User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
I've read all of Masum Billah Bhai's books, but my favorite one is "Good Morning Papa".
Was this review helpful to you?
or
Good book.
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই। পড়ার সময় নিজেকে খুঁজে পাবে পাঠক। গুড মর্নিং, পাপা বইটি সবার প্রিয় বই হোক।
Was this review helpful to you?
or
বাবা ফিসফিস করে বলেন, ‘নিতু, স্কুলের এই অল্প কয়টা বই পড়তে যদি পুরো একটা করে বছর কাটিয়ে দিস, তাহলে পৃথিবীর বাকি বইগুলো কবে, কখন পড়বি, বলতো মা?’ ‘বাবা, এটা তুমি ঠিক-ই বলেছো। আমারও মনে হয়, এই জীবনে সময়-ই পাওয়া যাবে না। আচ্ছা বাবা, বেহেস্তে কী বই থাকবে? ওখানে বসে বই পড়া যাবে?’ ‘হঠাৎ, একথা কেন?’ আমার কথায় বাবা পুরো চমকে গেছেন। ‘আগে বলো—’ ‘আমার মনে হয়, থাকবে—’ ‘যাক, আমার একটা চিন্তা গেল— আমরা বেহেস্তে বসে সারাদিন বই পড়তে পারবো… ’ ‘এসব নিয়ে তোকে চিন্তা করতে কে বলেছে?’ ‘কেউ না, আমি তোমাকে নিয়ে চিন্তা করেছি, তুমি এত বই পড়ো, তারপর বেহেস্তে যদি বইপড়ার সুযোগ না থাকে তবে তোমার কী উপায় হবে? এটাই ভাবছিলাম!’ বাবা আর কিছু বলেন না। ভারী প্রসন্ন হাসিতে বাবার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠল। যারা বই পড়তে ভালোবাসে, যারা ভালো পাঠক, যারা লেখায় শিল্পমান, সাহিত্য খুঁজেন "গুড মর্নিং, পাপা" বইটি তাঁদের জন্যে...
Was this review helpful to you?
or
বাবা ফিসফিস করে বলেন, ‘নিতু, স্কুলের এই অল্প কয়টা বই পড়তে যদি পুরো একটা করে বছর কাটিয়ে দিস, তাহলে পৃথিবীর বাকি বইগুলো কবে, কখন পড়বি, বলতো মা?’ ‘বাবা, এটা তুমি ঠিক-ই বলেছো। আমারও মনে হয়, এই জীবনে সময়-ই পাওয়া যাবে না। আচ্ছা বাবা, বেহেস্তে কী বই থাকবে? ওখানে বসে বই পড়া যাবে?’ ‘হঠাৎ, একথা কেন?’ আমার কথায় বাবা পুরো চমকে গেছেন। ‘আগে বলো—’ ‘আমার মনে হয়, থাকবে—’ ‘যাক, আমার একটা চিন্তা গেল— আমরা বেহেস্তে বসে সারাদিন বই পড়তে পারবো… ’ ‘এসব নিয়ে তোকে চিন্তা করতে কে বলেছে?’ ‘কেউ না, আমি তোমাকে নিয়ে চিন্তা করেছি, তুমি এত বই পড়ো, তারপর বেহেস্তে যদি বইপড়ার সুযোগ না থাকে তবে তোমার কী উপায় হবে? এটাই ভাবছিলাম!’ বাবা আর কিছু বলেন না। ভারী প্রসন্ন হাসিতে বাবার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠল। গুড মর্নিং পাপা উপন্যাসের অংশবিশেষ তুলে দিলাম, যাতে পাঠক কিছুটা হলেও বুঝতে পারে এই বইটা কতটা সুন্দর। আসুন একটি ভালো বইয়ের সঙ্গে পরিচিত হই, ভালো বইয়ের সঙ্গে সখ্য গড়ে তুলি। 'গুড মর্নিং, পাপা' বইটি সবার প্রিয় বই হবে এই বিশ্বাস রাখছি...
Was this review helpful to you?
or
গল্পের ঘটনাকে পাঠকের মনে গাঁথাতে দারুণ মুনশিয়ানা দেখান এই গল্পকার। সিকুয়েন্স ও এর বিস্তার এবং টুইস্ট সবই অনবদ্যভাবে ঘটাতে দক্ষ। গল্পের ভাষাও যেন পাঠকের মুখ থেকে নেওয়া। 'গুড মর্নিং, পাপা!' পাঠকসমাদৃত হবে বলে আশা করি। গল্পকারের প্রতি ফুলেল শুভেচ্ছা।