or
সহীহ শুদ্ধ ভাবে নামাজ পড়ার জন্য এই বইটির গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ আদায় করতেন, কিভাবে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিছেন, নামাজের ভিতরে এবং বাহিরে কোন বিষয়গুলো পালন করতেন। ফরজ নামাজ ব্যতীত অন্য কোন নামাজ সমূহ আদায় করতেন। এইসব বিষয় নিয়ে খুব সুন্দর ভাবে আলোচনা করেছেন। আমরা নামাজ সম্পর্কে যে ভুল ধারণা গুলো রয়েছে সেগুলো দূর হবে এবং সহীহ, সুন্দর ও নির্ভুল ভাবে নামাজ আদায় করতে পারব এই বইটি পড়ার মাধ্যমে।