User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় রমজান মাসের ফজিলত কি? আপনি কি বলবেন? রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ দেবেন আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতিটি কাজই ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। আল্লাহ তায়ালা বলেন : কিন্তু রোজা ব্যতীত। কেননা রোজা আমার জন্য, আর আমিই এর প্রতিদান দেব। সে আমার সন্তুষ্টির জন্য খাহেশাত এবং পানাহার ত্যাগ করে। সহীহ বুখারী - ১৯০৪ সহীহ মুসলিম -১১৫১ রোজা শাফায়াত করবে আব্দুল্লাহ ইবনে আমর (রা) হতে বর্ণিত ,নবী করীম (সা)বলেছেন, কিয়ামতের দিন রোজা এবং কোরআন বান্দার পক্ষে সুপারিশ করবে । রোজা বলবে ,হে রব! দিনের বেলায় তাকে পানাহার এবং খাহেশাত থেকে আমি বাধা দিয়েছি । সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কোরআন বলবে , হে রব! রাত্রে তাকে ঘুম থেকে আমি বিরত রেখেছি । সুতরাং আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করুন। তারপর তাদের উভয়ের সুপারিশ গৃহীত হবে। মুসনাদু আহমাদ - ৬৬২৬ রাইয়ান দরজা লাভ নবী করীম (সা) বলেছেন ,জান্নাতে রাইয়ান নামক একটি দরজা আছে। এ দরজা দিয়ে কিয়ামতের দিন রোজাদারেরা প্রবেশ করবে। তারা ছাড়া আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেওয়া হবে, রোজাদারেরা কোথায়? তখন তারা দাঁড়াবে ।তারা ছাড়া অন্য কেউ এ দরজা দিয়ে প্রবেশ করবে না। তারা প্রবেশের পর দরজাটি বন্ধ করে দেওয়া হবে, যাতে তা দিয়ে আর কেউ প্রবেশ করতে না পারে। সহীহ বুখারী - ১৮৯৬ সহীহ মুসলিম - ১১৫২ রোজাদারের আনন্দ: নবী করীম (সা)বলেছেন ,রোজাদারদের জন্য আনন্দের বিষয় দুটি। একটি আনন্দ ইফতারের সময়, আরেকটি আনন্দ প্রতিপালকের সাথে সাক্ষাতের সময়। সহীহ বুখারী - ১৯০৪