User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
not recommended. ফাউল একটা বই৷
Was this review helpful to you?
or
Dhoner boi porlam ekta. jei hype tulloo tar citaputaoo nai.
Was this review helpful to you?
or
⭕ প্লট: কর্পোরেট চাকুরিজীবী জামি দুই বছর থেকে কিছু অসুস্থতায় ভুগছে। প্রচন্ড মাথা ব্যথা, বমি বমি ভাব, দুর্বলতা এসব আরকি। কিন্তু এর কোনো সমাধান সে খুজে পায়নি। হঠাৎ একদিন প্রেসক্লাবের সামনে একটা সমাবেশ থেকে বের হয়ে কিছু লোকজনকে তিনজন পুলিশকে কোপাতে দেখে জামি। ভয়ে দৌড়ে পালাতে গিয়ে দেখা হয় দিব্য নামের আরেক চরিত্রের সাথে। দিব্যর মাধম্যে সে এমন এক সংঘের সাথে পরিচিত হয় যাদের কম বেশি জামির মত অসুস্থতা বা ভিন্নধর্মী কিছু সমস্যা রয়েছে। জামি অবাক হয় যখন সে জানতে পারে সেই সাথে তারা সবাই রয়েছে সরকারি নজরদারিতে। কিন্তু কেন?? সে আরো অবাক হয় পুলিশ কোপানোর এতবড় ঘটনা কোনো নিউজে আসে নি, সোশাল মিডিয়ায় নেই, কেউ কিচ্ছু জানে না। অথচ সব ঘটেছে তার চোখের সামনে। তাহলে কি তারই হ্যালুসিনেশন হচ্ছে?? এর উত্তর পাওয়ার জন্য জামি যায় এক সাইকিয়াট্রিস্ট এর কাছে। জামিরই কি কোনো মানসিক সমস্যা?? নাকি তার আশেপাশের পরিবেশে সত্যিই অদ্ভুত কিছু ঘটছে?? নাকি সব তার স্বপ্ন? ⭕ পাঠ প্রতিক্রিয়া: সত্যি বলতে গল্পটা আমার তেমন ভালো লাগে নি। কিন্তু একেবারেই খারাপ সেটা বলবো না। মূল গল্পই শুরু হয়েছে ১৫০ তম পৃষ্ঠা থেকে। এর আগের পুরোটাই একজন অসুস্থ কর্পোরেট চাকুরিজীবীর দিনলিপি। খুবই খুবই বোরিং এই প্রথম ১৪৯ পৃষ্ঠা। একটা লোক রিকশায় যেতে যেতে কি কি পর্যবেক্ষণ করছে, কার কানে ব্লুটুথ, কার হাতে কি চা, কে পানের পিক কোথায় ফেললো এই টাইপের অপ্রয়োজনীয় কথায় ভর্তি। এরপরে আসি মূল গল্পে। একজন স্বৈরাচারী সরকারপ্রধানের ক্ষমতা ও তাকে শাসন থেকে সরানোর চেষ্টা করা হয়েছে এখানে। দিব্য চরিত্রটাকে প্রথম দিক থেকেই রহস্যময় করে রাখার চেষ্টা করা হলেও লেখক খুব একটা সফল হয় নি। চরিত্রের ফাক ফোকর খুব সহজেই ধরা যাচ্ছিল। গল্পের টুইস্টটা প্রেডিক্ট করতে পেরেছিলাম কিছুটা, কিন্তু পুরোটা না। মৌসুমি সবকিছু বোঝার পরেও কেন চুপ ছিল সেটা বোধগম্য না। নরমালি এরকম হলে যে কেউ ব্যপারটা বোঝার চেষ্টা করতো, কিন্তু এখানে সে কিছুই না করে শুধু পর্যবেক্ষণ করেছে। ১৫০ থেকে শেষ পর্যন্ত পড়তে খুব একটা বেগ পেতে হয়নি। গল্পটা মোটামুটি ভালো কিন্তু অযাচিতভাবে টেনে টেনে শুধুই ৩২০ পৃষ্ঠা করা হয়েছে। প্রথম ১৪৯ পৃষ্ঠাকে অনায়াসেই ২/৩ পৃষ্ঠার মধ্যে আনা সম্ভব ছিল। লেখকের লেখকের ধরনী দেখে মনে হয়েছে তিনি খুব সহজেই এটা করতে পারতেন। তবুও কেন অযাচিত ভাবে ১৪৯ পৃষ্ঠা পর্যন্ত টেনে নিয়ে গেছেন তা আমার জানা নেই। আমার মতে এটাকে এত বড় উপন্যাস না করে যদি ৮০-১০০ পৃষ্ঠায় করা যেতো তাহলে খুব সুন্দর একটা উপন্যাস হতো। অথবা একে চাইলে ২০-৩০ পৃষ্ঠার একটা ছোট গল্প হিসেবে প্রকাশ করলেও যথেষ্ট উপভোগ্য হতো। কিন্তু এটা কোনো ভাবেই ৩২০ পৃষ্ঠার থ্রিলার উপন্যাসের মর্যাদা পাওয়ার যোগ্য না। এটা আমার একান্ত নিজস্ব মতামত। এছাড়া লেখকের লেখনী খুব চমৎকার। পুরোটা পড়া সম্ভব হয়েছে উনার লেখনীর জোড়েই। বইয়ের প্রোডাকশন কোয়ালিটি খুবই ভালো। কারো যদি অফুরন্ত সময় থাকে তাহলে বলবো এই উপন্যাসটি পড়ার জন্য।
Was this review helpful to you?
or
যা হওয়ার কথা তাইই হয়েছে। বইটির প্রথম ১৫০-২০০ পেজ স্রেফ একজন চাকুরিজীবীর দিনলিপি। যাতে অপ্রয়োজনীয় সব কথাবার্তা।থ্রিলার হিসেবে হাইপ দেওয়া হলেও বিন্দুমাত্র থ্রিল নেই বইয়ে। অ্যাকশন সিনগুলোও হাস্যকর। বইটির মূল গল্প একদল লোকের বাংলাদেশের কাল্পনিক প্রধানমন্ত্রীকে গদিচ্যুত করার চেষ্টা, যা লেখকের ভাষ্যমতে কাকতালীয় ভাবে জুলাই অভ্যুত্থান এর সাথে মিলে গেছে।সিম্পল এই প্লটকে কেন লেখক এত বড় করলেন খোদাই জানেন।এই বই এক বছর আগে প্রকাশিত হলে লেখকের সাহসিকতার জন্য প্রশংসা করা যেতো, বর্তমানে তারও সুযোগ নেই। শেষের টুইস্ট দুইটিও অবাক করে দিতে সক্ষম হয়নি।শ্বাপদসনে,বাজিকর এর মতো বইয়ের লেখকের কাছে এমন বই প্রত্যাশিত নয়।লেখক এক্সপেরিমেন্ট করতেই পারেন,কিন্তু বুকশপগুলো যেভাবে কৃত্রিম হাইপ দিয়ে বইকে মাস্টারপিস বানিয়ে দেয়, সেক্ষেত্রে একজন পাঠক হিসেবে নিজেকে ঠকে যাওয়া মনে হয়।আগামীতে বইমেলার হাইপের কোনো বই নিচ্ছি না,এই শিক্ষাটা অন্তত হলো।তারজন্য এক তারা।