User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ অসাধারণ একটা বই। ছোটদের জন্য বই হলেও সব বয়সের মানুষের জন্যই বইটি ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার নাম গুলোর অর্থ এবং তাৎপর্য চমৎকার ভাবে তুলে ধরা হয়েছে ছোট ছোট বাচ্চাদের উপযোগী গল্পের মাধ্যমে আর তার সাথে পছন্দসই ছবি তো আছেই যেগুলো বাচ্চাদের আগ্রহ বহুগুনে বাড়িয়ে দিবে আলহামদুলিল্লাহ। আমরা যারা বাচ্চাদের ইসলামের শিক্ষা দিতে চাই,তারা সবাই চাই বাচ্চা যেন আল্লাহকে সবথেকে বেশি চিনে,ভালোবাসে। শিশুদেরকে ইমান পরিচিতির প্রথম ধাপ আসে আল্লাহর সাথে পরিচয় করানো। আল্লাহর সাথে পরিচয়ের এই প্রয়াসকে স্বয়ংসম্পূর্ণ করতে আফসানা মিমির লেখা "ছোটদের আসমাউল হুসনা" বইটা আমাদের বাচ্চাদের বুক কালেকশনে রাখা আবশ্যক।যেটা বাচ্চার সঙ্গে অভিভাবকদের জন্য একটা হাদিয়া বলা যায়। সবার উচিৎ এই বইটা অবশ্যই কালেক্ট করা।আফসানা মিমি এবং বইয়ের প্রকাশক সকলের জন্য অনেক শুভকামনা এবং দোয়া। Highly recommended.
Was this review helpful to you?
or
প্যারেন্টস হিসেবে বাচ্চার কাছে গল্পের ছলে মহান আল্লাহ তাআলার পরিচয় করিয়ে দেওয়ার জন্য বইগুলো অনেক হেল্পফুল।
Was this review helpful to you?
or
একটি অন্যরকম বই পেয়ে বাচ্চাদের সাথে আমি নিজেও অনেক খুশি আলহামদুলিল্লাহ। আমি নিজে কয়েকবছর ধরে আল্লাহর নাম মুখস্থ করার চেষ্টা করছিলাম। এটার জন্য নিজের রুমে অনেক বড় পেইন্টিংও টানিয়েছিলাম আসমাউল হুসনার। কিন্তু কোনো ভাবেই মনে রাখতে পারছিলাম না। ছোটদের আসমাউল হুসনার গল্প বই থেকে ছড়াগুলো দিয়ে নামও অর্থ এত সহজেই মুখস্থ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন বাচ্চারা তো শিখছে সাথে আমারও স্বপ্ন পূরন হচ্ছে। আমি বলবো সবার বাসায় এই বই ১ সেট করে থাকা দরকার শুধু বই হিসেবে নয় বরং সম্পদ হিসেবে। এটা দিয়ে শুধু বাচ্চারা না বরং সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ। আসন্ন রমাদানে এটা বাকিদের জন্য একটি সুন্দর হাদিয়া হতে পারে। আশা করি বাকি নামগুলো নিয়ে বাকি গল্পগুলো দ্রুত আসবে ইনশাআল্লাহ । আফসানা আপু এবং বইয়ের প্রকাশক সকলের জন্য অনেক অনেক দোয়া।
Was this review helpful to you?
or
একটি হৃদয়ছোঁয়া বই! আমার আড়াই বছরের ছেলেকে "ছোটদের আসমাউল হুসনা" বইয়ের "তিনিই রহমান, তিনিই রহিম" গল্পটা পড়ে শোনাচ্ছিলাম। যখন বললাম, "আল্লাহ তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসেন," সে হাসিমুখে আমাকে জড়িয়ে ধরল। সে কতটুকু বুঝেছে জানি না, কিন্তু মুহূর্তটা ছিল চক্ষু শীতলকারী! সুবহানাল্লাহ! বইটি সত্যিই ছোটদের মনে আল্লাহর প্রতি ভালোবাসা জাগানোর জন্য অসাধারণ। আলহামদুলিল্লাহ, এমন সুন্দর বই পাওয়ার জন্য কৃতজ্ঞ। লেখিকা ও সংশ্লিষ্ট সবার জন্য দোয়া, আল্লাহ তাঁদের কলমে ও কাজে বারাকাহ দান করুন।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ , অনেক ভাল ,Best Wishes
Was this review helpful to you?
or
বইটি আলহামদুলিল্লাহ খুব খুব ভালো। শুধু বাচ্চারা নয় বরং সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ। গল্পে গল্পে বাচ্চারা খুব সহজেই আল্লাহকে ভালোবাসতে শিখবে।