User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
পাঠ বিলাস কিছু কিছু বই পড়ে মনে হয় আমি লেখকের জগতে বিচরন করছি। “ফাচুকী ফাঁপর” এমন একটি ক্রাইম থ্রিলার বই যেটা আপনাকে নিয়ে যাবে যাত্রাবাড়ি মাছের আড়ত থেকে একবারে দেশের দক্ষিনে গহীন অরুণ্যে। ব্যঙ্গরসাত্বক প্রশ্নবান ছুঁড়বে দেশের শাসনব্যবস্থার দিকে। প্রথম খন্ড যেখানে শেষ হয়েছে, ঠিক সেখান থেকেই শুরু হয়েছে দ্বিতীয় খন্ড। মূল কাহিনি ঢাকা ছেড়ে চলে গেছে দেশের একেবারে দক্ষিনে। অপরাধ চক্রের জালে আটকে পড়া যুব সমাজ, পরিবেশ ও বন্য প্রানীর নির্মমতা, চোরা কারবারের গোল্ডেন ট্রাইয়াঙ্গেল বিষয়গুলো উপর ভর করে উপন্যাসটি ছুটেছে। প্রথম খন্ডের রহস্যভেদ করেছেন। দ্বিতীয় খন্ডেও রয়েছে টানাটান উত্তেজনা ও বিশাল এক টুইস্ট। যত করবা চালাকি বুঝবা তত জ্বালা কি! মত আরো কিছু নীতিবাক্য দিয়ে আইনুদ্দিনকে কঠিন টানে ফেলা হয়েছে। “ফাচুকী ফাঁপর” বইতে আইনুদ্দিন সিরিজের প্রথম খন্ডের সবগুলো চরিত্র বিকশিত হয়েছে, যুক্ত হয়েছে নতুন চরিত্র। ইশাত ও আইনুদ্দিনের মনান্তরের পাশাপাশি ভালোবাসার উন্মেষ, রূপবান, মাদক বিজ্ঞানী ও দারুন উল রশিদের চরিত্রগুলো বইয়ের বিভিন্ন স্তরে উৎকষ্ঠার অনুঘটক হয়েছেন। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে মূল খলচরিত্রের দেখা মিলেছে। তবে বলা মুশকিল, লেখক পরবর্তীতে আইনুদ্দিনকে কোথায় নিয়ে যান ! আমি লেখকের প্রকাশিত সবগুলো বই পড়েছি ও তার লেখনীতে অনন্যতার ছোয়া খুঁজে পেয়েছি। তিনি বাংলাদেশের শাসনব্যবস্থা নিরেট বাস্তবতার ছবি বিদ্রূপাত্মকভাবে তুলে ধরেছেন আর পুলিশ বিভাগের ফাঁপরগিরি নাটক সুনিপুণভাবে মঞ্চায়িত করেছেন। আমার ধারণা, বাংলাদেশীয়ও ক্রাইম থ্রিলার বইয়ের মানদন্ডে “ফাচুকী ফাঁপর” উপরে দিকে থাকবে। “ফাচুকী ফাঁপর” বইটি পড়ে রাজশাহী ভ্রমনের দীর্ঘ যাত্রাপথের ক্লান্তিকর সময়টুকু দারুন উপভোগ্ করেছি । “আইনুদ্দিন” পড়েছিলাম সেন্ট মার্টিনের সাগর সৈকতে আর “ফাচুকী ফাঁপর” শেষ করেছি কানসাটের আম বাগানে। আশা করি, লেখক তাড়াতাড়িই ফিরবেন আইনুদ্দিন ইউনিভার্সের পরবর্তী খন্ড নিয়ে। বই : ফাচুকী ফাঁপর লেখক : শাহারিয়ার খান শিহাব পৃষ্ঠা সংখ্যা : ১৮৯ পাওয়া যাবে বইমেলায় আফসার ব্রাদার্স এর প্যাভিলিয়ন নং ৩৫ ও সকল অনলাইন বুকস্টোরে।